কি পছন্দ হল না??
যাও না খুজে নাও নতুন কিছু
শপিং মলে যাও
ব্রান্ডের হাইফাই সুগন্ধ
ছড়ানো
একদামেই পাবে।
তুমি সেল বাজারেও খোজ নিতে পারো
ছবি সহ বিজ্ঞাপন দেয় এখন
পছন্দ হলেই তোমার মোহনিয়
কণ্ঠে একবার বললেই
হবে “চাই”
আমি জানি ছুটে আসবে
তোমার ঘরে বা মনের ঘরে।
তোমার বাজেট ছোট??
তাতে কি এখন তো ফুটপাথেও পাওয়া যায়
একটু দরাদরি করে কিনে নিও
ও মনে থাকে না
তুমি তো প্যাচপ্যাচে ভিড়ে যেতে চাও না
তাহলে কি করবে ফেসবুকে খুজবে,
তাও খুজতে পারো
একটা স্ট্যাটাস দিয়ে দাও
স্বল্পমূল্যে বাধ্যগত একটা
পদার্থ চাই
যা তোমার বলায়
গন্ধ ছড়াবে
কখনও আবার হাসাবে
কিন্তু কাদাবে না কখনই
নিকোটিনের পোড়া গন্ধ
তোমাকে আর সইতে হবে না
একটা অপদার্থের জন্য আর
কাদতেও হবে না
এখন পদার্থে বাজার ছয়লাব ।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
পছন্দ না হলে , মনের পছন্দ খুঁজে পাওয়াও সহজ হবে না ।
চলুক নিরন্তর খোঁজাখুঁজি ।
"বাইরনিক শুভ্র"
হুম , খুজতে গিয়ে হারিয়ে না গেলেই হয়।
জিসান শা ইকরাম
ইহা হয় একটি রাগত লেখা ।
হা হা হা হা হা
"বাইরনিক শুভ্র"
ব্যাবসা বাদ দিয়ে সাইকোলজি নিয়ে গবেষণা শুরু করেন ।
হতভাগ্য কবি
আমার মনেও এমুন চলে। জোস 🙂
"বাইরনিক শুভ্র"
যার মনে যা আছে চলুক। শুধু মুখ ফুটে জোস বলার ক্ষমতা থাকলেই যথেষ্ট ।
আদিব আদ্নান
পছন্দ হবেই , করো না কারো ।
ধৈর্যই মহা গুন ।
"বাইরনিক শুভ্র"
মহা গুন টা যে নেই !!