সুখ নাইরে আমার সুখ
মন বেচিয়া দুঃখ কিনছি
এটাই আমার সুখ
প্রেম বিরহের বসত বাড়ি
আমারই তো বুক
মন মহলে তোমার ছবি
যতন করে সাজানো
মন বিরহী স্বপ্ন আঁকে
তোমায় নিয়ে এখনো
প্রেম কাননের ফোঁটা ফুলে
দেখি তোমার মুখ
কোন আকাশে মনের ঘুড়ি
আবার তুমি উড়াও
প্রেম কাননের পঞ্চবাণে
আবার কারে পোড়াও
প্রেম নারকীর খেলা খেলে
আর ভেঙ্গো না বুক
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রেম প্রেম খেলা করে বুক ভাঙ্গা ভালো না —
গান ভালো লেগেছে স্যার ।
রকিব লিখন
ভাঙ্গুক বুক
তাও প্রেমেই সুখ
হবো না বিমুখ।।
ধন্যবাদ জিসান ভাই…… (3 -{@
লীলাবতী
রকিব ভাইয়া আপনি একটি গান রেকর্ড করে you tube এ আপলোড করুন প্লিজ । আমার খুব আপনার গান শুনতে ইচ্ছে করে । (y) (y)
শিশির কনা
সহমত , সহমত
নীলকন্ঠ জয়
সহমত (y)
রকিব লিখন
আমি গান গাইতে পারি না।। এটা আামার বড় দুঃখ।। আপনার যদি কেউ পারেন তবে গাইতে পারেন।।
এমন উৎসাহ আজকাল কেউ দেয় না।।
ধন্যবাদ।। -{@ (y)
শুন্য শুন্যালয়
লেখাগুলো এতো সুন্দর..শুনতে মন চাইবেই..
রকিব লিখন
দোয়া করবেন।। কেউ যেন দয়া করে গানগুলো করে।।
ধন্যবাদ।। -{@
রিমি রুম্মান
গাইলাম গুনগুন করে… নিজেই সুরকার… নিজেই শিল্পী বনে গেলাম সকলের অগোচরে…
রকিব লিখন
সুরটা দিলে আমাকে খুব হবো।। আপনার সুরেই চলত যদি কেউ গানটি গায়।।
ধন্যবাদ।। -{@
মোঃ মজিবর রহমান
রকিব ভাইয়া আপনি একটি গান রেকর্ড করে you tube এ আপলোড করুন প্লিজ । আমার খুব আপনার গান শুনতে ইচ্ছে করে । (y) (y)
লীলাদির মত আমারও এক দাবি।
রকিব লিখন
ভাইয়া যদি গাইতে পারতাম গান
তবে জোরাতো প্রাণ।।
বিধাতা দেয় নি মোরে
সেই সম্মান।।
ভাই আমি গান গাইতে পারি না।। পারলে অবশ্যই দিতাম।। -{@ (y)
ছাইরাছ হেলাল
সুখ সুখ দুঃখ বেশ ভালই ।
ঘুড়ির সুতো হাতে পেলে আমাদের জানান দিতে হবে কিন্তু ।
রকিব লিখন
জানাবো ভাই অবশ্যই।।
ধন্যবাদ।। -{@ (y)
হলুদ পরী সাদা নাকফুল
সুন্দর 🙂
রকিব লিখন
ধন্যবাদ।। -{@ (y)
খসড়া
আপনি অনেক ভাল গান লেখেন।
রকিব লিখন
দোয়া করবেন যেন চালিয়ে যেতে পারি।। -{@