ড্যামিশ—
জানি তুমি ভাল আছো, অনেক ভালো—
তুমি কি আজকের আকাশটা দেখেছো?—আমি দেখেছি–জানো আজ দুদিন আমার আকাশ দেখতে একদম ভালো লাগে না—আকাশটা কেমন জানি ঘোলাটে হয়ে গিয়েছে, সবকিছু কেমন জানি ঝাপসা মনে হয়, স্বচ্ছ আকাশটাকে খুব মিস করছি—খেয়াল করে দেখেছো, বিকেলগুলোও কেমন জানি অলস হয়ে গিয়েছে—জানি না,সত্যিই কি এমন হয়ে গেছে, নাকি আমিই কেমন হয়ে গেছি…
সবাই বলে মানুষ বদলে গেলেও নাকি তার স্বভাব বদলায় না—অথচ দেখোও আমার সবকিছু কেমন জানি বদলে যাচ্ছে—আজকাল অন্ধকার আমার খুব ভাল লাগে,কারণটা অজানা—সব ধরনের পিছুটান মনে হচ্ছে আমাকে ছেড়ে যাচ্ছে, নাকি আমি সব ধরনের পিছুটানের মোহ কাটিয়ে উঠছি, বুঝতে পারছি না কিছুই—একা থাকতে খুব ভাল লাগে—রবীন্দ্র সংগীত আজকাল আর আমাকে টানে না, খুব বোরড হচ্ছি—হারমোনিয়ামও আজকাল ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না, সারগামও আজকাল আর আমার গলায় খেলে না—আমার কোনকিছুই ভাল লাগছে না বুদ্ধু—তুমি কি না বলা ছাড়া বুঝতে পারো আমায়?বুঝতে কি পারো যে, আমি ভালো নেই….
আবেগপ্রবণ মানুষের জন্য নাকি পৃথিবীটা মোটেও সুইটেবল না,কথাটি পিলোসোপাররা যথার্থই বলেছে—তোমার কি জানা আছে ড্যামিশ যে, আমার মতো মানুষগুলো কোথায় ভাল থাকবে?—আজব আমি তাই না?-তুমি কি করে বলবে?—আমি কি তোমাকে খুব বেশী প্রশ্ন করে ফেলছি?—তুমি বোর হচ্ছো নাতো?-প্রশ্ন শুনতে কার ই বা ভালো লাগে—সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে—আচ্ছা ঐগানটা তোমার মনে আছে ‘আমার ভিনদেশী তারা’—গানটার শেষের দিকে একটা লাইন আছে ‘প্লীজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে’—তুমি আমার ঘুম হবে বুদ্ধু?-আমি সবকিছু ভুলে একটু ঘুমোতে চাই….
ভালো থেকো—অনেক অনেক অনেক ভালো থেকো……..
(খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠি)
৩৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ঘুমুতে চাইলেই কি ঘুমের নাগাল পাওয়া যায়! যায় না। অতএব ড্যামিস ই ভরসা।
আবেগহীন জীবন আবার জীবন ই না।
এত্ত দিন পর লিখলে হবে না।
খেয়ালী মেয়ে
ঘুমোতে চাইলেই ঘুমের নাগাল পাওয়া যায় না কথা সত্যি–
লিখতে তো চাই অনেক কিন্তু পারি না..
নুসরাত মৌরিন
হুম, আবেগপ্রবন মানুষদের জন্য পৃথিবীটা খুব পচা জায়গা।
এত সুন্দর করে চিঠি লিখছেন তবু বুদ্ধুটা কেন আসছে না?
খেয়ালী মেয়ে
মনে হয় আসার জন্য যাদুর কোন বাহন খুঁজে পাচ্ছে না :p
শুন্য শুন্যালয়
ড্যামিশ কি শুনতে পায়? পায়না। আপনি কি ড্যামিশের কথা ভেবে কস্ট পান নাকি কস্টের কথা তাকে বলছেন? বুদ্ধুরা এসব শুনতে পাবার কথা নয়। আপনি আপনার হারমোনিয়াম এর সাথেই কথা বলুন, সে নিশ্চয়ই উত্তর দেবে। পরীর মন ভালো হয়ে যাক। চিঠি তার প্রাপকের কাছে পৌঁছাক।
খেয়ালী মেয়ে
ড্যামিশের কথা ভেবেও কষ্ট পাই আবার নিজের ছোটছোট কষ্টের কথাগুলোও তাকে বলি এইভাবে..
হুমমম বুদ্ধুরা এসব কথা শুনতে পায় না..
বন্য
এতো সুন্দর করে চিঠি লিখেন কিভাবে? একটু বসদের বাতাস ভেসে বেড়ালেও ছুয়ে যায় সবটুকুই। খেয়ালী মেয়ের স্বপ্নীল চিঠিতো পড়ছি কিন্তু এই স্বপ্নীল চিঠির উত্তরে কি আসছে তা কিন্তু আমরা জানছি না, দেখালে দেখাতে পারেন।
খেয়ালী মেয়ে
অজানা ঠিকানায় লিখা চিঠির উত্তরও নিশ্চয় অজানা ঠিকানাতেই তরী ভিড়াবে…
খসড়া
সুন্দর চিঠি , বহুদিন চিঠি লিখি না।
খেয়ালী মেয়ে
তারমানে এক সময় খুব লিখতেন 🙂
মরুভূমির জলদস্যু
“”আমি কি তোমাকে খুব বেশী প্রশ্ন করে ফেলছি?—তুমি বোর হচ্ছো নাতো?””
উত্তর পেয়েছেন ?? -{@
খেয়ালী মেয়ে
আপনিও দেখি আমাকে প্রশ্ন করে বসলেন 🙂
না এখনো উত্তর আসেনি–তাছাড়া উত্তরের অপেক্ষাও আমি করি না..
জিসান শা ইকরাম
খুবই সুন্দর লিখেছেন।
নিজের বলতে না পারা কথাকে অদৃশ্য কাউকে বলা, ভালোই।
বিষণ্ণতা কেটে যাক। শুভ কামনা।
খেয়ালী মেয়ে
আপনার জন্যও শুভকামনা রইলো..
ব্লগার সজীব
আবেগ প্রবন মানুষের জন্য পৃথিবীটা আসলেই সুইটএবল না আপু। ভালো লেগেছে আপনার চিঠি।
খেয়ালী মেয়ে
আসলেই সুইটেবল না, সেটা খুব ভালভাবে বুঝতে পারছি..
অরণ্য
হুম! বেশ চিঠি তো!
খেয়ালী মেয়ে
🙂
ওয়ালিনা চৌধুরী অভি
এই চিঠি জায়গামতো পড়লে খবর আছে। আমরা অপেক্ষা করব।
খেয়ালী মেয়ে
:p
লীলাবতী
খেয়ালী মেয়ে খুবই ভালো চিঠি লিখতে পারে।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
অনেক ভালো লেগেছে ।
আপনি লিখতে পারেন আম পারিনা কষট অনুভব কর
বলতে পারিনা ভাষার শব্দ বুনতে পারিনা।
আপনি স্বারথক ।
সুন্দর শাব্দের গাঁথুনি।
খেয়ালী মেয়ে
আপনেদের লিখা পড়েই শিখছি অল্প অল্প করে 🙂
মামুন
‘প্লীজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে’ – সুন্দর লিখাটিতে ভালো লাগা রেখে গেলাম। শুভকামনা রইলো।
খেয়ালী মেয়ে
ধন্যবাদ.
মেহেরী তাজ
অদেখা কাউকে এমন চিঠি লেখা যায় ? আমি তো অবাক হচ্ছি আপু। -{@ (y)
খেয়ালী মেয়ে
লিখা যায় তো–এই যে আমি লিখছি 🙂
কৃষ্ণমানব
ড্যামিশ হয়ত অনেক ভালো আছে , নির্জনতার আড়ালে
খেয়ালী মেয়ে
হুমমম অনেক ভাল আছে ড্যামিশ..আর আমিও এটাই চাই 🙂
কৃষ্ণমানব
আকাশ তোমার সময় হবে একটু ও থেমো ?
আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে যেও ।
আর কতকাল থাকবো বেচে তার আশায়?
এভাবে যেন আমার দিন কেটে যায় . .
‘ভালো আছি ‘ ভালো থেকো’ আকাশের ঠিকানায় চিঠি লিখো ।
প্রিয় তোমার মালাখানি . , .
. . .
. . . . .আমার ভিতর বাহির অন্তরে অন্তরে . . আছো তুমি হৃদয় জুড়ে . .
মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ‘ড্যামিশ’ সেজে খেয়ালী মেয়ের উৎসর্গে চিঠি প্রেরণ করি ।
জবাব দেই
‘ না বলা কথার ‘
কিন্তু বেড়াজাল যে আছে .. চাইলে কি সব পারা যায়?
ড্যামিশ হয়ত বন্দি সময়ের কাছে , নিজের ব্যাস্ততায়
হয়ত ড্যামিশ প্রিয় মুখটি ভুলে থাকার সংগোপনে
‘বর্ণচোরা ‘ রুপ ধারণ করছে ।
কেন এই বেছে নিল এই একাকিত্বের নির্জনতা ?
কেণ ?
কিভাবে ,?
কে ?
খেয়ালী মেয়ে
কাশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশশ্
কৃষ্ণমানব
উহুম . .
শুভ্র আকাশ . .
হা হা
খেয়ালী মেয়ে
শুভ্র আকাশ
প্রিন্স হেক্টর
আমি সবকিছু ভুলে একটু ঘুমোতে চাই -{@
খেয়ালী মেয়ে
-{@