সেই প্রথম বারের আবেগ,
হাতে হাত লেগে যাবার কাঁপন,
আজও আসে যায় ছুটি পাবার মতোন,
কিংবা ভিড় ভাট্টায় অবসরে।
চলে গেছে সে; সময়ে, গন্তব্যে কিংবা আজো গন্তব্যের খোঁজে
স্মৃতি যদি ভুল না করে,
তবে সেই সে আবেগ ফিরে এসেছে আবার
এবার গন্তব্যের এই লাইনটানা সীমানায় আমি পতাকা হাতে দাঁড়িয়ে ।
যেতে পারবেনা পেরিয়ে,
গেলেও তোমার যাওয়া থেকে যাবে সময়ের বাইরে,
হিসেবের খাতার বাইরে,
পেছন পেছন যে আসবোই না,
এ জামিননামা দেবে কে তোমায়?
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রথম বারের আবেগ,
হাতে হাত লেগে যাবার কাঁপন – এসব পুরানো হয়না। বেখেয়ালে বা অভ্যস্ততায় কিছু ধুলো হয়ত জমে।
পতাকা হাতে নিয়েছেন এবার? ভালোই করেছেন 🙂 গ্রীন সিগনাল কি হবে?
মিথুন
হবেই হবে।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন। অনিয়মিত থেকে আমাদের বঞ্চিত করছেন কিন্তু।
মিথুন
আসি তো মাঝে মাঝে 🙂
খসড়া
মচৎকার।
মিথুন
নধ্যবাদ।
মা মাটি দেশ
চমৎকার হয়েছে ভাইয়া কিছু কথা কিছু দৃশ্য পুরনো হয় না। -{@ (y)
মিথুন
ঠিক বলেছেন ভাইয়া, তবে আমি কিন্তু আপু।
মশাই
বেশ পরিচ্ছন্ন লেখা। এভাবেই স্বপ্নগুলো বেচে থাকুক। কিছু কিছু স্পর্শ আসলেই অবিনাশী।
মিথুন
হ্যাঁ । আপনি মশাই কেনো?