বিশাল পাইপে পড়লো শিশু
সময় গেলো অনেক্ষণ
দুঃখী বাবার বুকফাটা রোল
মা হয়ে রয় অচেতন!
ওয়াসা আর দমকল এসে
গবেষণায় দিনকাটায়–
ছয়শত ফুট পাইপে তারা
ক্যামেরাও এক তাই পাঠায়?
টিকটিকি আর পোক খুঁজে পায়
পায়যে আরো কুনোব্যাঙ
পুলিশ বলে, ”শুধুই গুজব
কোথায় শিশু কোথায় ঠ্যাং।
কেউ বলে ফের, সবই ভুয়া
দেখেন গিয়ে ওর বাসায়;
মায়ের পাশে হয়তো শিশু
আঁচল ধরে ঠিক ঘুমায়?
একনিমিষেই মিথ্যে হলো
‘গুজব’ নামেই সাঙ্গ সব
কাটাঘায়ে নুনের ছিটায়
রাতদুপুরেই ভঙ্গ সব।
একদিন পর লাশ পাওয়া যায়
আচ্ছামতো বাঁশ খাওয়া যায়;
পাইপে তবে ছিলো কেউ?
দেশের নামী কর্তা যারা
অবহেলায় মারলো তারা
ছড়িয়ে দিলো অশ্রুঢেউ!!
৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এ আর এমন কি?
হওয়াটাই স্বাভাবিক
যেমন কর্তা তেমনি তাদের সাঙ্গ পাঙ্গ
দেশটাকে করে ছাড়বে উলঙ্গ। -{@
শাহ আলম বাদশা
সহমত ভাই, বাচ্চাসহ সারারাত জেগেছিলাম শিশুটির উদ্ধারের আআশায় কিন্তু শয়তান অফিসারা তাকে বাঁচতে দিলোনা
সঞ্জয় কুমার
দুঃখ প্রকাশের ভাষা নেই
শাহ আলম বাদশা
এদশটাই শয়তানদের আখড়ায় পরিণত হয়েছে, যাদের দায়িত্ব এবং কাণ্ডজ্ঞান নেই
হৃদয়ের স্পন্দন
সমসাময়িক ভাল লিখেছেন
শাহ আলম বাদশা
অনেক শুভেচ্ছা ভাই
অরণ্য
“দেশের নামী কর্তা যারা
অবহেলায় মারলো তারা”
আমিও আপনার মত এর প্রতিবাদ জানাই।
শাহ আলম বাদশা
কিন্তু কী লাভ, নিষ্পাপ জিহাদ কি ফিরে আসবে? কর্তাদের শাস্তি হলেই তার আত্মা শান্তি পাবে ভাই