কানে এয়ারফোন গুজে গুনগুনিয়ে হেঁটে যাচ্ছে একটি মেয়ে
এ গল্পটা সেই মেয়েটির…
গল্পের কথা শুনেই ঠোঁট টিপে একটু হেসে উঠলো সে,
তবে কি তার কোন গল্প নেই?
হয়তো, নানান কৃত্রিম শব্দে যে গল্প লিখে যায়
তার জন্য এটাই শাস্তি, হয়ে থাক সে গল্পলেখক গল্পহারা।
আমি বরং তার পথের গল্পটা বলি…
এ উদোম পথে রাতবিলুপ্ত রাতকাহিনী লেখা থাকেনা
এ শুধুই পবিত্র ধারণে ভারী হয়ে যাওয়া চলন্ত পথ।
পথটির শুরু এক কাঠমল্লিকা গাছের তলায়,
আজ সে পথে অসংখ্য অজানা ফুলের বাহার,
ছায়া ছায়া মায়া মায়া ফুল পায়ে মাড়িয়ে তবু এড়িয়ে যায় মেয়েটি
তবে কি গল্প ফুরোলো পথের?
আমি না হয় পার্কের ঐ বেঞ্চটির গল্প বলি…
এক আধ ফোঁটা চোখের পানি তুচ্ছ সে বেঞ্চে
নির্নিমেষ যে ভিজে যায় বৃষ্টির অগণন খেয়ালিপনায়..
মাত্র কয়েকটি মূহুর্তে কি তার কোন গল্প হয়?
আজ তবে গল্প বলি তার গুনগুনানো গানের…
“বাঁচবো বলে হাঁটতে থাকি”
এবার ঠোঁট টেপা হাসি অট্টহাসি হয়ে ছড়িয়ে গেলো মেয়েটির পথে, বেঞ্চে,
ধুর, গানের আবার গল্প হয় নাকি?
ও পথ, বেঞ্চ, গান,
ও মেয়ে, ভালো আছো কি????
৬৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সহস্র সহস্রের অপেক্ষায়, অভিনন্দন আপনাকে কবি।
শুন্য শুন্যালয়
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু কবি? ক-তে কখনোই বি-তে বলবেন না। এই শব্দে আমি লজ্জা পাই ভীষন কবিদের কথা ভেবে। আপনাকেও অভিনন্দন।
ছাইরাছ হেলাল
যে পথ চিনে ফেলেছে তার ভাল না থেকে উপায় ই নেই।
আপনার লেখা দেখি পাখা মেলে উড়তে শুরু করেছে!
চাঁদ কে চাঁদ ই তো বলতে হয় জেনেছি,নাকি অন্য কিছু!
শুন্য শুন্যালয়
এজন্যই পালাই পালাই করছে। হুম চাঁদকেই চাঁদ বলতে হয়, জ্বলজ্বলে অন্য কিছুকে নয়। লেখা দিয়েই পালিয়েছেন?
ছাইরাছ হেলাল
পালানোর পথ খুঁজে পাচ্ছি না।
পালানো আমাকে ফেলেই পালিয়েছ সেই কবে।
শুন্য শুন্যালয়
যাক নিশ্চিন্ত হলাম, সবার এখন পালানো ছোঁয়াচে রোগে ধরেছে কিনা, সেজন্যই ভয়।
আবির
শিরোনাম দিলেন “গল্প”, পড়তে গিয়ে দেখি জ্যান্ত কবিতা, আবার দেখি কবিতার ভিতরে আছে আস্ত একটা উপন্যাস। গুলাইছে পুরাডা কাঠমাথা, কাঠমল্লিকা শব্দটারে অনুকরণ করে কাঠমাথা বানাইছি। ভাই এমন একটা লেখা লেখতে কতদিন সময় লাগে? আমি জীবনেও পারতাম না।
শুন্য শুন্যালয়
বলেন কি এতো কিছু কোথায় খুঁজে পেলেন? হাবিজাবি নামে কোন বিভাগ থাকলে এটা সেইখানে দিতাম। আর আপনি যে কি লিখতে পারেন তা কিন্তু প্যাচাল পড়েই বুঝেছি। জীবন তো সবে শুরু, এখনি মাথা কাঠ হলে চলবে না। প্যাচাল ২ দিয়ে ফেলেন।
মামুন
খুব সুন্দর অনুভূতি!
শুভ সকাল প্রিয় কবি!
শুন্য শুন্যালয়
ধন্যবাদ মামুন ভাই। শুভ সকাল আপনাকেও।
জিসান শা ইকরাম
হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন -{@
গ্যালারীতে দাঁড়িয়ে তালি দিয়ে ফাটিয়ে দিচ্ছি
ব্যাটটা উচু করুন এক হাতে, অন্য হাতে হেলমেট
এরপর সেঞ্চুরির জন্য ঝেড়ে পিটান 🙂
শুন্য শুন্যালয়
এখনি ফাটিয়ে দিলে হবেনা, অপেক্ষা করুন। হাফ সেঞ্চুরি করে কেউ এখন আর হেলমেট খোলেনা, একটা ভাব আছেনা? 🙂
সেঞ্চুরি করতে চাই-ই, তাই ঝেড়ে পিটালে হবেনা, মাথা ঠান্ডা রাখতে হবে।
সোনেলার জন্য জিসান ভাইকে ধন্যবাদ দিতে চাই, তার জন্যই যে আজ আমি সোনেলায়।
অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ও পথ, বেঞ্চ, গান,
ও মেয়ে, ভালো আছো কি????
সত্যিই আপনি জিনিয়াস গল্পকে কোথায় কোথায় না দেখালেন আসলে সব কিছুরই একটি গল্প থাকে।
শুন্য শুন্যালয়
হ্যাঁ সবকিছুরই একটা গল্প থাকে। আমি জিনিয়াস নই মোটেও, আপনাদের সবার ভালোবাসায় শুধু পাশে থাকতে চাই সোনেলার।
অরণ্য
আমার যখন কিছু দেবার থাকে না তখন মানুষকে একটা হাসি দেই কিংবা গান শোনাই – হয়তো পয়সা লাগে না বলেই। লেখাটি নিয়ে কিছু বলবার মত শব্দ পাচ্ছিনা। তবে মেয়েটির এয়ারফোনে একটা গান গুঁজে দিতে ইচ্ছে করছে আরও ভালো কিছু পাব ভেবে। শ্রেয়া ঘোষালের গলায়… মায়াবন বিহারিনী আমি নই…
https://www.youtube.com/watch?v=Aem92aeVThg
অভিনন্দন আপনাকে। -{@
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপনাকে অরণ্য। শ্রেয়ার এই গানটি আমারও পছন্দের। একটা হাসি আর গাওয়া গান পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়না বলেই হয়তো দেন। প্রান উচ্ছল থাকুন এমন সবসময়, শুভ কামনা।
অরণ্য
“একটা হাসি আর গাওয়া গান পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়না ” – এভাবে আমি অবশ্য ভাবিনি কখনও। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার জন্য – আপনার মেয়েটির জন্যও।
শুন্য শুন্যালয়
মেয়েটির সাথে তবে দেখা করবার প্রয়োজন আবার, শুভ কামনা পৌঁছে দিতে হবে।
ধন্যবাদ আপনাকেও।
অরণ্য
“একটা হাসি আর গাওয়া গান পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়না” – এভাবে আমি অবশ্য ভাবিনি কখনও। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার জন্য – আপনার মেয়েটির জন্যও।
হৃদয়ের স্পন্দন
যেমন ই থাক ও বেঞ্চ
ভালো নয়তো খারাপ
যেমন ই থাক মেয়ে
সুখ কিংবা দুখের কারাগারে
গল্পের বর্ননা ভালো লাগেনি কেননা গল্প টি যে লেখকের নিজের, কাটা গায়ে নুনের ছিটা দিলাম, দয়া করে পুরো গল্পটাই বলুন, না হলে একশো তে নব্বই পাওয়া এ লেখাটির 90 এর 9 কেটে দিতে পারি।
শুন্য শুন্যালয়
৯০ থেকে একবারে শুন্যে নামিয়ে দেবেন? 🙁
গল্পটা হয়তো পুরোই বলে ফেলেছি, কিংবা আসলে কোন গল্প হয়তো নেই।
সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে স্পন্দন।
স্বপ্ন নীলা
অসাধারণ লিখেছেন আপু — শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আপু, আপনার জন্যেও শুভকামনা।
লীলাবতী
পড়লাম মেয়েটির গল্প। সব কিছু ছাড়িয়ে মেয়েটি চলুক আপনা আনন্দে। ভালো থাকুক মেয়েটি। জীবন গতিশীল।পথ থাকুক পিছনে।
শুন্য শুন্যালয়
মেয়েটিকে কি খুব দুখী মনে হচ্ছে? 🙂 না, না। মেয়েটির সাথে আলাপ করে পুরো গল্পটাই বলবো আবার। যে থমকে থাকে সেই-ই দুখী। চলতে পারলে আর ভয় কি?
লীলাবতী
ছবির পথটা আমার লাগবে। রোজ হেটে যাবো আমিও গান গাইতে গাইতে। এত শান্ত,সুন্দর,কোমল পথ।
শুন্য শুন্যালয়
অনেক বড় পথ, একটু অংশ আপনাকেও দিলাম, আবার যেন পুরোটা চেয়ে বসবেন না।
ব্লগার সজীব
লীলাবতী দিদিকে একটু দিলে আমাকেও একটু দিতে হবে। 😀
শুন্য শুন্যালয়
এসে পড়েছে ভাগিনদার। হিংসুটেও। আপনাকে দেয়া যাবেনা। আমার ভোরের ভাগে কম পড়বে :p
লীলাবতী
হাফ সেঞ্চুরী পোষ্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ লীলাবতী দি। উপহার পেয়েছি 🙂
আরেকটা উপহার বাকি। আপনার লম্বা চুল সহ হাসির ছবি দেখতে চাই।
জিসান শা ইকরাম
পড়লাম
বুঝলাম ভালোভাবেই।
ভালো থাকা, সুখ এগুলো আসলে বিমুর্ত এবং আপেক্ষিক বিষয়
ভালো থাকা এবং সুখের জন্য হাহাকার থাকাটা খুব জরুরী
নইলে যে পথ থেমে যাবে
থামা যে চলবেনা
পথের নাম বহুদুর।
ভালো থাকুক গল্পের মেয়েটি,তার বেঞ্চ,গান।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
গল্পের মেয়েটি ভালো আছে বলেই মনে হচ্ছে আমার। দেখি তার সাথে কথা বলতে পারি কিনা 🙂
ভালো থাকা এবং সুখের জন্য হাহাকার থাকা জরুরী নয়, জরুরী বেঁচে থাকা। একটু ভালোভাবে বাঁচতে পারলে আর কি চাই? সুখ আসলেই আপেক্ষিক, তার জন্যে এতো হুতাশ করবার কিছু নেই। আমি কিন্তু অনেক সুখী মানুষ। দেখবেন, আবার সুখী মানুষের জামা চেয়ে বসবেন না 🙂
খেয়ালী মেয়ে
পথ/কাঠমল্লিকা/মায়া
বেঞ্চ/আধ ফোঁটা চোখের জল/খেয়ালীপনা
গান/অট্টহাসি—সব মিলিয়ে সেই মেয়েটি, সময়ের গতিময়তায় একদিন সবকিছুই গল্প হয়ে যায়…
ভালো লেগেছে আপনার গল্পটা (y)
অন্যদের মন্তব্য থেকে জানতে পারলাম এই পোস্টের মাধ্যমে হাফ সেঞ্চুরী করেছেন–
অনেক অনেক অভিনন্দন -{@
শুন্য শুন্যালয়
খুব সুন্দর বলেছে, সময়ের গতিময়তায় একদিন সবকিছুই গল্প হয়ে যায়।
অনেক ধন্যবাদ আপনাকে।
ব্লগার সজীব
ইদানিং বেঞ্চ,কাঠমল্লিকা ফুলের কথা পড়ছি কয়েকটি পোষ্টে।কিন্তু দুখের বিষয় হচ্ছে আমি এই ফুলটিই চিনিনা।বেঞ্চ অবশ্য চিনি 🙂 জগতের সমস্ত কাঠমল্লিকা প্রেমি সুখী হোক।লেখার বিষয়ে মন্তব্য করার মত যোগ্যতা আমার নেই আপু। অর্ধ সেঞ্চুরি পোষ্টের জন্য অভিনন্দন -{@
শুন্য শুন্যালয়
কাঠমল্লিকা ফুল চেনেন না বলেই আপনার হার্টের এই অবস্থা, বুঝেছেন? অভিনন্দনের জন্য অবশ্যই ধন্যবাদ কিন্তু মন্তব্য না করে ছুতো দিয়ে পাশ কাটিয়ে চলে গেলে তো হবেনা।। লেখা ভালো না লাগলে অন্য কথা। সজীবের যোগ্যতা প্রশ্নাতীত এবং প্রমানিত।
আপনাকে কাঠমল্লিকা দেখাতে ইচ্ছে করছে কিন্তু উপায় কি?
বনলতা সেন
ও মেয়ে, ও মেয়ে
ভালো আছো কি না এখন জানতেও চাই না,
এয়ার ফোনের গুনগুনানিতে
ঠোঁটের ঝোলানো মিস্টি হাসিতে তা দেখেই ফেলেছি।
বলি, এত হাসি পেলে কোথায় ?
এই পাথুরে বাতাসে?
শুন্য শুন্যালয়
মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি, তাইতো কোথায় পেলে এত হাসি?
পাথুরে বাতাসে কোন আগমনী বার্তা পেয়েছে কিনা কে জানে…
নুসরাত মৌরিন
মেয়েটি মুখ টিপে কী ভাবছে তাই আমিও ভাবার চেষ্টা করছি।
দুই-তিনবার পড়লাম।
গল্পহারা গল্পকারের চারপাশে কাঠমল্লিকা,বেঞ্চ,গান সবাই যে গল্পের ঝুড়ি সাজিয়ে যাচ্ছে।একের ভিতরে অনেক গল্পের গন্ধ পেলাম যেন।
শেষে এসে মেয়েটির অট্টহাসি আমার কানেও এলো যেন।
আর পথের ধূলায় রেখে যাওয়া ছায়া ছায়া মায়া মায়া ফুল পায়ে মাড়িয়ে তবু এড়িয়ে যাওয়া মেয়েটি পথের সেই ফুলগুলো কুড়িয়েই যেন কত কী বলে যাচ্ছে অনেক কিছুই না বলে…।
অনেক ভাল লাগলো আপু বরাবরের মতই। 🙂
শুন্য শুন্যালয়
হ্যাঁ, প্রত্যেকেরই তো একটা করে গল্প থাকে, মেয়েটির হাসি আপনার পর্যন্ত পৌঁছেছে এতেই আমি অনেক খুশি। লেখাটি ওটুকুই চেয়েছিলো। অনেক ধন্যবাদ প্রিয় আপু।
স্বপ্ন নীলা
অভিনন্দন
ছবি এবং লেখনী দুটোই অসম্ভব সুন্দর
শুভকামনা
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আপু। আপনার জন্যেও শুভকামনা।
সীমান্ত উন্মাদ
এবং অজানার যত সুখ ভালো থাকুক। শুভকামনা বন্ধু তোমার জন্য
শুন্য শুন্যালয়
তোমাকেও অনেক শুভেচ্ছা উন্মাদ। অনেকদিন লেখা পড়িনা তোমার। খুব দৌড়াচ্ছো?
স্বপ্ন
গল্প পড়লাম।মেয়েটি যে অত্যন্ত আনন্দে আছে বুঝতে পেরেছি।আপনি কেমন আছেন আপু?
শুন্য শুন্যালয়
আমি তো মাস্ত আছি। কিন্তু এতোদিন পরে এসে আমাদের খোঁজখবর নিলে তো হবেনা। শুধু একদিকে ব্যস্ত না থেকে একটু এদিক ওদিক নজর দিলে কি এমন ক্ষতি হয়? আরেকজনকেও তো দেখিনা এক বছর।
হৃদয়ের স্পন্দন
এতো কিছু তো জানিনা, মনে হচ্ছে গল্প শেষ হয়নি, মনে হচ্ছে বলবেন না বাকিটুকু তবু অপেক্ষায় ব্লগারপ্রিয়
শুন্য শুন্যালয়
মেয়েটির সাথে যোগাযোগের চেস্টা চলছে, দেখি গল্প কি বলে সে, জানলে সোনেলায় জানাতে ভুলবো না, আর আপনি তো আছেনই। 🙂
সায়ন্তনু
ও মেয়ে, ভালো আছো কি???? —— তা আর জিজ্ঞেস করতে হবে না।
লেখা ও মন্তব্যের ঝুড়ি দেখেই টের পাচ্ছি। গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের জন্য এমন সহজ করে লিখবেন সব সময়। ৫০টি লেখা কেউ লিখতে পারে আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না নিজের কথা ভেবে।আমার বিড়ালের কী করলেন আপনারা?
শুন্য শুন্যালয়
আপনি এখনো বিড়াল খুঁজে পাননি? তাহলে এত্তোদিন করলেন টা কি?
আমি তো আরো ভাবলাম আপনি এবার বিড়াল আর তার আন্ডাবাচ্চা সহ ফিরবেন 🙂
বোহেমিয়ান ভবঘুরে
গল্পের মাঝে গল্প বলে হারিয়ে যায় আসল গল্প…
শুন্য শুন্যালয়
বাহ্ বেশ বললে তো, গল্পের মাঝে গল্প বলে হারিয়ে যায় আসল গল্প।
নওশিন মিশু
কানে এয়ারফোন গুজে গুনগুনিয়ে হেঁটে হেঁটে তো আমি রোজ ঘরে ফিরি। কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেই মেয়েটা কে…… ;?
শুন্য শুন্যালয়
আপু আমি তো দূর থেকে দেখেছি, এখন তো মনে হচ্ছে গল্পের নায়িকাটি আপনিই 🙂
মিথুন
পথে এতো ফুল ছড়ানো থাকে? খুব সুন্দর তো———————
শুন্য শুন্যালয়
হুম অনেক ফুল ছড়ানো থাকে। খুব সুন্দর পথ। আপনার লেখা দেখছিনা কিন্তু অনেকদিন।
শিশির কনা
আমার মন্তব্য করার জায়গাই তো খুঁজে পাচ্ছিনা।শেষ পৃষ্ঠায় যা একটু পেলাম,মনে যেসব কথা এসেছে লেখা পড়ে তা দেখি অন্য সবাই লিখে ফেলেছে :p হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন আপু -{@
শুন্য শুন্যালয়
ধন্যবাদ শিশির কনা। আমি আপনার উপর রাগ করেছি। এতো ব্যস্ততা ভালো নয়।
হৃদয়ের স্পন্দন
বেশ কয়েক টি দিন কেটে গেলো আচ্ছা সে মেয়েটির সাথে কি কথা হয়েছে?
শুন্য শুন্যালয়
হা হা, নারে ভাইয়া, সে যে কোথায় পালালো !!! এবার ধরতেই হবে তাকে, নইলে হৃদয়ের স্পন্দন মনে হচ্ছে আমাকে ছাড়বে না 🙂
মেহেরী তাজ
উচ্ছল,উজ্জল,হাওয়ায় ভেসে বেড়ানো এক মেয়েকে দেখলাম লেখায়।ঠিক বলেছি আপু?
শুন্য শুন্যালয়
তুমি যেমন দেখতে পেয়েছো মেয়েটিকে, সে তেমনই। সবার দেখতে পাওয়াই সত্যি। এক্সামের কি অবস্থা?
সীমান্ত উন্মাদ
হুম ভীষন এক দৌড় প্রতিযোগিতা চলছে জীবনের বাঁকে বাঁকে। যতই হতে চাই শঙ্খচিল কিংবা শালিক
শুন্য শুন্যালয়
দৌঁড়ে চলা কিংবা শংখচীল, শালিখের মতো উড়ে চলা সবকিছুর লক্ষ্য এক, জীবনে বেঁচে থাকা। মনের আনন্দে দৌঁড়াও।
প্রহেলিকা
সেই আগের মতোই ভালো লিখেন, লেখাটা বুঝেছি তা বলবো না তবে ভালো লেগেছে অনেক। সাধ্য নেই লেখার মূল চাবার তবে কিছুটা অনুভব করা নিলাম, পথ বেঞ্চ, গানের সাথে সম্পৃক্ত সেই মেয়েটির গল্প। কৃত্তিম শব্দ, রাতবিলুপ্ত রাতকাহিনী!! বেশ শব্দের সাথে শব্দ জুড়তে জানেন আপনি। দারুন!
অর্ধশত নয় শতকে গেলেই শুভেচ্ছা জানাবো।
শুন্য শুন্যালয়
আপনি সেই আগের মতো করেই ভালো মন্তব্য লিখেন। তেমন কিছু নেই আসলে লেখাটিতে, সবকিছুরই একটা গল্প থাকে, এটাই বলতে চেয়েছি।
আমার কাছে একটা লেখাই শতকের আনন্দ দেয়, সে আপনি শুভেচ্ছা দেন আর না দেন। সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।
সঞ্জয় কুমার
অর্ধ শতকের অভিনন্দন ।।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ সঞ্জয় ভাইয়া।