পূব আকাশে রাঙা সূর্য
হয় যখন উদয়
ভোরের পাখি ডেকে বলে
জয় বাংলার জয়
দেশের জন্য দিয়েছে যারা
জীবন বিসর্জন
লাল সবুজের এই পতাকা
তাদেরই অর্জন
মুজিব ছিলেন তাদের নেতা
সব লোকেই তো কয়
তোমার কন্যা শেখ হাসিনা
সবার নয়ন মনি
দেশ গড়িবে মুজিব মতে
এই কথাটাই শুনি
দেশের মানুষ তোমার নীতি
চায় যে সর্বময়
৫৬৮জন
৫৬৮জন
১০টি মন্তব্য
লীলাবতী
ভালো লেগেছে । অনেক দিন পরে দেখলাম আপনাকে । অনিয়মিত কেনো কবি ভাইয়া ?
রকিব লিখন
কাজের অনেক চাপ আপু।। ধন্যবাদ।। -{@
যাযাবর
দেশের জন্য দিয়েছে যারা
জীবন বিসর্জন
লাল সবুজের এই পতাকা
তাদেরই অর্জন—- সুন্দর গান (y)
রকিব লিখন
ধন্যবাদ আপনাকে ।। (3
ছাইরাছ হেলাল
অনেক দিন পর লিখলেন ।
নীলকন্ঠ জয়
“দেশের জন্য দিয়েছে যারা
জীবন বিসর্জন
লাল সবুজের এই পতাকা
তাদেরই অর্জন
মুজিব ছিলেন তাদের নেতা
সব লোকেই তো কয়।”
(y) দিলাম অনেকগুলো ।
জিসান শা ইকরাম
গানটি সুন্দর লিখেছেন
একটি গান সুর দিয়ে গেয়ে ফেলুন ।
শুভ কামনা ।
রিমি রুম্মান
দেশের গান বরাবরই হৃদয় কাড়ে। ভাল লাগলো।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর (y)
স্বপ্ন
সুন্দর গান