হাজার বছরের অমরত্ব চাই।।
একশো বছরের সুখে তুমি ক্লান্ত হবে,
একঘেয়েমি মুখ, একঘেয়েমি চোখে,
তুমি অন্য কারো ছায়া নেবে,
আমি রোদ হয়ে তোমার ছায়ায় মাঝে মিলিয়ে যাবো ।।
নিয়নবাতি পাল্টে যখন সলতে জ্বলা প্রদীপ হবে,
টিমটিমে ঐ আলোর পাশে ধোঁয়ার আশায় মগ্ন রবো,
আমি তোমার এক একটি পরিবর্তনের স্বাক্ষী হবো ।।
তোমার আঙ্গুল নিয়ে অন্য কারো খেলায়,
আমি তোমার চোখের পাতার কাঁপন হবো।।
আমি তোমার নতুন করে ক্লান্ত হবার অপেক্ষা হবো,
আবার তোমার নিয়নবাতি, চোখের ছায়ায়
হাজার বছর ধরে স্বপ্নের জন্য মিথুন আমি নতুন হবো।।
১৮টি মন্তব্য
লীলাবতী
হাজার বছরের অমরত্ব পাক কবি । কিন্তু সে অন্যের ছায়া নিবে কেনো ?
মিথুন
কবিতার জন্য লিখেছি আপু।। সত্যি সত্যি নিয়েই দেখুক না :p
আদিব আদ্নান
কঠিন আশায় বুক বেধেছেন দেখছি ,
আশা ভঙ্গ না হলেই বাঁচি ।
মিথুন
এমন আশা ভঙ্গই যার সংগ. 🙂
খসড়া
মানুষ তার স্বপ্নের সমান বড়। আকাশ তার সীমানা।
মিথুন
স্বপ্ন তার আকাশ সমান বড়. মানুষের চাইতে পারা তার সীমানা.
জিসান শা ইকরাম
অদ্ভুত সুন্দর ইচ্ছে
রোদ হয়ে ছায়ার মাঝে মিলিয়ে যাওয়া – ভালো লেগেছে অনেক ।
মিথুন
ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ জিসান ভাইয়া.
স্বপ্ন নীলা
আমি রোদ হয়ে তোমার ছায়ায় মাঝে মিলিয়ে যাবো ।।,,,,,,,,,,,,,,,,এই লাইনটা ভীষণ ভাল লেগেছে,,,,,,,,তাছাড়াও পুরো কবিতাটি ভাল লেগেছে
মিথুন
স্বপ্ননীলা আপুকে এই এত্তো গুলো ধন্যবাদ.
স্বপ্ন
অন্য কারো ছায়া নেবে কেনো সে ? সে আছে শুধু একজনে মগ্ন , আর তো কারো ছায়ার প্রয়োজন নেই তার। দিলমে হে তুম আখোওমে তুম 🙂 , তবে কবিতা কিন্তু অনেক ভালো হয়েছে। (y)
মিথুন
<3
পাশা
সরল কাব্য সরল চাওয়া। কবির এই কবিতা হাজার বছর আয়ু পাক
মিথুন
সরল শুভকামনা. ধন্যবাদ ভাইয়া 🙂
নীহারিকা
ইচ্ছা পুরণ হোক।
মিথুন
যদি পুরন হতো.
রিমি রুম্মান
“আমি তোমার এক একটি পরিবর্তনের স্বাক্ষী হবো ।।”___ পরিবর্তনগুলো সবই কি সুখের হবে__!! তবুও চাওয়ার মাঝে পূর্ণ হোক ইচ্ছেগুলো….
মিথুন
যদি সে পরিবর্তন হয়, কস্ট হলেও তার সাথে থাকতে চাইবো.