কেমন আছ

শুভ্র রফিক ১৩ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০১:২৬:১৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

কেমন আছ জানতে চাই যে

তুমি মোটেও বলনা,

আমি যতই সিরিয়াস হই

তুমি কর ছলনা।

কাছে যখন ছিলে তুমি

মুখে ছিল হাসি,

দেখা হলেই বলতে আমার

তোমায় ভালোবাসি।

 

অনেক দিন হয় তোমার মুখে

দেখিনা সেই হাসি,

বলনা সেই আগের মত

তোমায় ভালোবাসি।

আজ কিছুদিন হল আমার

মনে পড়ে শুধু,

তোমার বিনে আমার জীবন

শুধুই মরু ধু ধু।

তবু কেন ইচ্ছে জাগে

জানতে কুশলাদি,

মনের কথা বলতাম খুলে

আবার পেতাম যদি।

জানি তুমি আগের মত

বাসনা মোর ভালো,

আমার জীবন অন্ধকারে

তোমার জীবন আলো।

সুখে থাক বন্ধু তুমি

যেখানেতেই থাক,

সুখে দুখে তুমি শুধু

আমায় মনে রেখো।

৪৭৫জন ৪৭৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ