আঠারো বছর।অনেকটা সময়।
প্রেমের সেই প্রথম আবেগে আমি হয়ে গেলাম তোমার চোখে ঋতু।তুমি আমায় বোলতে “তুমি আমার শরৎএর শুভ্র মেঘ,কাশফুল।অভিমান করলে বোলতে কৃষ্নচূড়া।অভিমানে কেঁদে ফেল্লে বোলতে বৃষ্টি ভেজা কদম আমি।তাই তোমার ঋতু নাকি আমি।একান্তে যে ভালোবাসার নামটা অনেক আবেগে ডেকে নিতে কাছে,আজ সে মৌনতা।
তুমি ছিলে অহংকার,সব অভিমান ছিলো আমার।অনেক না বলা কথা আজ তাই মৌন হয় গেলো।
আচ্ছা মেয়ে যদি না হয় নারী?সব মেয়ে কি নারী?
১০টি মন্তব্য
রুহুল
আচ্ছা মেয়ে যদি না হয় নারী?সব মেয়ে কি নারী?
একটা ভুল হলো কি? মেয়ে যদি না হয় নারী। তবে সব মেয়ে নারী হয় কি করে? নাকি বলতে চেয়েছেন সব নারী কে মেয়ে?
মৌনতা রিতু
উত্তরটা কিভাবে দেই।তবে প্রশ্নটা যে আমারও
মুহাম্মদ আরিফ হোসেইন
অদ্ভুত প্রশ্ন
জিসান শা ইকরাম
আঠার বছর আগের সেইসব সুন্দর দিন গুলোর মাঝেই যেন থাকতে পারেন আজীবন এই দোয়া করি।
শুভ কামনা।
লীলাবতী
আপু আপনার লেখায় কেমন এক অস্থিরতা লক্ষ করলাম। আপনি তো এমন লেখেন না। ভালো থাকুন আপু।
মৌনতা রিতু
আচ্ছা নারী মানে কি?নারী মানে মায়া মমতা,ভালোবাসা,স্নেহ,ত্যাগ।সেই ত্যাগ হয় মা বাবার ইচ্ছায়,তার ছোটবেলার ঘঘর ছেড়ে অন্যের ঘরে আসা।স্বামি নামের অচেনা লোকটিকে প্রান ভরে ভালোবাসার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা।সন্তান ধারন,তাদের মানুষ করা।তবে যদি স্বপ্ন ভাঙ্গে,ভাঙ্গে বিশ্বাষ!
আমি যদি বলি নারীর সংসারে,নারীরূপি মেয়ের আগমন শুধু পুরুষ একা দ্বায়ী নয়!তবে কি সে নারী।
তাই বলেছি সব মেয়ে কি নারী?
আমি জানিনা প্রশ্নটা ঠিক কিনা?
ছাইরাছ হেলাল
অনেক সময় ই সময় আসে নিরব ঘাতক হয়ে। এটাই বাস্তবতা।
মোঃ মজিবর রহমান
কি বলব বুঝতে পারছিনা।
কঠিন থেকে কঠনতর প্রশ্ন।
আপনি ভাল থাকুন কামনা করি।
অনিকেত নন্দিনী
আপু, মেয়েদের ধারাই এমন যে তারা নারী হবার জন্য আকুলিবিকুলি করে। বৃষ্টির স্রোত কেমন আকুল হয়ে নদী খোঁজে, নদী আকুল হয়ে সাগর খোঁজে; একজন মেয়েও ঠিক তেমনি করেই নারী হবার পথ খোঁজে। মেয়েরা নারী হবার জন্য শতসহস্র স্বপ্ন সাজায়, রোজ বহুবার সেই স্বপ্নকে ঘষামাজা করে চকচকে করে।
জানিনা শুনে কষ্ট পাবেন কিনা তবুও একান্তই আমার মতামত বলছি: সব মেয়েই নারী; কখনো বাস্তবে, কখনো স্বপ্নে।
অরুনি মায়া
সে মেয়ে হোক বা নারী হোক যাই হোকনা কেন, সবার আগে তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে |