কৈ তোমার আলুথালু কেশ?
কৈ বিবাগী বৈরাগী মুখের ছায়াছাপ?
শরীরে কৈ শুভ্র স্ফটিক রেখায় চির?
মসৃণ হেঁটে যাওয়া ছিল তোমার–
আবলুস কাঠের ওই নক্সাই শরীর ছিল!
কে বলবে তোমায় দেখে,তুমি নিঃস্ব,
রাতের নিয়নে স্বর্ণ বিলাস তোমার–
রঙের পেয়ালায় ছিল মদির চুম্বন ঠোঁট !
তবে?কি ভাবে জ্বলে গেলে তুমি?
তুষানল ঘ্রাণ ছেড়ে দিব্য স্নাত দেহ!
কোথায় প্রতিকূল স্রোত—
স্বচ্ছ জলের গভীরে ঘূর্ণায়মান নিমজ্জন?
তবু কেন মুহূর্তে থেমে গেলে তুমি?
শুয়ে আছ তুমি কারুকাজ পালঙ্কে—
তবু কেন জ্বলে গেলে তুমি?
ঘৃত স্নাত শরীরে কি ভাবে দাউ
জ্বলে নিঃশেষ হয়ে গেলে তুমি!
১৪টি মন্তব্য
স্বপ্ন
কেন এমন হলো ভাববার বিষয় 🙂 ভালো লেগেছে কবিতা ।
তাপসকিরণ রায়
অনেক সময় হাসতে খেলতে লোক হঠাৎ মরে যায়। কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম।
জিসান শা ইকরাম
কবির কল্পনায় কত কিছু থাকে
কত সুন্দর ভাবে দেখেন —
ভালো লেগেছে দাদা । -{@
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
জ্বলে গেলে আর কেশের কী থাকে ?
আপনার কবিতা পড়ার মজাই আলাদা ।
তাপসকিরণ রায়
ভাবনাগুলি জ্বলে যাবার আগের–কল্পনায় জ্বলে যাবার পরেও ভাবনাকে কি থামিয়ে রাখা যায় ? অনেক সময় জলজ্যান্ত লোকটা হুট করেই মরে যায়।
রকিব লিখন
আপনার কবিতা বাসভূমে বিচরণ হয়েছে মনোমুগ্ধকর ও মনোহর।।
তাপসকিরণ রায়
আপনাকে জানাই অনেক ধন্যবাদ।
খসড়া
বৈ অর্থ যদি বলতেন দয়া করে। 🙂 কবিতাটা ভাল লেগেছে।
তাপসকিরণ রায়
বৈ,শব্দটি কি আমার লেখায় আছে?কৈ,শব্দটি আছে–কৈ অর্থ হল,কোথায়?–যেমন–তুমি কৈ গেলে গো? কবিতা ভাল লাগার জন্যে ধন্যবাদ।
প্রজন্ম ৭১
(y) (y) (y)
তাপসকিরণ রায়
অনেক অনেক ধন্যবাদ।
মিথুন
ভালো লেগেছে ভাইয়া।।
তাপসকিরণ রায়
ভাললাগার জন্যে অনেক ধন্যবাদ।