কৃষাণ,,
মাগো সূর্য ওঠার আগেই উঠে
তোমার সোনার ছেলে,
মাগো লাঙ্গল ফলা কাঁধে নিয়ে
পা বাড়ালো মাঠে!
মাগো পান্তা ভাত আর কাঁচামরিচ
নিয়ে যখন এলে,
সব ক্লান্তি যাই ভলে মা
তোমার আদর পাইলে!
মাগো ডাকলো যারে কৃষাণ বধু
হালের বলদ ছেড়ে,
ছুটলো কেবল চললো শুধু
মাটিতে মন মিশে!
মাগো মাটির বুকে লাঙ্গল চালায়
শ্রমে ঘামে বাপে বীজ
মাগো সূর্য তাপে কেবল ভাপে
তোমার ছেলের কষ্ট সুখ !
মাগো সূর্য উঠার আগেই উঠে
তোমার সোনার ছেলে !!
মাগো বৃষ্টি এলেও থামেনি সে
চলছে লাঙ্গল ঠেলে,,
নইলে তো আর ফলবে না মা
সোনার ফসল সাঠে!
মাগো দেশ বাচানুর শপৎ নিলাম
তোমার চরণ ধরর,
শ্রম ঘাম দুটই দেবো
দেশ প্রেমের দামে!
মাগো রোগে শোকে ক্লান্তি শরীর
তবু ফলাই সোনার ধান-
তোমার সোহাগ লয়ে,
মাগো ধান ফলালাম পাঠ ফলালাম
তোমায় ভালো বেসে।
মাগো যাইনি সেদি পেস ক্লাবে
জাতিসংঘের ডাকে
মাগো সাহেব বাবুর জীবন বাঁচাও
যোগান দেয় কে!
মাগো বলতো দেখি কে রেখেছে
তোমার বুকটা ভরে,
সেই তো তোমার কৃষাণি ছেলে
রোজ মাটিতে মিশে!
মাগো বলতে পারো- কে ঘুরালো
অর্থনীতির চাকা,
কার ঘামে শ্রমে হাসছে ওরে
এই যে মাগো এমন ভালো থাকা!
মাগো পাহার সমান পুত্র তোমার
তোমার ছেলে চাষা!
১৯/০৯/২০১৭/সঞ্জয় মালাকার/
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন কবিতা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
মোঃ মজিবর রহমান
💃❤💜
আরজু মুক্তা
চাষার ছেলেই তো সোনা ফলায়। ঘোরে অর্থনীতির চাকা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো,
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা অবিরাম ।
সাবিনা ইয়াসমিন
মায়ের কাছে শত প্রশ্ন রাখা হলেও
উত্তরটা দিতে নেই মানা,
চাষী ছেলেটাই মায়ের গর্ব,
দেশের সম্পদ এই কথাটি সবার আছে জানা। 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি –
আজ জানা কথাটাও অজানা
নিতাই বাবু
ভালো লাগার এক কবিতা। পাঠে মুগ্ধ হলাম।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা,
অনেক অনেক ভালো লাগা রইলো।
মনির হোসেন মমি
মা
মা’ই তার মত আপণ আর কেহ নয়। মাকে নিয়ে কবিতা খুব ভাল হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান, শুভেচ্ছা সহস্র কোটি ।