গন্তব্য জানা নাই

হালিমা আক্তার ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৭:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

জীবনে অনিশ্চিত যাত্রা পথ। যা শুরুটা বলা গেলেও, শেষ কোথায় আমরা কেউ জানিনা। তবু আমরা স্বপ্নকে সাথে করি যাত্রা করি। স্বপ্নকে স্পর্শ করতে যেও ছোঁয়া হয় না। আজও এমন অনেক স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল ভারতীয় একটি বিমান। যার গন্তব্য ছিল লন্ডন। ২৩২ জন যাত্রী ছিল। যাদের চোখে ছিল সোনালী স্বপ্ন আঁকা। বিমানটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেনি। আহমেদাবাদ এর একটি মেডিকেল কলেজ হোস্টেল এর উপর আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে নিভে যায় শত চোখের স্বপ্ন। মুছে যায় সকল ভবিষ্যৎ পরিকল্পনা। সত্যি আমরা কেউ জানিনা আমাদের গন্তব্য কখন কোথায় থেমে যাবে।

ছবি – ইন্টারনেট থেকে সংগৃহীত

১২৭জন ২৮জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ