অতঃপর রাত্রিকে সঙ্গী করে কেটে যাচ্ছে দিন গুলি
নিঝুম রাতে নির্ঘুমের সঙ্গী হয় ঝি ঝি পোকা আর দূরের ল্যাম্পপোস্ট-
কেউ বা জেগে আছে কেউবা অচেতন অঘোরে বেঘোরে সাদা কালো শহরে —
ও ব্লকের এক একটা রুমের লাইট ডিউটি শেষে নির্লিপ্তের মত ওরাও ঘুমিয়ে যাচ্ছে;
ঘুমিয়ে পড়ছে মানুষের চিন্তা চেতনা যেন কোন দিন জেগেছিল না সে
ঘুমিয়ে পড়ছে শ্রমিকের কষ্ট গুলো যেন কোন দিন স্পর্শ করেনি কিছু ।
স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই
ওরাও জেগে নেই ,জেগে নেই তিন সত্যি জেগে নেই
জেগে আছে ষ্টেশনে ষ্টেশনে অপরিচিতারা
আর জেগে আছে দম্পত্তির ভারী ভারী নিঃশ্বাস—–
আর এ শহরে ফ্যানের শো শো আওয়াজের সাথে মিলিয়ে নিচ্ছি
জমানো বিন্দু বিন্দু দীর্ঘশ্বাস—
স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই জেগে নেই;
জেগে আছে ভারী ভারী নিঃশ্বাস কিংবা দীর্ঘশ্বাস।।
৭টি মন্তব্য
ব্লগার সজীব
স্বরে অ স্বরে আ কিংবা টোফেল জিআরই জেগে নেই;
জেগে আছে ভারী ভারী নিঃশ্বাস কিংবা দীর্ঘশ্বাস।। …………… ভালো লিখেছেন ভাই (y)
আসমাউল
থ্যাংকস ভাই। দোয়া করবেন।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
(y) (y)
পুষ্পবতী
ভালো লাগলো।
শুন্য শুন্যালয়
ভীষণ ভালো লেগেছে কবিতাটি। কিছু লেখা পড়ে দীর্ঘশ্বাস ওঠে, এটা তেমনই একটা লেখা। শেষের লাইনদুটো সত্যই দারুন ।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
আসমাউল
সবাইকে অনেক ধন্যবাদ।