১.
শত্রুপক্ষ আমাদের দিকে
ধেয়ে আসছিল
জ্যোৎস্নাহীন রাতে
একসময় তারা বিপর্যস্ত হলো
বাতাসের বর্শায়
২.
তারা তাকিয়ে দেখত
গোধূলির আলোয়
কিছু বিষণ্ন মুখ
প্রেমের প্রহসনে
যারা পুড়ে গেছে
৩.
আমরা আটকা পড়েছিলাম
কিছু বাদুরের সাথে
মধ্যরাতের ময়াজালে
হঠাৎ বেজে উঠল
গীর্জার ঘণ্টাধ্বনি
৪.
শীর্ণ কিছু কুকুর
বালির ওপর শুয়ে আছে
বিস্ফারিত চোখে
খদ্যভর্তি গাড়িগুলো
চলে যাচ্ছে অভিজাত হোটেলে
৫.
ওরা এসেছিল
এক বিষণ্ন বিকেলে
একটি পত্র হাতে
আমার আত্মা
বিদায় জানাল অন্ধকার
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্ , এবারে পাঁচ লাইনেও চমৎকার আপনি ।
ব্যতিক্রমী
মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ।
রাতুল
থিম টা ভালো লেগেছে…
ব্যতিক্রমী
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ব্যতিক্রমী ব্যতিক্রমী লেখাই দিচ্ছেন 🙂
ব্যতিক্রমী
হা হা হা…
ধন্যবাদ।
আমীন পরবাসী
তারা তাকিয়ে দেখত
গোধূলির আলোয়
কিছু বিষণ্ন মুখ
প্রেমের প্রহসনে
যারা পুড়ে গেছে
সুন্দর হয়েছে
ব্যতিক্রমী
🙂
শুন্য শুন্যালয়
দারুণ ..!!!
ব্যতিক্রমী
শুভেচ্ছা।
নীহারিকা
বেশ ভালো।
ব্যতিক্রমী
ধন্যবাদ। -{@
ব্লগার সজীব
শীর্ণ কিছু কুকুর
বালির ওপর শুয়ে আছে
বিস্ফারিত চোখে
খদ্যভর্তি গাড়িগুলো
চলে যাচ্ছে অভিজাত হোটেলে (y) (y) অসাধারণ
ব্যতিক্রমী
(y)