ওপাশ থেকে হাসনাত সাহেব আবারও খুব উচ্চস্বরে হাসলেন । হাসতে হাসতে বললেন , না আমার মন খারাপ হয় না । কখনাে রাগও হয় না তোমার উপর । কেন জানাে ? সােহিনী খুব তরিঘরি করে জানতে চাইলেন , কেন ? হাসনাত সাহেব একটু গম্ভীর স্বরে বললেন , আমি আমার পরিবারের সব ভাইবােনের ছােট হওয়ায় অন্য ভাইবােনের তুলনায় আমার মায়ের আদর- আহােলাদ আমি একটু বেশিই পেয়েছিলাম । আর তাই আমি ‘মা’ বলতেই অজ্ঞান ছিলাম । প্রায়ই আমায় কোলে নিয়ে মা বাবার জন্যে কত রাত অব্দি অপেক্ষা করতেন । আমি বুঝতাম মা চুপিসারে চোখের জল ফেলতেন । তার চোখের পানি আমার মাথার উপর টুপ করে ঝরে পরতাে । আমি কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইতাম , মা ! তুমি বাবার জন্যে রােজ অপেক্ষা করে কাঁদো কেন ? বাবা তো একটু পরই বাড়ি ফিরে আসবে । তখন মায়ের মুখে বাবা – মায়ের সুখের সংসারের অনেক গল্প শুনতাম । আমি খুব আশ্চর্য হয়ে যেতাম মায়ের প্রতি আমার বাবার অকৃত্রিম শ্রদ্ধা আর ভালবাসার কথা শুনে । আমি বড় হয়ে যাবার পরও যখনি আমরা মা – ছেলে একসাথে খেতে বসতাম তখনি মা আমায় বলতেন , মেয়েরা হচ্ছে ঘরের লক্ষী , ফুলদানীতে সাজিয়ে রাখা এক গুচ্ছ ফুল । যা নিষ্প্রাণ ঘরে সুবাশ এনে দেয় । মেয়ে মানেই আদরনীয় জিনিস । তাদের কখনো অবহেলা করতে নেই । অসম্মান করতে নেই । মেয়ে হচ্ছে খােদার আশির্বাদ । আর স্ত্রী হচ্ছে স্বামীর আত্মার অংশ । নিজের আত্মাকে কখনাে কষ্ট দিতে নেই । তাতে খােদাতায়ালা নারাজ হয় । স্বামী- স্ত্রী হচ্ছে একে অপরের পোশাক স্বরুপ । শোন বাবা! সবসময় একটা কথা মনে রাখবি । জাজমেন্টাল মানসিকতা নিয়ে কারও জীবন সঙ্গী হওয়া যায় না । জীবন সঙ্গী হতে হয় উদার মানসিকতা আর সেই সাথে অসীম ধৈর্য্য নিয়ে। স্বামীর কাছ থেকে শ্বাশুড়ীর মুখের নারীর প্রতি এমন সৌহার্দপূর্ণ অমায়িক কথা শুনে একদম কেঁদে ফেললেন সােহিনী । সে জানতেন তার শ্বাশুড়ী নিরক্ষর ছিলেন । গ্রামের একজন লেখাপড়া না জানা গৃহিনী নারী , সে সংসারের বাইরে জীবন সম্পর্কে কতটুকু জানেন! কতটুকুই বা বুঝতেন তিনি । যার সারাটা জীবনই কেটেছে শুধু চার দেয়ালের মাঝে সংসার আর সন্তান লালন-পালন করে । তার শ্বশুর ছিলেন একজন সরকারী ম্যাজিস্ট্রেট । সােহিনী শুনেছিলেন তার স্বামী হাসনাত যখন ক্লাস টু – এ পড়তেন তখনই মুক্তিযুদ্ধে শহীদ হােন তার শ্বশুড় আকরাম চৌধুরী । সােহিনীও খুব বেশিদিন তার শ্বাশুড়ি মিসেস কৃষ্ণচূড়া চৌধুরীকে সেইভাবে খুব একটা কাছে পান নি । তার বিয়ের ছয় মাসের মাথায় ব্রেইন স্ট্রোকে তার শ্বাশুড়ি মিসেস কৃষ্ণচূড়া চৌধুরী মারা যান । এদিকে সােহিনী ইংরেজীতে অনার্স মাষ্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন গ্রাজুয়েট। ঢাকার একটা মহিলা কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করছেন প্রায় বছর পাঁচেক ধরে । তাদের বিয়ের বহু আগে থেকেই সোহিনীর সাথে হাসনাত সাহেবের একটা সুসম্পর্ক , চেনা-জানা ছিল । সােহিনীর ধারণা ছিল , সে এতাে শিক্ষিত আর সুন্দরী বলেই তার স্বামী হাসনাত তাকে এতােটা ভালবাসেন । এতােটা শ্রদ্ধা করেন । কিন্তু আজ তার এই ধারণা ভুল প্রমাণিত হল । প্রকৃতপক্ষে শুধু একজন মা – ই কেবল পারেন পরিপূর্ণভাবে সুশিক্ষায় গড়ে তুলতে তার পুরুষ সন্তানকে। সুবোধ তৈরি করতে পারেন তার পুরুষ সন্তানের চিন্তা- চেতনার জগতে । নারীর প্রতি শ্রদ্ধাশীল আরও বেশি উদার আর মানবিক হওয়ার জীবন্ত প্রতিচ্ছবি সৃজন করতে পারেন তার মনোজগতের প্রতিটি কোণায় কোণায় । বাকীটা তৈরি হয় সেই পুরুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা আর তার পারিপার্শ্বিকতা থেকে । অনেকক্ষণ যাবৎ স্বামী – স্ত্রী দুজনেই ফোন হাতে নিশ্চুপ হয়ে রইলেন । কিছুক্ষনের জন্যে দুজনের কেউই একটি নিঃশ্বাসও নিতে পারলেন না । শুধু সােহিনীর বারান্দার পাশে পুরােনাে ইউক্যালিপটাস গাছটিতে নাম না জানা অনেক পাখির সাথে ‘ বৌ কথা কও নামে ‘ এক জোড়া ছােট্ট পাখি জনমানবহীন অফিসার্স কোয়ার্টারের এই নিরব বাড়িটিকে একটু পর পর মুখরিত করে তুলছে তাদের কিচির মিচিরের শব্দে । হঠাৎ দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে হাসনাত সাহেব বলে উঠলেন , এনিওয়ে! সােহিনী খুব বেলা হয়ে গেছে । এই সময়ে তােমার খালি পেটে থাকা একদম উচিৎ নয় । যাও হাত মুখ ধুয়ে আগে নাস্তা করে নাও । আমি রুটি আর ডিম ভেজে হটপটে রেখে এসেছি ডাইনিন টেবিলের উপর । ফ্লাক্সে তােমার জন্যে রং চা ও তৈরি করা আছে । যাও দ্রুত নাস্তা সেরে নাও, লক্ষীটি । সােহিনী স্বামীর কথায় শুধু আচ্ছা বলেই ফোন রেখে দিলেন ।
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
একটি পারিবারিক বা সংসার কিভাবে সুন্দর ও মানবিক গুনাবলি হিয়ে উঠে তা আপনার ল্বখার একজন নারীর ভুমিকা কি তা দারুনভাবে ফুটিয়ে তুলেছেন।
ওইরকম পোস্ট আমাদের সংসার জীবন পাল্টুয়ে দেবে নিশ্চিত।
ভাল্লাগা রেখে দিলাম। দিদি ভাই।
মনির হোসেন মমি
এ পর্বেও চমৎকার একটি ম্যাসেজ পেল পাঠক। একমাত্র মা ই পারেন সন্তানদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তুলতে যদি মা হন বিচক্ষণ আর উদারমনা এ ক্ষেত্রে শিক্ষা যে কোন ফেক্টর নয় তা আপনি গল্পে নিরক্ষর হাসনাত সাহেব এর মা ই বেষ্ট উদাহরণ।আমরা গল্পের নাম করণের কারনটিও খুজেঁ পেলাম। সত্যিই তাই সংসার বড় ভেজালের অধ্যায় এখানে অসীম ধৈর্য লাগে,লাগে উদার মন। দু একটা বানানে টাইপিং মিষ্টেক ছাড়া ওভারঅল খুব একটি গল্প।
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ ভাই,,,
সুরাইয়া পারভিন
একজন মা ই পারেন তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে।
হোক তা পুরুষ সন্তান /নারী সন্তান।
চমৎকার লিখেছেন আপু ❤
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ আপুমণি,,
জিসান শা ইকরাম
হাসনাত সাহেবকে তা মা যা শিক্ষা দিয়েছেন, ছেলে সন্তানদের এমন শিক্ষা দিলে দেশটা আজ বাস্তবে স্বর্গে পরিনত হতো।
অনেক ভালো লিখছ পিচ্চি আপু
শুভ কামনা।
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ দাদা।
ইঞ্জা
স্বামী তার স্ত্রীকে কতটুকু সম্মান দেওয়া উচিত তা আপনার গল্প পড়ে আরও বেশি করে জানলাম, মায়ের শিক্ষায় সন্তানের জন্য বড় শিক্ষা যা অন্য কোথাও থেকে পাওয়া যায়না, এতো জীবনেরই শিক্ষা।
অসাধারণ লেখাটির জন্য অপরিসীম ধন্যবাদ।
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ ভাইয়া। আর অপেক্ষায় রাখব না। আজই গল্পের শেষটা পোস্ট করব।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম আপু
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর কাহিনী। ভালো লাগলো।
মুক্তা মৃণালিনী
অশেষ ধন্যবাদ ভাইয়া।
সাবিনা ইয়াসমিন
লেখায় শুরু থেকেই ভালোলাগা ছিলো, এখনো তেমনি আছে। অনেক ভালো গল্প লিখতে পারো তা সুন্দর ভাবে বুঝতে পেরেছি। 🙂
আরও বেশি বেশি লিখো। এই উঠোন তোমারও মুক্তা, যখন যা খুশি তাই লিখবে। কখনো থামবে না। 🙂
বড় লেখা দিলে মাঝে মাঝে প্যারা রাখবে, এতে পাঠকের লেখাটি পড়তে সুবিধা হয়।
ভালো থেকো, শুভ কামনা+ভালোবাসা ❤❤
মুক্তা মৃণালিনী
তোমাকেও ভালবাসা আপু। আর অপেক্ষায় রাখব না। আজই শেষ পর্বটা পোস্ট করে দিব। আশা করছি গল্পের শেষটাও শুরুর মতই ভাল লাগবে।
আরজু মুক্তা
মা ই দিতে পারে ভালো জাতি, শ্রেষ্ট বিবেক।