কতদিন কবিতা লিখিনা,
খাতা কলম সব লেখার টেবিলে পড়ে আছে।
বসার চেয়ারটা হেলে পড়েছে একপাশে,
সামান্য বসতেই ক্যাঁচক্যাঁচ শব্দে মনোযোগ নষ্ট হয়ে যায়।
টেবিলে জমেছে ধুলোর আস্তর।
আমি একপানে চেয়ে থাকি সেদিকে।
স্মৃতিতে ভেসে ওঠে কত কালের সাক্ষী সময়গুলো।
কত শব্দ খেলা করেছিলো একসময় সেখানে।
সব ধোঁয়াশা, মনে হয় স্বপ্ন।
অক্ষরেরা আজকাল আর মাথায় আসেনা।
কি সব হিজিবিজি, মাথায় ওলটপালট হয়।
আমি কলম দিয়ে প্যাডের পাতায় আঁকতে থাকি সেসব।
অথচ কবিতা আর লেখা হয়ে ওঠেনা।
আমার মনের প্রতিচ্ছবিতে কালো দাগ বসে আছে,
ছড়িয়ে পড়ছে কোষ থেকে কোষে।
এভাবেই একদিন মরে যাবে আমার লেখক সত্বা।
অথচ শেষবারের মত একটি কবিতা আমার লেখা হয়ে উঠলোনা।
কবিতা, তুমি স্বাক্ষী থেকো,
আমি তোমায় মালা পড়াতে গিয়েও থমকে গিয়েছি,
দিতে পারিনি তোমার অধিকার।
ক্ষমা করো মোর কবিতা।
©তৌহিদ
২৩/০১/২০১৯
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবিতা ক্ষমা করলেও আমরা করছিনা 🙂
মাঝে মাঝে লেখুন কবিতা, আমরা পড়ে আমোদিত হই।
শুভ কামনা -{@
তৌহিদ
অনেক ইচ্ছে করে কবিতা লিখতে, কিন্তু ভয় পাই। পাছে যদি লোক হাসে?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
লিখতে জানেন না কবিতা তবুও লিখে ফেললেন ২১ লাইনের মনমুগ্ধকর কবিতা খানি।আরো চাই।
তৌহিদ
ধন্যবাদ ভাইয়া। লিখতেতো ইচ্ছে করে কেন জানি লেখা হয়ে ওঠেনা। ভয় পাই কবিতা লিখতে।
ছাইরাছ হেলাল
লিখতে থাকুন,
অক্ষর পালাতে পারবে না।
তৌহিদ
চেষ্টা করবো ভাইয়া।
বন্যা লিপি
গাইতে গাইতে গায়েন। লিখতে লিখতে কবি।শব্দকে মুঠোবন্দি করে ফেলুন। পালাবার সুযোগই পাবেনা। লিখতে থাকুন।
শুভ কামনা রইলো। -{@
তৌহিদ
ধন্যবাদ আপু, উৎসাহ পেলাম।
সাবিনা ইয়াসমিন
কবিতাকে অবহেলা করবেন আর কবিতা অভিমান করবে না তাকি হয়,,,,??
বেশি বেশি লিখে কবিতার মান ভাংগুন আর আমাদের উপহার দিন।
কবিতা ভালো হয়েছে ভাই,,,শুভ কামনা
-{@ -{@
তৌহিদ
কবিতারা আমার মাথার উপ্রে দিয়া যায় আপু, তাই কলমে ধরা দেয়না। চেষ্টা করবো লিখার। মন্তব্যের জন্য ধন্যবাদ।