ঘুণে কাটা স্বপ্ন থেকে পুরোনো ডায়েরির পাতা খুঁজি
খুব কাছ থেকে পোকার ঘ্রাণ নিই ।
দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে থাকি, পোকাগুলো তবুও ছেড়ে যায় না
আরও সেঁদিয়ে যায়… যেখানে আত্মার বাস,
নিঃসঙ্গ কষ্টেরা জবুথবু হয়ে দানা বাঁধে ।
পোকাগুলো দল বেঁধে আসে দৃঢ় প্রত্যয়ে, আমি অসহায়ের মত শুধু ক্ষয় দেখি
এরপর ধ্বংস ।
১৮টি মন্তব্য
খসড়া
আমাদের এক বাংলার স্যার ছিলেন যিনি ছাত্র/ছাত্রীদের খাতা দেখতেন আর বলতেন বাপ্রে। আমিও বলছি বাপ্রে।
ওয়ালিনা চৌধুরী অভি
ভাইয়া তো বেশ মজার মন্তব্য করেন । বাপ্রে :p
মশাই
এভাবেই কি ধংসের কাছে পরাজিত হতে হয় আমাদের? না তবে আপনাকে হতে হবে না কারণ আপনার লিখনীর দীপ্তিতে ধ্বংস হবে ধ্বংসগুলো।
ওয়ালিনা চৌধুরী অভি
ধংসের কাছে পরাজিত হতে হবে আমাদের সবাইকে ।
রিমি রুম্মান
পোকাগুলো দল বেঁধে আসে দৃঢ় প্রত্যয়ে, আমি অসহায়ের মত শুধু ক্ষয় দেখি… এরপর ধ্বংস … সুন্দর !
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ রিমি রুম্মান ।
ছাইরাছ হেলাল
ক্রমাগত ক্ষয়ে যাওয়ার উপলব্ধি তুলে ধরেছেন ।
সুন্দর ।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ ছাইরাছ হেলাল ভাই ।
শুন্য শুন্যালয়
এভাবে দেখেন কিভাবে? এতো সুন্দর করে লেখেনই বা কিভাবে?
বেশি বেশি অনুপস্থিতির জন্য সোনেলা কে ভ্যাট বসানোর সুপারিশ করবো, যা কিছু হারাচ্ছি তাতো আমরাই ।।
ওয়ালিনা চৌধুরী অভি
আপনিও ভালোই দেখেন । পড়েছি আপনার লেখা । সময় পাচ্ছি না শুন্য শুন্যালয় । চাপ যাচ্ছে মনের উপর খুব ।
মা মাটি দেশ
:Yes-Sir:
এ জীবনতো ক্ষয়ের জন্যই
ওয়ালিনা চৌধুরী অভি
জি ভাই ।
প্রিন্স মাহমুদ
আহারে জীবন
ওয়ালিনা চৌধুরী অভি
🙁
জিসান শা ইকরাম
ঘুড়ে দাঁড়াতেই হবে
বিষণ্ণতা ভালো না ।
ওয়ালিনা চৌধুরী অভি
চেষ্টা করছি আব্বা ।
আগুন রঙের শিমুল
ধ্বংসের চোখে চোখ রেখে ক্যাচ মি ইফ ইউ ক্যান কইতে সাহস লাগে 🙂
কবিতা ভাল্লাগছে
ওয়ালিনা চৌধুরী অভি
🙂 🙂