খদ্দের ও দোকানি
রাজপথে ফুলের দোকানে
রঙ বেরঙের ফুল সাজিয়ে
খদ্দরের আশায় বসে দোকানি।
রাস্তার পথচারী থমকে
শুঁকে গন্ধ,
গন্ধের মোহিত সুধায়
থমকে যায় প্রকৃতি।
রাতের আধারে আরেক দোকানি
সাজে অন্য আর এক রূপে,
ওরাও খদ্দের খোঁজে
নিষিদ্ধ পথের অলি গলি।
লাল নীল রঙ বেরঙের
গোলাপ কুড়ির
সৌরভে মোহিত
গন্ধ শুঁকে শুঁকে লোভী কুত্তারা
খোঁজে দেহের খোরাক।
শরীর শরীরে বক্র বাঁক
এ বসরার গোলাপ বাগান
আঁধার রাতের অন্ধকারে
গোপন করে
কেনা বেচা চলে হরদম।
ঘুনে ধরা সমাজ
হায়নার মত মাংসাশী নরপশু
ছিঁড়ে খুড়ে খায় মহাউৎসবে,
শীতল ঘরের বিশাল পালংকে
ঝড় উঠে থেমে থেমে
ভাল বাসা চলে আদান প্রদান
সাময়িক আনন্দে।
সকাল সূর্যের প্রথম আলোয়
পাপ পঙ্কিল পাপাচার
যায় ধুয়ে মুছে
পবিত্র ভেবে ঢেকুর তোলে
সমাজের উচু মানুষ
যে তারা???????????
৬টি মন্তব্য
স্বপ্ন নীলা
সকাল সূর্যের প্রথম আলোয়
পাপ পঙ্কিল পাপাচার
যায় ধুয়ে মুছে
পবিত্র ভেবে ঢেকুর তোলে
সমাজের উচু মানুষ
যে তারা??????????? ,,,,,,,,,,,,,,,,,,,,তারাই নষ্ট,,,,,,,,তারাই ভ্রষ্ট,,,,,,,,,,তারাই পাপাচারকারী,,,,,,,,,,,,তারা উচুতলার মানুষ,,,,,,,,,তারাই সভ্য সমাজে বাস করা মুখোসধারী শয়তান,,,,,,,,,,,,,
মর্তুজা হাসান সৈকত
হুম, চলছে এমনই। ভালো লিখেছেন আপনি। ফুটিয়ে তুলেছেন সুন্দর ভাবে বাস্তবতা।
খসড়া
বাহ চমতকার।
জিসান শা ইকরাম
বাস্তবতা এমনই (y)
জি.মাওলা
ধ ন্যবাদ সব্বাইকে
নীলকন্ঠ জয়
বাস্তবতার বাস্তব চিত্র। শুভেচ্ছা আপনাকে।