কিছু রাম ছাগলের কথা শুনুন —-
ছাগল গুলো বলতেছে স্কুল গুলোকে যেন ভোট কেন্দ্র না করা হয় , কেননা স্কুল গুলোতে ভোট নিলে আগুন ধরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে । ঐ সকল ছাগুদের বলতে চাই ,–
চোরের কারনে গৃহস্থ কি ঘর ছেড়ে রাস্তায় থাকবে ?? যেহেতু ঘরে থাকলে চোরে চুরি করে ?? যদি উত্তর হয় না তাহলে ঐ সকল ছাগল মার্কা বুদ্ধিজীবী দের এমন মতামত কে ও না না না । আমরা চাই ঐ সকল ছাগল মার্কা বুদ্ধিজীবীদের মদদ পুষ্ট দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্থি তাহলেই তারা এমন কাজ আর করার সাহস পাবে না ।।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অপকর্মের শাস্তি কেউই পায় না , পাবে বলেও মনে হয় না ।
নতুন প্রজন্মের কথা
আমরা ঠিক থাকলেই পাবে
নীলকন্ঠ জয়
রামছাগল লোপ পাইয়াছে নতুন ছাগল টিকিয়া আছে। টিকিয়া থাকাই পরম সার্থকতা নহে।
নতুন প্রজন্মের কথা
ছাগল তারপর ও কি ভাবে যে টিকিয়া থাকে ?
জিসান শা ইকরাম
যারা এমন বলে তাদের বাড়ি কেই ভোট কেন্দ্র বানাতে হয় ।
নতুন প্রজন্মের কথা
ঠিক ভাইয়া
মা মাটি দেশ
🙁 (y)
নতুন প্রজন্মের কথা
(y)
খসড়া
ছাগল একটি দেশের জাতীয় পশু। সেই দেশের মানুষের মাথা মোটা।
নতুন প্রজন্মের কথা
-:- \|/
ব্লগার সজীব
খসড়া বলেছেনঃ ছাগল একটি দেশের জাতীয় পশু। সেই দেশের মানুষের মাথা মোটা। :D)
নতুন প্রজন্মের কথা
(y) \|/
মোঃ মজিবর রহমান
(y) -{@
নতুন প্রজন্মের কথা
-{@
শুন্য শুন্যালয়
ভোট কেন্দ্র গুলো এরপর থেকে শ্বশানে করা হলে ভালো হয়, জ্বালায় পুড়ায় দিলেও কেউ কিছু বলবে না…
এই ছাগল গুলার ব্রেইন এক্সপোর্ট করা হোক, বিশেষ বিশেষ দেশে …
নতুন প্রজন্মের কথা
ছাগল গুলোকে ছাগলের মতই বে বে করতে দেওয়া দরকার কিছুত আহলে ও বিনোদন পাওয়া যায় । ;(
হলুদ পরী সাদা নাকফুল
কিছু বুঝিনি
নতুন প্রজন্মের কথা
সময় হলে বুঝে যাবেন (9)