কোন্‌টা ?

এনামুল হক মানিক ২৬ ফেব্রুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৬:৫৯:২০অপরাহ্ন সাহিত্য ১২ মন্তব্য

কোনটা ভালো কোনটা মন্দ
মনের মাঝে লাগে দ্বন্ধ
কাক-ময়ুরে কী ব্যবধান
মনে হচ্ছে দুটোই সমান
কোনটা চড়ূই কোনটা ঘুঘু
ধাঁধাঁ লাগে মনেই শুধু ।।

যায়না বোঝা চালাক-বোকা
বারেবারে খাচ্ছি ধোকা
কোনটা মুখ আর কোনটা মুখোশ
আম মনে হয় কাঁঠালের কোষ
কোনটা কাঁটা কোনটা গোলাপ
কোনটা পিরিচ কোনটা যে কাপ ।।
কোনটা গরম কোনটা শীতল
কোনটা স্বর্ণ কোনটা পিতল
কোনটা বোতল কোনটা শিশি
ভাবছি শুধুই দিবানিশি
কোনটা সাপ আর কোনটা ওঝা
ইদানিং তা যায় কি বোঝা!

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ