কোনটা ভালো কোনটা মন্দ
মনের মাঝে লাগে দ্বন্ধ
কাক-ময়ুরে কী ব্যবধান
মনে হচ্ছে দুটোই সমান
কোনটা চড়ূই কোনটা ঘুঘু
ধাঁধাঁ লাগে মনেই শুধু ।।
যায়না বোঝা চালাক-বোকা
বারেবারে খাচ্ছি ধোকা
কোনটা মুখ আর কোনটা মুখোশ
আম মনে হয় কাঁঠালের কোষ
কোনটা কাঁটা কোনটা গোলাপ
কোনটা পিরিচ কোনটা যে কাপ ।।
কোনটা গরম কোনটা শীতল
কোনটা স্বর্ণ কোনটা পিতল
কোনটা বোতল কোনটা শিশি
ভাবছি শুধুই দিবানিশি
কোনটা সাপ আর কোনটা ওঝা
ইদানিং তা যায় কি বোঝা!
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম।
নিজে লিখুন,অন্যের লেখা পড়ুন।
শুভ কামনা
শুভ ব্লগিং।
এনামুল হক মানিক
অনেক অনেক ধন্যবাদ জিসান ভাই। ভালো থাকুন নিরন্তর।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্বাগতম মানিক ভাই -{@ সুন্দর অভিব্যাক্তি।
এনামুল হক মানিক
ধন্যবাদ মনির হোসেন মমি। শুভেচ্ছা সতত।
আবু জাকারিয়া
ভাল লাগল। শুভ ব্লগিং। আশা করি নিয়মিত থাকবেন।
এনামুল হক মানিক
ধন্যবাদসহ শুভেচ্ছা। চেষ্টা করবো নিয়মিত থাকার জন্যে।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
ছন্দময় লেখাটি ভালই লাগল।
এনামুল হক মানিক
ধন্যবাদ হেলাল ভাই। শুভকামনা রইলো।
শুন্য শুন্যালয়
ছন্দের কবিতাটি সত্যিই সুন্দর। কে সাপ আর কে ওঝা এযে বোঝা খুবই দুস্কর।
আপনাকে সোনেলায় স্বাগতম জানাচ্ছি ভাই -{@ লিখুন, পড়ুন নিয়মিত। শুভ ব্লগিং।
এনামুল হক মানিক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
প্রহেলিকা
ছন্দের উপর অনায়াস দখল আগেও দেখেছি আপনার। বেশ ভালো লেগেছে, সহজ অথচ দোলা লাগে হৃদয়ে।
সোনেলাতে আপনাকে স্বাগতম মানিক ভাই। লিখুব নিয়মিত।
এনামুল হক মানিক
অনেক ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইলো প্রিয় প্রহেলিকা ভাই। ভালো থাকুন নিরন্তর।