12270248_1725583294342501_1417363802_n
কৃষ্ণ তুমি কবে বুঝবে রাধার জ্বলন্ত পোড়া ঘায়ের যন্ত্রণা!
প্রেমের পাগল বাঁশিতে বারবার ডেকে, সামান্য মিলনের নেশার মোহ দিয়ে, মাতাল করে হারিয়ে যাও!?
বিরহের আগুনে পুড়তে পুড়তে গলা, বুক, ঠোঁট শুকিয়ে গেলে/
মধুর হাসি আর স্বর্গীয় অমৃত জল নিয়ে সামনে দাঁড়াও!?
#
ছেড়েই যদি যাবে তবে কেন এসেছিলে মন চাইতে!
কলঙ্কই যদি মাথার মুকুট বানালে তবে কেন বুকের কষ্ট নিভিয়ে দিয়ে গেলে না/
কাঁদতে কাঁদতে চারিদিকে খুঁজি !
চোখ থাকতেও কেন তোমাকে দেখব না?
অন্ধ করে কেন বানালে না!?
কৃষ্ণ তুমি কবে রাধার আর্তনাদ বুঝবে!
এত রূপের ঝিলিকই দিলে কিন্তু শরীরের শৃঙ্গারের কাতরতা কেন দিলে!?
ছলনা করে কেন রাধাকে যৌবনের অতৃপ্ততার কুষ্ঠে মরতে দিলে?

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ