গন্তব্যে আমি

মিথুন ২৭ মে ২০১৪, মঙ্গলবার, ০৮:৪৪:৫৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

সেই প্রথম বারের আবেগ,
হাতে হাত লেগে যাবার কাঁপন,
আজও আসে যায় ছুটি পাবার মতোন,
কিংবা ভিড় ভাট্টায় অবসরে।
চলে গেছে সে; সময়ে, গন্তব্যে কিংবা আজো গন্তব্যের খোঁজে
স্মৃতি যদি ভুল না করে,
তবে সেই সে আবেগ ফিরে এসেছে আবার
এবার গন্তব্যের এই লাইনটানা সীমানায় আমি পতাকা হাতে দাঁড়িয়ে ।
যেতে পারবেনা পেরিয়ে,
গেলেও তোমার যাওয়া থেকে যাবে সময়ের বাইরে,
হিসেবের খাতার বাইরে,
পেছন পেছন যে আসবোই না,
এ জামিননামা দেবে কে তোমায়?

৫৪৬জন ৫৪৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ