খুনসুটি

নাজমুল হুদা ১৩ জানুয়ারি ২০২০, সোমবার, ০২:১৭:১৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

হঠাৎ প্রশ্ন, তুমি আমায় ভুলে যাবে?
:হ্যাঁ, ভুলে যাব।
আবার প্রশ্ন, তুমি কি অন্যজন পেলে?
:না, পেয়ে যাব।

নাদুসনুদুস গালে রাগের মাত্রা ঝেঁকে বসে
একনাগাড়ে বলতে থাকে
:তুই তুই হারামি হারামি কুত্তা সবাই জানে।

আচমকা একটা কান্না সুরে ওপাশ কাঁপে
:ধুর পাগলী আয় না বুকে,‌দ্যাখবি এবার
তোর অশ্রু জলে ভিজে যাওয়া মনের তাপ
তোর বুক চাদরে নকশী আঁকা তিলক ছাপ।

নেত্রকোণা, ময়মনসিংহ।

৬৫০জন ৫২০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ