কেটে যাবে এ আধার

ছাইরাছ হেলাল ২০ জানুয়ারি ২০১৯, রবিবার, ১০:২০:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

এখানে, এই সোনেলায় পুরনোদের মধ্যে তিনি আছেন ঔজ্জ্বল্যের স্ব-মহিমায়
ভাস্বর হয়ে, নিঃসঙ্কোচ আভিজাত্যের স্বপ্ন বিভোরতায়, অসুস্থ শরীরেও ভাড়ারের
দরজা খুলে রেখেছেন দরাজ হাতে। তিনি আছেন সোনেলার হৃদপিণ্ড জুড়ে,
যা আমরা টের পাই সোনেলা-ধমনীর প্রতিটি প্রবাহে, প্রতিটি প্রাণ-স্পন্দনে।
তিনি আমাদের নীলাঞ্জনা নীলা

এই সুদীর্ঘ পথ যাত্রায় তাঁর অসংখ্য লেখায় তুলে ধরেছেন বিচিত্র অসংখ্য হাসি কান্না দুঃখ
কষ্টের সহৃদয় অনুভূতি, তাতে তার একান্ত ব্যক্তিগত পারিবারিক বিষয়, তাতে বাদ যায় নি কেউ-ই, স্বর্গীয় পিতা (বাপি) থেকে তার মা-মনি, একমাত্র ছেলে ও স্বামী। আমদের-ও করে নিয়েছেন তার পরিবার-যাত্রী, তার মা-মনিকে নিয়ে-ও একটি লেখা লিখেছিলাম,
টিকে আছে তা এই এখানেই।

আজ যা না বললেই না, তা হলো এই মহীয়সী কবির সাথে ব্লগের বাইরে কখনও-ই
কোন ফোরামে দেখা সাক্ষাৎ হয়নি, হয়নি কোন কথা ফোনে, এমন কি ফেবুতেও চালাচালি হয়নি তথ্য-উপাত্ত। এ কথা বলছি এ জন্য যে শুধু মাত্র ব্লগিয় লেখা-লেখির এক জন কবি দারুণ আন্তরিকতায় আমাদের কাছে টেনে নিয়েছেন। কত ভাবে যে তাকে এখানে মন্তব্য দিয়ে উত্যক্ত করি/করেছি তা ভাবতে চাচ্ছি না।

তাঁর এ শোক-স্তব্ধতা আমাকে দারুণ ভাবে স্পর্শ করেছে।

জমাট কালো মেঘ আজ
নীলের আকাশে
স্তব্ধতার তীব্রতা ছুঁয়ে-ছুঁয়ে যাচ্ছে;
আড়াল-রোদ আবার-ও হাসবে,
আলোড়িত চাঁদ-সৌন্দর্য আবারও স্নিগ্ধ হবে।

৭৬৯জন ৭৬৭জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ