কে বলেছে?

নীরা সাদীয়া ১০ অক্টোবর ২০১৭, মঙ্গলবার, ১১:১৬:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি, সমসাময়িক ১০ মন্তব্য

কে বলেছে মেয়ে মানুষকে শুধু ঘরে বসে থাকতে হবে, অনেক রান্নাবান্না জানতে হবে,অন্যের পেট ভরানোর দায়িত্ব নিতে হবে, অনেক লম্বা চুল রাখতে হবে, রূপচর্চা করতে হবে, অন্যের চোখের খোড়াক হতে হবে? কে বলেছে বিয়েই মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য?

ঘরেতো প্রতিবন্ধীরাও বসে থাকে, যাদের পায়ে বল নেই,
রান্নাতো বাড়ির বুয়াও জানে,
চুলতো পেত্নীরও নাকি পা পর্যন্ত থাকে,
রূপতো অনেকেরই থাকে।
বিয়েতো প্রায় সবাই করে।

কিন্তু কটা মেয়ে চাঁদের দেশে যায়?
কটা মেয়ে এভারেস্ট জয় করে?
কটা মেয়ে মাদার তেরেসা হয়?
কটা মেয়ে গনিত অলিম্পিয়াডে সোনা জয়ী হয়?
কটা মেয়ে অলিম্পিক গেমসে দেশের জন্য সোনা জিতে?
কজন মেয়ে বাল্য বিবাহের বিপরীতে হাঁটে?
কটা মেয়ে সমাজের রক্তচক্ষু ডিঙিয়ে সমাজে সফল হয়?
কটা মেয়ে বালিশের ওয়ার মাপা শিখে গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপতে শেখে?
কটা মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন শেষ পর্যন্ত
পূরণ করতে পারে?

এমনও কিছু মেয়ে আছে দেখবেন হাড়ভাঙা খাটুনির পর নিজ পরিবারের জন্য দুটো অন্ন জোগাড় করে।
এমনও আছে যাদের সমাজ বার বার ছুঁড়ে ফেলার পর তারা উঠে দাঁড়ায়।
কেউবা পুরো সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলে।
কিন্তু তাদের সেসব সাফল্যের কথা কেউ বলে না।

একটা মেয়েকে এ সমাজ পঙ্গু বানিয়ে রাখার জন্য এভাবেই ব্রেন ওয়াশ করে। তার জীবনের একমাত্র লক্ষ্য “বিয়ে” এটা স্থির করে দেয় এ সমাজ।

রান্না কম জানলে, অন্যদিকে বহুত পারদর্শী হলেও কিছুই পারে না, কিছুই পারে না কলরব ওঠে, যেন তাকে জীবনে শুধু শেফই হতে হবে। আর কিছু না জানলেও চলবে। রান্না জানা ভালো, তবে তা নারী পুরুষ উভয়ের জন্যই।

রূপচর্চা করে তাকে অন্যের চোখের খোড়াক হতে হবে কেন? মেয়েরা যেন এসবেই ফালতু সময় নষ্ট করে সেজন্য? বিখ্যাত লেখিকা শার্লট ব্রন্টি,জেন অস্টেনও সুন্দরী ছিলেন না, তবু আজো তাঁরা বেঁচে রয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।

মাদার তেরেসা তো বিয়ে করেন নি। তবু আজ সম্মানের সাথে তাঁর নামের পূর্বে মাদার শব্দটি উচ্চারিত হয়।
বিয়েটা অপ্রয়োজনীয় নয়, তবে এটাইতো জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হতে পারে না।

লোকের কাজই হলো যে এগুতে চায় তাকে টেনে পিছিয়ে রাখা। আর সে মেয়ে হলে তো কথাই নেই! তাই
লোকের কথায় না চলে অাল্লাহ যেন সকলকে নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা দেন।

১জন ১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ