তোমার নাকি চালু জরুরী হটলাইন
৩৩৩ নম্বরে গোপনে চুমু খেতে খেতে
কথা ছিলো স্ত্রীকে উন্নয়নের ভ্যাকসিন দিব।
হঠাৎ জরুরী সেবার বদৌলতে
প্রেমিক যদি গায়ে মাখে রক্তপাত
পানের কচি পাতা চিবুতে চিবুতে
“প্রেমের গল্প শুনাতে নয়।পঞ্চাশোর্ধ স্ত্রী।
আমাদের গোপন সেবার উপকরণ লাগে না।”
আবার তোমার হটলাইনে—-
যদি নিশ্চয়তা দাও রক্তপাত হবে না
শুধু একটি প্রশ্ন — তাও তোমাকে না
চিবুতে চিবুতে ক্ষুধার্ত স্ত্রীর আলিঙ্গনে
বলব– বউ! ঐ বউ…
“আমগো চেয়ারম্যান বড়,না প্রধানমন্ত্রী বড়?”
অতঃপর, সেদিন সে
বক্ষপরশে ঘুমিয়ে গেলে, তোমাদের চিনে না।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো। আপাতত দৃষ্টিতে চেয়ারম্যান ই বড় মনে হচ্ছে প্রধানমন্ত্রী রে এসব চুনোপুঁটিরাই তো ঘোল খাওয়ায়। ভালো থাকুন শুভকামনা আপনার জন্য
নাজমুল হুদা
ধন্যবাদ আপু।
সুরাইয়া পারভীন
কি লিখলেন রে ভাই!
কে বড় জানতে পারলে আমাদের ও জানায়েন ভাই
জাস্ট অনবদ্য। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নাজমুল হুদা
কে বড় তা আপাতত অমীমাংসিত থাকুক।
ধন্যবাদ আপু 💕
সুপায়ন বড়ুয়া
চোর যেদিন সফল হয় সেদিন গৃহস্থ থেকে বড় হয় না।
চোর চোর ই সবার করুণার পাত্র হয়।
ধরাতো পড়বেই আর রক্ষা নয়।
শুভ কামনা।
নাজমুল হুদা
দিনশেষে আগের মোড়কে মোড়ানো হয় থাকে যতই পাকা মেলুক।
ধন্যবাদ দাদা
ফয়জুল মহী
মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
নাজমুল হুদা
আপনাকে ভালোবাসা ভাইয়া।
ভালো থাকবেন সবসময় 💞
সঞ্জয় মালাকার
দাদা খুব ভালো লাগলো। আপাতত দৃষ্টিতে চেয়ারম্যান ই বড় মনে হচ্ছে,
ঘরে থাকুন নিরাপদ থাকুন।
নাজমুল হুদা
অমীমাংসিত থাকুক কে বড়।
ধন্যবাদ দাদা
নীরা সাদীয়া
চ্যায়ারমেন বড় না প্রধানমন্ত্রী বড়?
নাজমুল হুদা
অমীমাংসিত থাকুক কে বড়।
ধন্যবাদ আপু 💕
হালিম নজরুল
শৈল্পিক উপস্থাপন
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
রেহানা বীথি
ছোটরাই বড় হবার দাপট দেখায়। প্রকৃত বড়রা হয় বিনয়ী।
সুন্দর কবিতা।
নাজমুল হুদা
একদম ঠিক।ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
খুব ভালো হয়েছে,
চাল চুরি একটা আর্ট 🙂
নাজমুল হুদা
জন্মের পর থেকেই সব কিছু শিল্প যদি ভাবা যায়।
তবে শিল্প হোক মানুষের।
ধন্যবাদ ভাইয়া 💞
সাবিনা ইয়াসমিন
বউ উত্তর না দিয়েই ঘুমিয়ে গেলো!
আসলে বড় কে তাও জানা হলো না। মনেহয় হট লাইন ডিস্কানেক্টড হয়ে গেছে।
অন্যদের লেখায় যাচ্ছো না কেন?
নাজমুল হুদা
ঘুমিয়ে গেছে বিবেকে সজাগ করে। স্বামীও শুনতে চাইবে না হয়ত শান্তির ঘুম ভাঙিয়ে। আপাতত কে বড় অমীমাংসিত রহস্য হয়ে থাকুক।
অন্যদের লেখাতে যাই তো এবং পড়লেই মন্তব্য করি যদি ভাব বুঝতে পারি। আরো বেশি উপস্থিত বাড়াতে চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
ছাইরাছ হেলাল
আমাদের তো কঠিন প্রশ্নের মুখোমুখি করে দিলেন!
নাজমুল হুদা
কঠিন প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। আপাতত অমীমাংসিত রহস্য হয়ে থাকুক কে বড়।
ধন্যবাদ ভাইয়া 💞
কামাল উদ্দিন
কবিতারা সব সময়ই জটিল হয়, এখানেও তাই…….
নাজমুল হুদা
কবিতারা জটিল হয় হয়ত তবে ভিতরের গল্পগুলো আরো জটিল।
ধন্যবাদ ভাইয়া 💞
ইঞ্জা
হঠাৎ জরুরী সেবার বদৌলতে
প্রেমিক যদি গায়ে মাখে রক্তপাত
পানের কচি পাতা চিবুতে চিবুতে
“প্রেমের গল্প শুনাতে নয়।পঞ্চাশোর্ধ স্ত্রী।
আমাদের গোপন সেবার উপকরণ লাগে না।”
দারুণ লিখলেন ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
মাহবুবুল আলম
চমৎকার লিখেছেন। শুভেচ্ছা নিরন্তর
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞