গাছ

বনলতা সেন ২ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ১২:৪৭:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

দ্যাখ দ্যাখ
চোখ খুলে বা আধ খোলা রেখেই না হয় দ্যাখ ,
এই মাত্র ঝড় ঠেলে বেঁচে যাওয়া – প্রাণ পাওয়া করুন ক্লান্ত অবসন্ন
রেলিংয়ে বুক ঠেসে দাঁড়ানো গাছটিকে ;
এ কিন্তু বিছানার আধ -ঘুমন্ত ঠেলে ফেলা বেড়াল বিরক্তি নয় ,
জীবন থেকে জীবনের পথক্রমে
জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।

৫৪১জন ৫৪০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ