গান–১৬৬

রকিব লিখন ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:২৯:০০অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

বাড়িতে আসছে স্বজন
কি দিয়ে করি ভজন
নিবে সে দেহ রতন
ডাক দিয়েছে মাহজন

বিকল হলো দেহ গাড়ি
গাড়ি আমার খুব আনাড়ি
কেমনে রই রঙের বাড়ি
সাজিয়ে মধুবন।।

আতর চন্দন কর রেডি
যাইতে হবে তাড়াতাড়ি
সেই আমার আপন বাড়ি
গড়াইছে আলেকজন।।

জড়িয়ে মাটির চাদর
গড়াবো মধুর বাসর
পাবো গো পরম আদর
ভেবে কয় রকিব লিখন।।

০২.১১.২০১৪
পথের মাঝে,
উত্তরা, ঢাকা।।

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ