মজিলে মন প্রেমের রসে
থাকে না আর লজ্জা ভয়
প্রেম সায়রে কূল হারিয়ে
প্রেমের তরী বাইতে হয়
প্রেমের রসে সবাই মজে
প্রেম রসিকা কয়জন
কলঙ্ক অলঙ্কার হয়
পাইলে প্রেমের সুজন।।
রাঙিয়ে মন প্রেমের রঙে
প্রেমের খেলা খেলতে হয়
প্রেম সোহাগে মজে রাজা
ছাড়ে রাজ সিংহাসন
যাচলে তারে বলে দেয় গো
সাজছে প্রেমের মহাজন।।
রকিব লিখন খোঁজে ফিরে
সেই প্রেমেরই পরিচয়
১৯টি মন্তব্য
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর হইছে লিখন ভাই
রকিব লিখন
ধন্যবাদ।। আপনিও খুব সুন্দর লিখেন।। অব্যাহত থাক আপনার লেখা।। -{@
শুন্য শুন্যালয়
বাহ দারুণ …ভাইয়া গানের লিন্ক চাই…
রকিব লিখন
কথা আছে লিঙ্ক নাই।। তার নাম রকিব লিখন ভাই।। (-3
মিথুন
দারুন গানতো…!!!
রকিব লিখন
ধন্যবাদ মিথুন।। -{@
স্বপ্ন
সুন্দর গান -{@
রকিব লিখন
অনেক দিন কেউ ফুল উপহার দেয় না।। ফুল উপহার পেয়ে খুব \|/ ইচ্ছে করছে।।
খসড়া
আপনি গান গাইতে পারলে নিজেই সুর করে গান রেকর্ডিং করুন।
রকিব লিখন
আমি গান গাইতে পারি না।। পারলে বাউল হতাম।। শিক্ষকতা করতাম না।। -{@
লীলাবতী
খসড়া বলেছেনঃ আপনি গান গাইতে পারলে নিজেই সুর করে গান রেকর্ডিং করুন। (y) (y) খসড়া ভাইয়া ভালো বুদ্ধি দিয়েছেন কিন্তু । নিজে গান গেয়ে ইউটিউবে দিন । আমরা শুনে মুগ্ধ হই 🙂
রকিব লিখন
মন্দ হতো না।। -{@
আদিব আদ্নান
চালু থাকুক ।
একদিন আমরা অবশ্যই সুরে সুরে শুনব ।
রকিব লিখন
দোয়া রাখবেন আদিব ভাই।। -{@
রিমি রুম্মান
ফোক টাইপের গান নিশ্চয়ই…??
রকিব লিখন
বাউল গান ভাই।। -{@
ছাইরাছ হেলাল
আসে-পাশে এমন গীতিকার আছে ভাবতেই আনন্দ চিত্তে একাকার ।
রকিব লিখন
ধন্যবাদ ভাই।।
হৃদয়ের স্পন্দন
আর না…… +++++