কেমন আছ জানতে চাই যে
তুমি মোটেও বলনা,
আমি যতই সিরিয়াস হই
তুমি কর ছলনা।
কাছে যখন ছিলে তুমি
মুখে ছিল হাসি,
দেখা হলেই বলতে আমার
তোমায় ভালোবাসি।
অনেক দিন হয় তোমার মুখে
দেখিনা সেই হাসি,
বলনা সেই আগের মত
তোমায় ভালোবাসি।
আজ কিছুদিন হল আমার
মনে পড়ে শুধু,
তোমার বিনে আমার জীবন
শুধুই মরু ধু ধু।
তবু কেন ইচ্ছে জাগে
জানতে কুশলাদি,
মনের কথা বলতাম খুলে
আবার পেতাম যদি।
জানি তুমি আগের মত
বাসনা মোর ভালো,
আমার জীবন অন্ধকারে
তোমার জীবন আলো।
সুখে থাক বন্ধু তুমি
যেখানেতেই থাক,
সুখে দুখে তুমি শুধু
আমায় মনে রেখো।
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভাইয়া লেখার বিভাগে সিলেট আসবেনা। সিলেটের কোন স্থাপত্য, দর্শনীয় স্থান কিংবা সিলেট সম্পর্কিত কোন লেখার জন্য সিলেট বিভাগ দিতে হবে। আর বিবিধ টাও যখন বিভাগের অপশনগুলোর বাইরের কোন লেখা আসবে তখন দেয়া ভালো।
শুভ্র রফিক
আমি নতুন ড্রাইভার তো,তাই।অনেক ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
যে চলে গেছে সেকি আর সুখে দুখে মনে রাখবে? ছন্দে ছন্দে লেখায় ভালো লাগা ঢের। (y)
শুভ্র রফিক
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ব্লগার সজীব
ছন্দের কবিতা ভালোই লাগে ভাইয়া।
শুভ্র রফিক
অনেক ধন্যবাদ ভাই আপনাকে
জিসান শা ইকরাম
ছন্দ আপনি ভালোই পারেন।
শুভ্র রফিক
আপনাদের ভালবাসাই আমার ছন্দের যোগান্দাতা
নীলাঞ্জনা নীলা
ছান্দসিক কাব্য।
শুভ্র রফিক
অনেক অনেক ধন্যবাদ আপনাকে