-{@
ধান ক্ষেতে আছে সোনালী ধান
কৃষকের মুখে আনন্দের বান ,
আসছে নবান্ন, কাটবে ধান
ঘরের বধূরা, গাইবে গান
কেহ বানাবে নতুন ধানের
নানান সাঁঝের পিঠা
কেহবা আবার বাঁধবে ঘরের ভিটা ।
কৃষক যখন হাসতে শিখে
হাসে তখন দেশ ।
কৃষক যখন নিজে কাঁদে
তখন কাঁদায় দেশ ।।
তাইতো আমরা কৃষকের হাসি
দেখতে সবাই চাই ,
নবান্নের এই আয়োজনে
আমরা সবাই আনন্দে গান গাই ।।
শাহ আজিজ … ২৮-৫ – ২০০৯ —– ৭ এম
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কত যে আনন্দ হয় কৃষকের তা না দেখলে বুঝা যাবে না —
ভালো লেগেছে কবিতা ।
বাংলার কথা
হম আমি কিছুটা হলে ও জানি জিসান ভাইয়া , কারণ আমাদের তেমন কৃষি জমি না থাকলে ও আমি যাদের আছে তাদের ধান কাটা থেকে শুরু করে বলা যায় সব কিছুই কাছ থেকে দেখতাম মাঝে মাঝে নিজে ও সখ করে আমার হাত লাগাতাম ।
আততায়ী কলিংবেল
আমি গর্বিত আমি এই দেশে জন্মেছি, কৃষকের হাসি – কান্না দেখিছি।
টিংটং টিংটং টিংটং
স্বপ্ন
তাইতো আমরা কৃষকের হাসি
দেখতে সবাই চাই ,
নবান্নের এই আয়োজনে
আমরা সবাই আনন্দে গান গাই ।। (y) (y)
আদিব আদ্নান
কৃষকের সেই নবান্নের আনন্দ আর আনন্দের জায়গায় থাকেনা আজকাল ।
ঋণগ্রস্ত হয়ে আনন্দ কান্নায় রূপান্তরিত হয়েছে ।
নীলকন্ঠ জয়
কৃষকের হাসি সারা বছর থাকুক। কবিতায় অনেক ভালো লাগা।
খসড়া
তাইতো আমরা কৃষকের হাসি
দেখতে সবাই চাই ,
নবান্নের এই আয়োজনে
আমরা সবাই আনন্দে গান গাই ।।
ভাল লাগলো।
ছন্নছাড়া
অনেক অনেক অনেক …………………
ভালো লেগেছে ……………… (y) -{@ 🙂
শুন্য শুন্যালয়
নবান্নের এই আয়োজনে আনন্দে গান গাই. চলুন (y)
লীলাবতী
ভালো লিখেছেন আজিজ ভাই -{@