ক্ষমা দানের প্রার্থনা!

তৌহিদুল ইসলাম ১ মে ২০১৯, বুধবার, ১২:২২:০৪পূর্বাহ্ন বিবিধ ২১ মন্তব্য

হে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা!

তোমার ক্ষমাদানের শিক্ষানুসারে- আমি তাদের সকলকে ক্ষমা করে দেই, যারা আমার ক্ষতি করেছে।

আমার যা ক্ষতি হয়েছে, সে সম্পর্কে আমি সচেতন বা অচেতন; তবু তাদের সকলকে ক্ষমা করে দেই।

তারা ইচ্ছেকরে ক্ষতি করুক বা নাই করুক, তবুও তাদের সকলকে ক্ষমা করে দেই।

সর্বশক্তিমানের নামে, আমার বিরুদ্ধে অন্যায় করার জন্য তাদের অন্তরে যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা থেকে তারা সুস্থতা লাভ করুক।

বা তাদের জীবনে যে বন্ধনের সৃষ্টি হয়েছে, কোনরকম শর্ত ছাড়াই সে গভীর বন্ধন থেকে তারা মুক্তি লাভ করুক।

হে প্রভু ! তোমাকে অনুনয় করে বলি-

তাদের প্রতি তোমার গভীর ভালোবাসা, মঙ্গল ও আশির্বাদের ধারা এখন ও সর্বকালের জন্য বিস্তৃত হোক।

আমিন।

(প্রার্থনাটি বিশ্বব্যাপী NA কর্তৃক স্বীকৃত)

সোনেলায় পঞ্চাশতম পোস্টে এ প্রার্থনা সবার মঙ্গল কামনায় । সবার অশান্ত মনে শান্তি ফিরে আসুক।

২২৮৯জন ২১৪২জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ