কি দিলে?
কি পেলাম?
হারানোর সুখ
বিসর্জিত চিতা
দগ্ধ জীবন
নিম্ন বিত্তের জীবন
ধস ধরা মাটির ঘর
ফেলানীর লাশ
আর
রানা প্লাজার ধ্বংস স্তুপ
কালের সাক্ষী
অজস্র শোক
অমেয় ঋণ
জাতির বিবেক
টিকটিকর ডাক
শিয়ালের হাক
আরও কিছু ঋণ
বোঝা নিবে কে
জিয়াদের মা
অবোধ জীবন
ভাবে না কিছু
যন্ত্রণায় বিকল।।
০১ জানুয়ারি-২০১৫
৭টি মন্তব্য
লীলাবতী
ভালো লেগেছে কবি।বহু যুগ পরে আপনার লেখা পড়লাম 🙂
রকিব লিখন
আপনার মতো একজন বিদগ্ধ জনের কমেন্ট পেয়েও আমি ধন্য হলাম।।
দোয়া করবেন, যেন নিয়মিত হতে পারি।।
আপনাকে ধন্যবাদ।। -{@
হৃদয়ের স্পন্দন
বাহ ….
রকিব লিখন
ধন্যবাদ।। -{@
মরুভূমির জলদস্যু
ভালো
রকিব লিখন
ধন্যবাদ।। -{@ \|/
ছারপোকা
ভাল এ লেগেছে ।অনেক দিন নিখোঁজ ছিলেন মনে হচ্ছে ।নিয়মিত লিখুন ।