কি পছন্দ হল না??

বায়রনিক শুভ্র ১ জুন ২০১৩, শনিবার, ০৮:৩৭:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

কি পছন্দ হল না??
যাও না খুজে নাও নতুন কিছু
শপিং মলে যাও
ব্রান্ডের হাইফাই সুগন্ধ
ছড়ানো
একদামেই পাবে।
তুমি সেল বাজারেও খোজ নিতে পারো
ছবি সহ বিজ্ঞাপন দেয় এখন
পছন্দ হলেই তোমার মোহনিয়
কণ্ঠে একবার বললেই
হবে “চাই”
আমি জানি ছুটে আসবে
তোমার ঘরে বা মনের ঘরে।
তোমার বাজেট ছোট??
তাতে কি এখন তো ফুটপাথেও পাওয়া যায়
একটু দরাদরি করে কিনে নিও
ও মনে থাকে না
তুমি তো প্যাচপ্যাচে ভিড়ে যেতে চাও না
তাহলে কি করবে ফেসবুকে খুজবে,
তাও খুজতে পারো
একটা স্ট্যাটাস দিয়ে দাও
স্বল্পমূল্যে বাধ্যগত একটা
পদার্থ চাই
যা তোমার বলায়
গন্ধ ছড়াবে
কখনও আবার হাসাবে
কিন্তু কাদাবে না কখনই
নিকোটিনের পোড়া গন্ধ
তোমাকে আর সইতে হবে না
একটা অপদার্থের জন্য আর
কাদতেও হবে না
এখন পদার্থে বাজার ছয়লাব ।

৬১১জন ৬১২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ