ভেবেছ কি কভু____
বিশাল ঐ আকাশের বুকে
নীল যদি না থাকতো, কেমন হতো?
ভোরের সবুজ ঘাসের উদ্যানে
মুক্তোদানা শিশির ফোঁটা যদি না থাকতো, কেমন হতো?
গর্জনরত সাগর পাড়ে আছড়েপড়া ঢেউ যদি না থাকতো
কিংবা দিগন্ত ছোঁয়া পাহাড়ের বুকে
ঝরনা যদি জল না ঝরাতো, কেমন হতো?
তেমনই হতো জেনো____
আমার পৃথিবী জুড়ে যদি তুমি না থাকতে
তেমনই হতো জেনো
এ হৃদয় জুড়ে যদি তুমি না হাসতে
তেমনি হতো জেনো
আমায় যদি তুমি ভাল না বাসতে।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দারুণ অভিব্যক্তি ।
বেশ সুন্দর লিখেছেন ।
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ…
সিহাব
অসম্ভব ভাল লেগেছে ! (y)
রিমি রুম্মান
ভালোলাগায় ভালো থাকবেন…
শুন্য শুন্যালয়
বেশ ভালো লেগেছে… (y)
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ…
মা মাটি দেশ
কেমন হত যদি আমায় ভাল না বাসতে…..অপূর্ব অভিব্যাক্তি (y)
রিমি রুম্মান
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ …
মানিক পাগলা
তাহলে খুবই খারাপ হত।
ভাল লেগেছে
রিমি রুম্মান
হ্যাঁ … খারাপ তো হতোই… চরম খারাপ :p
রকিব লিখন
সান্দ্র হৃদয়ে তাহার ছবি প্রথিত হোক প্রবর ধাবমানে।।
ভাল লেগেছে কবিতা।। -{@
রিমি রুম্মান
ভালোলাগায় ভাল থাকুন নিরন্তর…
জিসান শা ইকরাম
গোপন কথা জেনে গেলাম কিন্তু 🙂
ভালো লিখেছেন ।
রিমি রুম্মান
কবিতা কখনো কখনো মনের কথা বলে…
সব সময় নয় কিন্তু… :p
মোঃ মজিবর রহমান
মনটা খারাপ হতো।
ভালো লিখেছেন ।
রিমি রুম্মান
মন ভাল রাখুন…
সুন্দর থাকুন… -{@
লীলাবতী
আপনি অনেক ভালো লিখেন আপি ।
রিমি রুম্মান
এমন মন্তব্যে উৎসাহিত হই…
ভাল থাকুন… শুভকামনা…
রাতুল
এত ভেবে কি হবে ?
জীবন তো একটাই…
যা আছে, যেভাবে আছে তাই নিয়ে মেতে থাকি !!
সাধারণ মানুষের এত না ভাব্লেও চলে :p
রিমি রুম্মান
যা আছে, যেভাবে আছে তাই নিয়ে মেতে থাকি !!___ তাই যেনো হয়। :p
ফরহাদ ফিদা হুসেইন
সুন্দর কবিতা।
শুভ কামনা রইলো।।
রিমি রুম্মান
সুন্দর থাকুন, আমার কবিতার মতোই … -{@