গল্প

শুন্য শুন্যালয় ৭ ডিসেম্বর ২০১৪, রবিবার, ০৭:০৪:০৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৯ মন্তব্য

কানে এয়ারফোন গুজে গুনগুনিয়ে হেঁটে যাচ্ছে একটি মেয়ে
এ গল্পটা সেই মেয়েটির…
গল্পের কথা শুনেই ঠোঁট টিপে একটু হেসে উঠলো সে,
তবে কি তার কোন গল্প নেই?
হয়তো, নানান কৃত্রিম শব্দে যে গল্প লিখে যায়
তার জন্য এটাই শাস্তি, হয়ে থাক সে গল্পলেখক গল্পহারা।

আমি বরং তার পথের গল্পটা বলি…
এ উদোম পথে রাতবিলুপ্ত রাতকাহিনী লেখা থাকেনা
এ শুধুই পবিত্র ধারণে ভারী হয়ে যাওয়া চলন্ত পথ।
পথটির শুরু এক কাঠমল্লিকা গাছের তলায়,
আজ সে পথে অসংখ্য অজানা ফুলের বাহার,
ছায়া ছায়া মায়া মায়া ফুল পায়ে মাড়িয়ে তবু এড়িয়ে যায় মেয়েটি
তবে কি গল্প ফুরোলো পথের?

আমি না হয় পার্কের ঐ বেঞ্চটির গল্প বলি…
এক আধ ফোঁটা চোখের পানি তুচ্ছ সে বেঞ্চে
নির্নিমেষ যে ভিজে যায় বৃষ্টির অগণন খেয়ালিপনায়..
মাত্র কয়েকটি মূহুর্তে কি তার কোন গল্প হয়?

আজ তবে গল্প বলি তার গুনগুনানো গানের…
“বাঁচবো বলে হাঁটতে থাকি”
এবার ঠোঁট টেপা হাসি অট্টহাসি হয়ে ছড়িয়ে গেলো মেয়েটির পথে, বেঞ্চে,
ধুর, গানের আবার গল্প হয় নাকি?

ও পথ, বেঞ্চ, গান,
ও মেয়ে, ভালো আছো কি????

১০৩৩জন ১০৩৩জন
0 Shares

৬৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ