খলনায়ক

সিনথিয়া খোন্দকার ২৭ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১১:৩৩:১৮অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

ইতিহাস বা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গল্পের বৈশিষ্ট্য হচ্ছে লেখনী যার হাতে সেই মূল চরিত্র। আর লেখনী তার হাতেই থাকে যে বিজয়ী। তা না হলে শেষমেশ রাবনই হতো দেবতা। দেবতার হিংসা দ্বেষ ক্রোধ ঘৃণা দম্ভ সবই বীরত্বের প্রতীক। আর বিপরীতে পরাজিতের গৌরব তার পতনের মূল কারন হিসেবে চিহ্নিত।
সিনেমায় খল নায়কের রক্তপাতে দর্শকের হর্ষধ্বনিই রচয়িতার সার্থকতা। খল নায়ক আদ্যোপান্ত “খল নায়ক”।
যখন লোকের ঘৃণা কুড়িয়ে জীবিকা চালানো লোকটি একাকী তার ঘরে ভীষন নিরীহ ভঙ্গিতে আহার শেষে থালা থেকে ডালটি চুমুক দিয়ে খায়, তখনো সে আয়েশী ভঙ্গীতে রিমোটের বোতাম টেপা দর্শকটির ভীষন ঘৃণার পাত্র। “নায়ক” হবার জন্মগত ব্যার্থতাই তাকে প্রতিনিয়ত পরাজিত করে চলে তিন ঘন্টার প্রেম-পুজারী ভদ্র সমাজের কাছে।

৫৪৪জন ৫৪৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ