দ্যাখ দ্যাখ
চোখ খুলে বা আধ খোলা রেখেই না হয় দ্যাখ ,
এই মাত্র ঝড় ঠেলে বেঁচে যাওয়া – প্রাণ পাওয়া করুন ক্লান্ত অবসন্ন
রেলিংয়ে বুক ঠেসে দাঁড়ানো গাছটিকে ;
এ কিন্তু বিছানার আধ -ঘুমন্ত ঠেলে ফেলা বেড়াল বিরক্তি নয় ,
জীবন থেকে জীবনের পথক্রমে
জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
বেড়াল বিরক্তি মানে কি ? বনলতা সেন আর এক্টু সহজ করে লিখতে পারেনা ? 🙂
বনলতা সেন
নিশ্চয়ই ইহা কোন কঠিন লেখা নয় ।
শুধু মাত্র মনযোগী হওয়া অতি প্রয়োজন ।
‘বেড়াল বিরক্তি’ এভাবে ভাবা যেতে পারে……… ‘ আমার ভাতঘুমটি এভাবে ভেঙ্গে না দিলেও পারতে ‘……
এটি সাধারন বিরক্তি প্রকাশ মাত্র ।
জিসান শা ইকরাম
বুঝলাম
অবশ্য মনযোগের কিছুটা অভাবও ছিল
নিশিথের নিশাচর
জীবন থেকে জীবনের পথক্রমে
জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।
কথা টা আমার সাথে মিলে যাই।
কে জানি চোখে ফেবিকলের মুজবুত আঠা লাগিয়ে দিয়েছে,
এখন শত চেষ্টায় ও ঘুম আসে না।
বনলতা সেন
জীবনের কঠিন পালাক্রমের সাথে তাল মেলাতে জেগে থাকার বিকল্প পাই নি ।
খসড়া
দেয়ালের কোনে বেড়ে উঠা অনাদরে অবহেলায় একটি জীবন।
বনলতা সেন
অনাদর অবহেলাও জীবনের অংশ , এদের মুখোমুখি হয়েও বাঁচতে হয় ।
নিয়মিত পড়ছেন দেখে ভালো লাগছে ।
স্বপন দাস
করুণ,ক্লান্ত,অবসন্ন — যাই হোক না কেন
প্রচন্ড ঝড় মোকাবেলা করে বেঁচে থাকা
—- থাকুক ঠায় দাঁড়িয়ে ।।
এ তো পরাজিত হবার নয় ।।
বনলতা সেন
আমি যুদ্ধে বিশ্বাস করি , জয় পরাজয়ে নয় ।
সুন্দর মন্তব্য ।
ক'রেখেলা_কাটেবেলা
প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে জীবনের জয়গান ভালোলাগল | সৈনিক ক্লান্ত, অবসন্ন হতেই পারেন, কিন্তু করুণ কেন ?
বনলতা সেন
ক্লান্ত অবসন্নতাকেই কখনও কখনও করুন মনে হয় ।
আমি কিন্তু জয়গানে বিশ্বাস করি না ।
ভাল থাকবেন ।
ছাইরাছ হেলাল
এতখানি শক্ত শক্তি কী ধারন করা সম্ভব ?
জয় পরাজয় না ভেবে শুধুই যুদ্ধ ।
আপনার লেখায় আপনার অবস্থান অনেক কঠিন বলে মনে হয় ।
মন্তব্য করাও দুরূহ ।
বনলতা সেন
আমি অনন্তত সম্ভব বলেই মনে করি ।
আমি যুদ্ধে অভ্যস্ত , ফলাফলে নয় ।
হ্যা , আপনার সাথে একমত , অবশ্যই বেশ কঠিন আমার অবস্থান ।
তবে মন্তব্যের দুরূহতা নিয়ে না ভেবেই লিখুন ।
আফ্রি আয়েশা
//জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।// দারুন লাইন 🙂
বনলতা সেন
ঘুমের ঘোরেও কিছু হারাতে রাজী নই ।
আপনি লিখছেন না কেন ?
ব্লগার সজীব
কবিতায় শুধুই মুগ্ধতা (y)
বনলতা সেন
ধন্যবাদ । অল্প মুগ্ধ হলেও সমস্যা নেই ।
আপনি তো শ্রেষ্ঠ ব্লগার !
আমার মন
মনোযোগ দিয়ে পড়েছি, একবার নয় কয়েকবার।
কথা গুলোর প্রতি মায়া জন্ম নেয়।
বনলতা সেন
ধন্যবাদ , মায়া জন্মানোর মত লেখা এখনও লিখতে পারিনি ।
পারবও না জানি তবে লিখব ছাই-পাশ অনেক কিছুই ।
আদিব আদ্নান
আপনার লেখাকে ভয় পাই ।
আপনার লেখায় মন্তব্য করার সাহস করা সাহস পাচ্ছি না ।
বনলতা সেন
একটু হয়ত বেশীই বলছেন ।
তবে আমার কাছে একধার , দুধার ও তিন ধার ওয়ালা ছুরি আছে ।
নিজের বুক সহ অন্যের কোথাও গেথে দিতে ভয় করবে না ।
আবার যেন ডাকাত ভেবে বসবেন না ।
সাহস ছাড়াই মন্তব্য করুন ।
ধন্যবাদ ।