কোথায় শিশু কোথায় ঠ্যাং

শাহ আলম বাদশা ২৭ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০৯:১৩:১৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

[২৬/১২/২০১৪ তারিখে ওয়াসার পাইপে মৃত জিহাদস্মরণে]

বিশাল পাইপে পড়লো শিশু

সময় গেলো অনেক্ষণ

দুঃখী বাবার বুকফাটা রোল

মা হয়ে রয় অচেতন!

ওয়াসা আর দমকল এসে

গবেষণায় দিনকাটায়–

ছয়শত ফুট পাইপে তারা

ক্যামেরাও এক তাই পাঠায়?

টিকটিকি আর পোক খুঁজে পায়

পায়যে আরো কুনোব্যাঙ

পুলিশ বলে, ”শুধুই গুজব

কোথায় শিশু কোথায় ঠ্যাং।

কেউ বলে ফের, সবই ভুয়া

দেখেন গিয়ে ওর বাসায়;

মায়ের পাশে হয়তো শিশু

আঁচল ধরে ঠিক ঘুমায়?

একনিমিষেই মিথ্যে হলো

‘গুজব’ নামেই সাঙ্গ সব

কাটাঘায়ে নুনের ছিটায়

রাতদুপুরেই ভঙ্গ সব।

একদিন পর লাশ পাওয়া যায়

আচ্ছামতো বাঁশ খাওয়া যায়;

পাইপে তবে ছিলো কেউ?

দেশের নামী কর্তা যারা

অবহেলায় মারলো তারা

ছড়িয়ে দিলো অশ্রুঢেউ!!

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ