বাড়িতে আসছে স্বজন
কি দিয়ে করি ভজন
নিবে সে দেহ রতন
ডাক দিয়েছে মাহজন
বিকল হলো দেহ গাড়ি
গাড়ি আমার খুব আনাড়ি
কেমনে রই রঙের বাড়ি
সাজিয়ে মধুবন।।
আতর চন্দন কর রেডি
যাইতে হবে তাড়াতাড়ি
সেই আমার আপন বাড়ি
গড়াইছে আলেকজন।।
জড়িয়ে মাটির চাদর
গড়াবো মধুর বাসর
পাবো গো পরম আদর
ভেবে কয় রকিব লিখন।।
০২.১১.২০১৪
পথের মাঝে,
উত্তরা, ঢাকা।।
১১টি মন্তব্য
বন্য
গান-১৬৬টি! শুনে ভালো লাগলো। সুর হয়েছে কি? হলে জানাবেন অবশ্যই শুনবো।
রকিব লিখন
জনাব সুর হয়নি।। এটা আমার জীবন দশায় হবে কি না জানি না।। তবে দোয়া করবেন, মরার যে বাউল হয়ে মরতে পারি।। \|/
মোঃ মজিবর রহমান
খুব ভালো লাগলো লিখন ভাই।
শুভেচ্ছা অবিরত।
রকিব লিখন
আপনার মতো একজন সমালোচক পেয়ে আমিও গর্বিত।। (3 -{@
মরুভূমির জলদস্যু
সুর বসলে চমৎকার একটা গান হবে। (y)
রকিব লিখন
একজন সুরকার খোঁজে দেন না ভাই দয়াকরে।। (3 -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গানগুলো সিডি করুন।সুন্দর হবে।
রকিব লিখন
জনাব, আমি গান গাইতে জানি না, সুর করতে পারি না।। সিডি করবো কীভাবে?? দোয়া করবেন কোন শিল্পী যেন গানগুলো গায়।। -{@ (3 –
খসড়া
কবি আপনাকে সাহায্য করার সাধ্য আমার নেই,
রকিব লিখন
একদিন হয়তো হবে, যেদিন যেন মনে থাকে এই অনাদরিত কবির কথা।। (3 (y) -{@
হৃদয়ের স্পন্দন
বয়াতী ধাচের ভালো লাগা রেখে গেলাম