খামখেয়ালি চাওয়া——

মিথুন ৭ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৭:৪৪:০২পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হাজার বছরের অমরত্ব চাই।।
একশো বছরের সুখে তুমি ক্লান্ত হবে,
একঘেয়েমি মুখ, একঘেয়েমি চোখে,
তুমি অন্য কারো ছায়া নেবে,
আমি রোদ হয়ে তোমার ছায়ায় মাঝে মিলিয়ে যাবো ।।

নিয়নবাতি পাল্টে যখন সলতে জ্বলা প্রদীপ হবে,
টিমটিমে ঐ আলোর পাশে ধোঁয়ার আশায় মগ্ন রবো,
আমি তোমার এক একটি পরিবর্তনের স্বাক্ষী হবো ।।

তোমার আঙ্গুল নিয়ে অন্য কারো খেলায়,
আমি তোমার চোখের পাতার কাঁপন হবো।।

আমি তোমার নতুন করে ক্লান্ত হবার অপেক্ষা হবো,
আবার তোমার নিয়নবাতি, চোখের ছায়ায়
হাজার বছর ধরে স্বপ্নের জন্য মিথুন আমি নতুন হবো।।

৭১৩জন ৭১৩জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ