গান- ১৬০

রকিব লিখন ২ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১০:১২:০০অপরাহ্ন সঙ্গীত ১৪ মন্তব্য


লুকোচুরি খেলে চাঁদ মেঘের সাথে
মন চায় রাখি হাত তোমার হাতে
তারার বাতি জ্বলে সাথে মিটিমিটি
আমি ভাবি বসে বসে তোমার স্মৃতি

উতাল বাতাস আজ বলছে কথা
তুমি ছাড়া এই মনে বিরহ ব্যথা
এসো এসো প্রিয়তম এমন রাতে
যাক না কেটে রাত হাত রেখে হাতে

দিশেহারা মন আমার তুমি আস
সোহাগ আদরে আমায় ভালোবাস
জেনে যাক সব লোকে ক্ষতি কী তাতে
জীবন বেঁধেছি আমি তোমার সাথে

৬৯০জন ৬৯০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ