সামুতে তন্ময় ফেরদৌসের একটি স্টিকি পোষ্ট আছে গত কয়েক দিন ধরে, যেখানে এক জায়গায় লিখা আছে সামুর বিরুদ্ধে নাকি অভিযোগ তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কে প্রশ্রয় দেয় ? লেখক হয়তো সামু কর্তৃপক্ষকে একটু বেশি তৈল প্রদান করে থাকেন , তাই তিনি দেখতে পাননা সামুর মূল উদ্দেশ্য কি ? তো আমি এখন সামুতে ব্যান আর এটিই আমার প্রথম ব্যান যাকে সোলেমানী ব্যান বলা যায় , কেন এই ব্যান ?
আমি কয়েক দিন আগে আমার ইউটিউব একাউন্ট থেকে দেশপ্রেম নিয়ে আমার খুব খুব খুব প্রিয় দুটি গানের লিন্ক দিয়ে একটা পোষ্ট করি, সেই লিন্ক দুটি নিচে দেয়া হল।
এখন সামু যেহেতু তন্ময় ফের্দৌসের পোষ্টটি স্টিকি করেছে তার মানে তারা এই পোষ্টের সাথে সহমত পোষন করে । যার মানে দাড়ায় তারা নাস্তিকদের ও সুযোগ দেয়না আবার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কেও প্রশ্রয় দেয়না । এখন এখানে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ এই দুইটা লিন্কে গিয়ে গানগুলা শুনে বলুন , এখানে নাস্তিকতার কিছু আছে না মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির পক্ষে কিছু আছে বা এমন কিছু কি আছে যা ব্লগীয় নিতীমালা ভঙ্গ করে ? অবশ্যই নেই আর গান গুলা যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের তা সামু বুঝেনা এটা বলা মহা ভূল হবে । তো তারা কি স্ব বিরোধীতা করছেনা ? অবশ্য আবার মনে হয়েছে ওই পোষ্টেতো মুক্তিযুদ্ধের স্ব পক্ষের লোকদের সুযোগ দেয়া হবে লিখতে এমন কিছু ছিলোনা তাই হয়তো আমাকে ব্যান করা হয়েছে । আমি সামুকে অনেক মেইল করেছি , ঠিক কি অপরাধে তারা আমাকে ব্যান করেছে তার কোন সঠিক জবাব দেয়নি বা দেয়নি কোন ফিরতি মেইল । তো এই যাদের ভিউ তারা কিভাবে কোন মুখে তন্ময় ফেরদৌসের পোষ্টটি স্টিকি করে রেখেছে ?
না আমার ইতিহাস জ্ঞান খুবই সীমিত এতো বিশাল জ্ঞান নেই আমার ইতিহাস নিয়ে । ২০১০ সাল থেকে ব্লগ পড়া শুরু করলেও লেখা লেখি ২০১১ থেকে । আর আমার লিখা মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর নয় । তবে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের । যেহেতু আমার ইতিহাস জ্ঞান সীমিত তাই স্ব পক্ষেই লিখি আর যেখানে যা তথ্য পাই তা দিয়ে নিজেকে ঝালাই করে নেই । ফেইসবুকে আওয়ামীরা অনেকেই আমাকে তাদের লিষ্ট থেকে বিদায় করে দিয়েছে , এই জন্য যে আমি নাকি ছাগু নিউজ পোষ্ট করি । যারা আমার বিগত দুই বছরের প্রোফাইল এক্টিভিটি দেখেছেন তাদের বেশ ভালো জানার কথা আমি কোন পক্ষের লোক ? যাক আমি বিভিন্ন সুত্রে যেসব নিউজ পাই তার সত্যতা যাচাই করতে ফেইসবুকে পোষ্ট করি প্রুফ চেকের জন্য । কিন্তু আওয়ামীরা গত কয়েকদিনে বেশ জংলী আচারন করেছে আমার সাথে । ভূলটা না ধরিয়ে দিয়ে গুষ্ঠি উদ্ধার করেছে । বিদায় করেছে লিষ্ট থেকে ভালোই হয়েছে । ঠিক একই সময়ে সামুও ব্যান করলো আমাকে ।
ভালো হয়েছে আওয়ামীদের কিছু বলার নেই । সামুর কাছে জানার ছিলো আমার অপরাধ কি ছিলো ? কেন আমি ব্যান আর কেনোইবা তাদের স্ব বিরোধী অবস্থান ? আমাদের কি জানা আপা এতোই গবেট মনে করেন যে সামু সম্পর্কে কিছুই জানিনা , দেখিনা , বুঝিনা ? আরিফ জেবতিক ভাই তার একটা পোষ্টে জানা আপা কে মিন করে বলেছিলো ‘ তুমি কেন ঘষ আমি তাহা জানি। আর আমি কেনো ব্যান তাহাও আমি বুঝি জানা আপা। ‘
সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মসান করেছে কে?
http://www.youtube.com/watch?v=SQbKBea3Q3E
রাজত্ব সিঙ্গেল।
১১টি মন্তব্য
শিশির কনা
সামু জামাত শিবির লালন করে এমন অভিযোগ অনেক পুরানো। কোন বিচিত্র কারনে জামায়াত শিবির বিরোধী ব্লগার গন সামুতে থাকতে পারেন না। একনামে পরিচিত নামি ব্লগারগন সবাই সামুর মাধ্যমেই ব্লগ জীবন শুরু করেছিলেন। তাঁরা সামুতে এখন আর নেই । এর মানেকি ? সবাই দোষী আর সামু একা নির্দোষ ?
আপনার লিংক দুটো আসেনি ঠিক ভাবে।
জিসান শা ইকরাম
শুদ্গু গান পোস্ট করার জন্য ব্যান ? অবাক হলাম ।
জাতীয়তাবাদী বটগাছ দল
সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মসান করেছে কে?
http://www.youtube.com/watch?v=SQbKBea3Q3E
রাজত্ব সিঙ্গেল।
http://www.youtube.com/watch?v=zkPOseNuIjc
জাতীয়তাবাদী বটগাছ দল
লিন্ক আপডেট করে দিলাম, জি জনাব জিসান শাহ ইকরাম শুধু এই দুইটা গানের জন্যই ব্যান আমি, শিশির কনা আমি বিখ্যাত কেউ নই অতি নগন্য এক লোক লিখক নই, একটি বিশেষ কারনে আমি জামাত বিরোধী সেটার প্রকাশ আমি খোদ জামাতিদের সামনেও করি, আর ফেইসবুক কিংবা ব্লগেতো কথাই নেই, আমি যৌক্তিক কথা বার্তায় বিশ্বাসী যুক্তি দিয়েই লিখি কেউ আমার যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি দিবে সেটাই আমি কামনা করি, কিন্তু এই দুইটা গানে এমন কি আছে আমাকে ব্যান করতে হবে? সোনায় মোড়ানো বাংলা মোদের এই অডিও গানটি আমি বাংলালিন্কের জাগরনের গান এ্যালবাম থেকে নিয়ে জন্ম যুদ্ধের কিছু ছবি দিয়ে ভিডিও ফরম্যাট আ রুপান্তর করি, আর রাজত্ব সিঙ্গেল টি ফেইসবুক থেকে নেই, আজ সামু একটা ইমেইল করেছে ব্যাক্তি আক্রমন করায় পোষ্টি ড্রাফট করা হয়েছে এবং আমাকে সেইফ করা হয়েছে কিন্তু কমেন্টস করতে পারবোনা, এটিও নিরলজ্জ মিথ্যাচার আমাকে সেইফ দেখাচ্ছে ঠিক ই কিন্তু লিখা প্রথম পাতায় যাচ্ছেনা আর কমেন্টস তো বন্ধ ই।
জিসান শা ইকরাম
যে কোনো ব্লগ চলে কিছু নীতিমালার ভিত্তিতে। হয়ত তাদের নিতিমালা এমন যে এসব গান এবং ছবি নীতিমালা পরিপন্থী । কি আর করা , তাদের দোকানে কি প্রডাক্ট তাঁরা বিক্রি করবে , তা তাদের সিদ্ধান্ত।
বনলতা সেন
আশ্চর্য !! এই গানের জন্য ব্যান ?
জাতীয়তাবাদী বটগাছ দল
শুধু ব্যান না পোষ্ট ড্রাফট করা হয়েছে কালকে ইমেইল করেছে এই পোষ্ট আবার করলে স্থায়ী ব্যান করা হবে, আমিও রিপলাই দিয়া কইছি জানার মায়ের বাপ এইটা ছাড়া কি বাংলাদেশে ব্লগ সাইটের অভাব পড়ছে নাকি? জামাত জানা বোন আর ভাই মুক্তিযুদ্ধের স্বপ্ক্ষের লোকের সামুতে সুযোগ নাই, জানারে বিদায়ী লাথি দিয়া আইলাম শালী রাজাকারের গোলাম।
যাযাবর
জামাত শিবিরকে মুক্তচিন্তার কথা বলে এই সামুই দেশে প্রথম কথা বলার সুযোগ করে দিয়েছে। দেশ বিরোধী , সংবিধান বিরোধী শতশত পোস্ট এখনও পাওয়া যায় সামুতে।
দেশের গান পোস্ট করলেন , আর আপনি হন ব্যান । আর দেশের বিরুদ্ধে পোস্ট দিলে জামাত শিবির পায় আদর আর আপ্যায়ন।
জাতীয়তাবাদী বটগাছ দল
ভাই আমার দোষটা কি, আমাই এই পোষ্ট দেয়াটে সামুর এতো লাগলো কেন? এখানেতো জামাত শিবিরকেও কিছু বলা হয়নি তবে ব্যান করলো কেন?
শাদমান সাকিব
সামুর এ আচরনে অবাক হওয়ার কিছু নেই , যদিও আমার জানাশোনার ঘাটতি মাত্রাতিরিক্ত।যদিও আমি আপনাদের মত ব্লগার নই বা ব্লগিং ও করিনা ।
বনলতা সেন
১। পিয়াল ভাইয়ের ছবি আছে প্রথম ভিডিও তে
২। খালেদা জিয়া আর সব রাজাকারদের নিয়ে করা হয়েছে দ্বিতীয় ভিডিও।
এই দুটো কারনে আপনি ব্যান হয়েছেন ।