কৃষকের হাসি

শাহ আজিজ ৭ ডিসেম্বর ২০১৩, শনিবার, ১১:০৯:৩৭অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

-{@

ধান ক্ষেতে আছে সোনালী ধান
কৃষকের মুখে আনন্দের বান ,
আসছে নবান্ন, কাটবে ধান
ঘরের বধূরা, গাইবে গান

কেহ বানাবে নতুন ধানের
নানান সাঁঝের পিঠা
কেহবা আবার বাঁধবে ঘরের ভিটা ।

কৃষক যখন হাসতে শিখে
হাসে তখন দেশ ।
কৃষক যখন নিজে কাঁদে
তখন কাঁদায় দেশ ।।

তাইতো আমরা কৃষকের হাসি
দেখতে সবাই চাই ,
নবান্নের এই আয়োজনে
আমরা সবাই আনন্দে গান গাই ।।

শাহ আজিজ … ২৮-৫ – ২০০৯ —– ৭ এম

১৪০৬জন ১৪০৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ