হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাইনুদ্দিন রুহী গত শনিবার চট্টগ্রাম মহানগরীর হেফাজত ইসলাম আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানের বক্তৃতায় ঢাকাস্থ ইসরাইলি দুতাবাস ঘেরাওয়ের কর্মসূচী ঘোষনা করেন ।
সম্প্রতি ইসরাইলি অব্যাহত বিমান হামলায় প্যালেষ্টাইনের গাজায় শিশু নারী পুরুষ নিহত হবার প্রেক্ষিতে মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশী প্রতিবাদী ভুমিকা রাখছে বাংলাদেশের মুসলমানগণ । সহিংসতা যেহেতু গাজায় , সেহেতু গাঁজা এখন বাতাসের সাথে মিশে গিয়ে একটি নেশা নেশা ভাব ধরিয়েছে অনেকের মনেই। এই ভাবের মাত্রা অনেকের ক্ষেত্রেই উচ্চ হয়ে থাকে। যুগ্ম-মহাসচিব মাইনুদ্দিন রুহী এখন সেই উচু স্তরে অবস্থান করছেন ।
আসুন দেখে নেই গাঁজার প্রভাবে এর পরবর্তি ঘটনা সমুহ:
দিগন্ত টিভিঃ
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসরাইলি দুতাবাসের সামনে হাগার হাগার তৌহিদী মুসলিম গনতা হেফাগতির ডাকে গড়ো হয়েছে। তাঁরা নারায়ে তাকবীর আল্লাহ হু আকবর ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে রেখেছে। কিছুক্ষন আগে পুলিশ এসে কিছু কাদুনে গ্যাস নিক্ষেপ করে ঘেরাও কর্মসুচি নস্যাৎ করার অপচেষ্টা করলেও, হেফাগতিদের ধাওয়ার মুখে পুলিশ পালিয়ে যায়। এই যে দেখুন হেফাগতিরা এখন রাস্তার ডিভাইডার ভেঙ্গে ইসরাইলি দুতাবাসের দিকে নিক্ষেপ করছে।
আমারদেশঃ
হেফাগতের শান্তিপুর্ন ইসরাইলি দুতাবাস কর্মসুচির উপর সরকারের নগ্ন হামলা। পুলিশের গুলিতে ৩৫০০ হেফাগতির মৃত্যু । ইসলাম বিরোধী নাস্তিক হাসিনা সরকারের এই মুহুর্তে পদত্যাগ দাবী করলেন দেশ নেত্রী খালেদা গিয়া।
দৈনিক নয়া দিগন্তঃ
রাতের আধারে লাশ গায়েব , মৃতের সংখ্যা পাঁচ হাজারের বেশী। এই সরকার ইহুদীদের স্বার্থ রক্ষা করে তাঁদের দুতাবাস পাহাড়া দেয়, আর নিরীহ ইসলামের রক্ষক হেফাগতিদের হত্যা করে।
প্রথম আলোঃ
হেফাগতিদের ঘেরাও কর্মসুচী বানচাল করায় হিন্দু এলাকায় মিষ্টি বিতরন। মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থনা ।
বাঁশেরকেল্লাঃ সত্য প্রকাশে আমরা নির্ভক
শহীদের রক্ত বৃথা যাবে না , প্রত্যক্ষ দর্শির স্বাক্ষ হতে গানা গায় গে, ভারতীয় হেলিকপ্টারে নিহত সব শহীদের লাশ ভারতে নিয়ে যাওয়া হয়। আমাদের এক সাথী ভাই , চিলের বেশ ধারন করে হ্যালিকপ্টারের পিছে পিছে উড়ে গিয়ে সব কিছু নিজের চোখে দেখে এসেছে। বুড়িমারি চেকপোষ্টের এক কিলোমিটার দূরে একটি অতি পুরাতন বট গাছ আছে, সেই বট গাছের পাশেই সবাইকে গন কবর দেয়া হয়েছে। একজন মুসলমান নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না তাইনা ?
Like:97240 …………… Share; 22740
অঃকঃ আচ্ছা বলুনতো রুহির গর্দান এট মোটা কেন ? মাগনা বসে বসে খেলে কি এমন হয়? আয় রোজগারের চিন্তা নাই, কোন ইনকাম ট্যাক্স নাই , ভ্যাট নাই। সারাদিন বসে বসে ছেলেদের কচি রান দেখা আর মেয়েদের কপ্লিত উলংগ দেহ ব্যতীত আর কি দেখতে পারে এনারা ?
বাংলাদেশে যে ইসরালের দুতাবাস নাই, এইডা কেমনে জানবে এই ছাগলেরা? এদের জানার দৌড় তো তেতুল পর্যন্ত।
২৪টি মন্তব্য
আদিব আদ্নান
বেশ কড়া হইছে ।
হুজুরের স্বাস্থ্য মোবারক মাশাল্লাহ্ ………………।
ব্লগার সজীব
এদের জ্ঞানের সীমা দেখে উল্লাসিত আমরা । পরিশ্রম তো আর করে না, সারাদিন ঘড়ে বসে খায় আর তেতুলের চিন্তা করে।
জিসান শা ইকরাম
এদের জ্ঞানের পরিধি এই পর্যন্তই । ভুলে পরিপুর্ন। আয়ের চিন্তা না থাকলে বিভিন্ন আনন্দের চিন্তা করে তখন মানুষ। এরা যে স্তরের তাতে রান আর তেতুল এর উপরে আর কোন আনন্দ নাই এদের কাছে,।
এরা করবে দেশ শাসন !!
ব্লগার সজীব
এরা এসেছিলো দেশ দখল করতে :D)
মা মাটি দেশ
-{@ (y)
ব্লগার সজীব
-{@
ছাইরাছ হেলাল
এই বার বুঝলাম ব্লগ দিয়ে ইন্টারনেট কে চালায় ।
গতর খানা দেখছি ঝাঁপিয়ে পড়ছে চারিদিকে । দুত- আবাসের দিকে দ্রুত রওয়ানা দিতে
সময় ক্ষেপণ করা ঠিক না ।
ব্লগার সজীব
ব্লগ দিয়ে ইন্টারনেট এরা চালাবেনা কি আপনি চালাবেন ? এখনি যাত্রা শুরু করুক দুতাবসের দিকে 🙂
লীলাবতী
আসলে এদের জানানো উচিৎ হয়নি যে ঢাকায় ইসরাইলী দুতাবাস নেই। তাহলেই ভালো শিক্ষা হতো এদের।
এনার শরীর খানা দেখে ভয়ে পালালাম 🙂
ব্লগার সজীব
পালান পালান জলদি পালান :D)
কৃন্তনিকা
যেমন শিরোনাম তেমন লেখা…
জবড় হয়েছে… (y) (y) (y)
ব্লগার সজীব
ধন্যবাদ আপু। অনেক দিন পরে দেখলাম আপনাকে 🙂
কৃন্তনিকা
নিয়মিত আসতে পারি না 🙁
তাই অনেকদিন পর। কিন্তু অনেকদিন পর হলেও আসি, তাই না? একেবারে হারিয়ে যাই নি। আছি সোনেলার মাঝেই… 🙂
ব্লগার সজীব
পুরান সাথীদের দেখলে ভালো লাগে আপু। আমরা কেউই হারাবো না, আমিও আসি মাঝে মাঝে 🙂
শুন্য শুন্যালয়
আপনি কিন্তু বেশ মজা করে লিখতে পারেন। 🙂
ছাগলগুলারে খোয়ারে ভরে ইসরাইল পাঠায় দিতে পারলে বেশ হতো…
ব্লগার সজীব
ছাগলগুলারে খোয়ারে ভরে ইসরাইল পাঠায় দিতে পারলে বেশ হতো… (y) (y) ধন্যবাদ আপু 🙂
মিথুন
হা হা হা…খুবই মজার বর্ণনা । এই গুলা দেশ দখল করতে আসছিলো। ভবিষ্যতে করবে না, কোন গ্যারান্টি নাই। আজব দেশ আমাদের।
ব্লগার সজীব
এটিই ভয়ের কথা, ভবিষ্যতে দেশ দখল এরা করতে পারে আপু।
সিনথিয়া খোন্দকার
এরাও নাকি কারো শিক্ষক। যাদের নিজেদের জ্ঞানের এই হাল তাদের ছাত্রদের অবস্থা কি হবে? কওমি মাদ্রাসায় শিক্ষার নামে একদল মানসিক বিকলাঙ্গ প্রজন্মের চাষ হচ্ছে।
লেখার জন্য আপনাকে ৫ এ ৫ দিলাম। বেশ লিখেছেন। (y)
ব্লগার সজীব
‘ এরাও নাকি কারো শিক্ষক। যাদের নিজেদের জ্ঞানের এই হাল তাদের ছাত্রদের অবস্থা কি হবে? কওমি মাদ্রাসায় শিক্ষার নামে একদল মানসিক বিকলাঙ্গ প্রজন্মের চাষ হচ্ছে ‘ (y) ধন্যবাদ আপু এমন সত্যি উচ্চারনের জন্য। আমি আর কি লিখি, লিখছেন তো আপনি 🙂
প্রজন্ম ৭১
গাঁজা খেয়েই এরা আসমানে বিচরন করে। ভালো লিখেছেন।
ব্লগার সজীব
হ্যা,গাঁজা খেয়েই এরা আসমানে বিচরন করে ।
ওয়ালিনা চৌধুরী অভি
কি গর্দান রে মহিষটার 😀 , এই ছাগলদের কথায় দেশ চলবে ?
ব্লগার সজীব
:D) :D) :D)