লুকোচুরি খেলে চাঁদ মেঘের সাথে
মন চায় রাখি হাত তোমার হাতে
তারার বাতি জ্বলে সাথে মিটিমিটি
আমি ভাবি বসে বসে তোমার স্মৃতি
উতাল বাতাস আজ বলছে কথা
তুমি ছাড়া এই মনে বিরহ ব্যথা
এসো এসো প্রিয়তম এমন রাতে
যাক না কেটে রাত হাত রেখে হাতে
দিশেহারা মন আমার তুমি আস
সোহাগ আদরে আমায় ভালোবাস
জেনে যাক সব লোকে ক্ষতি কী তাতে
জীবন বেঁধেছি আমি তোমার সাথে
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
সুন্দর গান
ছবি পরিবর্তন অভিনন্দন 🙂
রকিব লিখন
ধন্যবাদ আমাদের প্রিয় জিসান ভাই।। (3
শুন্য শুন্যালয়
সুন্দর গান ভাইয়া …
রকিব লিখন
দোয়া করবেন যেন ধরে রাখতে পারি।। আর প্রকাশ করতে পারি।। -{@
হলুদ পরী সাদা নাকফুল
সুন্দর……… 🙂
রকিব লিখন
ধন্যবাদ।। -{@
হলুদ পরী সাদা নাকফুল
সুন্দর………
রকিব লিখন
দুটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।।। -{@
নীলকন্ঠ জয়
গীতি কাব্য ভালো লাগে। আপনার ভক্ত হয়ে যাচ্ছি লিখন ভাইয়া। -{@
রকিব লিখন
আপনার মত একজন ভক্ত পেলে আমার লেখক জনম স্বার্থক।। (3
খসড়া
(y)
রকিব লিখন
(3 {@
মোঃ মজিবর রহমান
সুন্দর চাওয়া গুলো গানে গানে ই কি শুধু বলবেন ভাইয়া।
খুব ভালো লাগলো ভাইয়া। -{@
রকিব লিখন
দোয়া করবেন।। যেন সুর ও সঙ্গীতের মাধুর্যে আসতে পারে আমার মনের কথা।। (3 -{@ :T