হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা!
তোমার ক্ষমাদানের শিক্ষানুসারে- আমি তাদের সকলকে ক্ষমা করে দেই, যারা আমার ক্ষতি করেছে।
আমার যা ক্ষতি হয়েছে, সে সম্পর্কে আমি সচেতন বা অচেতন; তবু তাদের সকলকে ক্ষমা করে দেই।
তারা ইচ্ছেকরে ক্ষতি করুক বা নাই করুক, তবুও তাদের সকলকে ক্ষমা করে দেই।
সর্বশক্তিমানের নামে, আমার বিরুদ্ধে অন্যায় করার জন্য তাদের অন্তরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা থেকে তারা সুস্থতা লাভ করুক।
বা তাদের জীবনে যে বন্ধনের সৃষ্টি হয়েছে, কোনরকম শর্ত ছাড়াই সে গভীর বন্ধন থেকে তারা মুক্তি লাভ করুক।
হে প্রভু ! তোমাকে অনুনয় করে বলি-
তাদের প্রতি তোমার গভীর ভালোবাসা, মঙ্গল ও আশির্বাদের ধারা এখন ও সর্বকালের জন্য বিস্তৃত হোক।
আমিন।
(প্রার্থনাটি বিশ্বব্যাপী NA কর্তৃক স্বীকৃত)
সোনেলায় পঞ্চাশতম পোস্টে এ প্রার্থনা সবার মঙ্গল কামনায় । সবার অশান্ত মনে শান্তি ফিরে আসুক।
২১টি মন্তব্য
ইঞ্জা
আমীন।
সোনেলায় পঞ্চাশতম পোস্টের জন্য অভিনন্দন ভাই।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনিই আমাকে সোনেলার সাথে পরিচয় করিয়েছেন। শখের বসে করা লেখালিখিকে প্রকাশের সুযোগ করে দিয়েছেন। সোনেলার মত এতবড় প্লাটফরম পেয়ে আমি গর্বিত।
ভালোবাসা জানবেন।🌹
ইঞ্জা
আমি আনন্দিত যে আপনি ব্লগকে নিজের মতো করে ভালোবেসেছেন, খুব ভালো লাগছে।
তৌহিদ
আপনাদের সবার অতিথি পরায়ণতায় আমি আপ্লুত ভাই।
🎖প্রহেলিকা🎖
ভাবনা দেখে ভালো লাগলো। এমন হওয়া উচিত আমাদের সকলেরই।
নতুন আসা ব্লগারদের মাঝে আপনি অনেক ভিন্ন। নিজে যেমন ভালো লিখছেন তেমনি পাশাপাশি অন্য ব্লগারদেরও মন্তব্য দিয়ে উৎসাহিত করছেন।
শুভ কামনা আপনার জন্য। শুরু হলো মাত্র, পথ অনেক বাকী!
তৌহিদ
ক্ষমা একটি মহৎ গুন, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে এই গুনটি দেন।
আমি মনের কথাগুলোই সবার সাথে শেয়ার করি ব্লগে ভাই। ভালো মন্দ বিচারের দ্বায়িত্ব আপনাদের পাঠকদের। চেষ্টা করি সবার লেখা পড়তে। এতে নিজের শব্দভাণ্ডার পরিণত হয়।
শুভকামনা জানবেন।
মেহেরী তাজ
এমন কিছু প্রার্থনা কিছু কথা আছে যা সকলেই মনে রাখা উচিত।
হাফ সেঞ্চুরির শুভেচ্ছা ভাইয়া।
তৌহিদ
ধন্যবাদ আপু, আপনাকেও শুভেচ্ছা।
শুন্য শুন্যালয়
বাহ এরই মধ্যে ৫০!
৫০তম পোস্ট এর চাইতে অসাধারণ আর হতেই পারতো না তৌহিদ। এ প্রার্থনা যেন আমরা সবাই করতে পারি। ঘৃণা, প্রতিশোধ দূর হয়ে মানুষের মনে মায়া, ভালোবাসা বেড়ে উঠুক।
শুভকামনা জানুন। আপনি ব্লগের একজন অপরিহার্য ব্লগার হয়ে উঠেছেন অল্প সময়ের মধ্যেই। সবাইকে উৎসাহ দেয়া, তাদের লেখা মন দিয়ে পাঠ করা আজকাল যেন উধাওই হয়ে গেছে। না পড়লে যে লেখা যায়না, তাও সবাই ভুলতে বসেছে।
আপনার লেখার বৈচিত্রও লক্ষণীয়। সফল হয়ে উঠুন আরো আরো। ভালো থাকুন।
তৌহিদ
আমি কৃতজ্ঞ সোনেলার সকলের প্রতি, অতি অল্প সময়ে আমাকে সবাই কত আপন করে নিয়েছেন।
অন্যদের লেখাও পড়া উচিত, এতে জ্ঞানের পরিধি বাড়ে বলেই মনে করি।
শখের বশে লিখি, ভালোমন্দ পাঠকই বলবেন। তবে লিখতে আমার ভালো লাগে।
শুভকামনা জানবেন আপু।🌹
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে এই নাতিদীর্ঘ পথ অতিক্রমে, যেতে হবে দূর-বহুদূর।
এমন প্রার্থনা আমদের সবার-ই।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া। আপনাদের অতিথি পরায়ণতায় আমি আপ্লুত ।
সবার মঙ্গল কামনা করি সবসময়। পাশে থাকবেন ভাই।
আরজু মুক্তা
আমিন। এবং আরও ধৈর্যের সাথে লিখুন।শুভকামনা
তৌহিদ
আপনাকেও অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা রইলো আপু।☺
নীলাঞ্জনা নীলা
আরোও অনেক দূরে যেতে হবে।
অভিনন্দন তৌহিদ ভাই অর্ধশত পোস্টের জন্য।
তৌহিদ
ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন সবসময়। ব্লগে আমার প্রথম পোস্টে প্রথম মন্তব্যকারী ছিলেন আপনি। আপনি আমার কাছে অনুপ্রেরণা দানকারী আপু।
নীলাঞ্জনা নীলা
তৌহিদ ভাই তাই নাকি? আমি ভুলে গেছি আসলে। আসলে মস্তিষ্কের বয়সটা বাড়ছে খুব তাড়াতাড়ি। আপনি যথেষ্ট ভালো লেখেন, আর তাইতো প্রশংসা আপনার প্রাপ্য।
তৌহিদ
মাথা শান দেন, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে আপু। ☺
শামীম চৌধুরী
আমীন। ক্ষমা মহৎ গুন।
তৌহিদ
ধন্যবাদ ভাই। ক্ষমা করার মানসিকতা সবার থাকেনা।
শামীম চৌধুরী
যিনির আছে তিনিই মহান ও মহৎ।