খোলা চিঠি

পাগলা জাঈদ ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ১১:৪৮:০৯পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
রঙ্গন
ঘরে ঢুকে যখন তোমাকে না দেখি বুকে তখন সাত সমুদ্র আছড়ে পরে।
পাঁজরে কিলবিল করে কবিতার পঙতি।
শিরা উপশিরায় তীব্র হয় একাকীত্বের হাহাকার,
আর-
গলার নিচে যেন আটকে আসে সম্পুর্ণ পাহাড়।
পাখি, তোমাকে না দেখলে দম বন্ধ হয়ে আসে।
পদ্মার মত গভীর দুঃখ আমাকে অন্ধ করে দেয়।
তুমি নেই!
আমি জ্বালাবো কাকে?
তুমি নেই!
তোমার ঝাড়ি শোনাবে কাকে?
তুমি নেই!
আমার ঘরে এখন ইঁদুরও নেই।
থাকবে কি করে?
ঘরেতো তুমি নেই,
তুমি নেই মানে খাবার নেই,
খাবার না থাকলে কি ইঁদুর আসবে কেন ?
পাখি, তোমাকে বুকে না জড়ালে
বুকটা মেঘনার চরের মত খা খা করে
তখন-
তোমার ভাবনা গুলো আমাকে অবশ করে দেয়
বুঝতে পারো?
কতটা ভালবাসি?
ইতি – তোমার পাখী।
২২৪৯জন ২১৫২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ