
জীবনে অনিশ্চিত যাত্রা পথ। যা শুরুটা বলা গেলেও, শেষ কোথায় আমরা কেউ জানিনা। তবু আমরা স্বপ্নকে সাথে করি যাত্রা করি। স্বপ্নকে স্পর্শ করতে যেও ছোঁয়া হয় না। আজও এমন অনেক স্বপ্ন নিয়ে যাত্রা করেছিল ভারতীয় একটি বিমান। যার গন্তব্য ছিল লন্ডন। ২৩২ জন যাত্রী ছিল। যাদের চোখে ছিল সোনালী স্বপ্ন আঁকা। বিমানটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারেনি। আহমেদাবাদ এর একটি মেডিকেল কলেজ হোস্টেল এর উপর আছড়ে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে নিভে যায় শত চোখের স্বপ্ন। মুছে যায় সকল ভবিষ্যৎ পরিকল্পনা। সত্যি আমরা কেউ জানিনা আমাদের গন্তব্য কখন কোথায় থেমে যাবে।
ছবি – ইন্টারনেট থেকে সংগৃহীত
৬টি মন্তব্য
নিতাই বাবু
খবটা দেখলাম! খুবই মর্মান্তিক! তবে একটা খবর অলৌকিক! অলৌকিক খবর হলো ২৪২ জন যাত্রীর মধ্যে রমেশ নামের একজন যাত্রী প্রাণে বেঁচে যায়। এটা একরকম বিষ্ময়!
হালিমা আক্তার
আসলেই মর্মান্তিক। একজন বেঁচে আছে,খবর তেমনি বলছে। ইমারজেন্সি Exit এর পাশে উনার সিটি ছিল। সেখান দিয়ে বের হয়েছে। একমাত্র আল্লাহ পাক ভালো জানেন।
নিতাই বাবু
💬 মন্তব্য:
দিদি, আপনার লেখাগুলো পড়ে ভালো লাগে। সত্যি পড়তে ভালো লাগে তাই পড়ি!
— আমি আপনার একজন আন্তরিক পাঠক 🌸
হালিমা আক্তার
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনি খুব ভালো লিখেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
খবরটি সত্যি খুব দুঃখজনক ।
হালিমা আক্তার
কখন কি ঘটে যায়, আমরা কেউ জানিনা। ধন্যবাদ ও শুভকামনা রইলো।