কেউ বলে বেদুইনের রাত আর কেউ বলে রাতের বেদুইন!
অথচ নিশীথের আড়ালে আবডালে জন্মান্তরে,
নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন।
হৃদয়প্রাঙ্গনে অভিসারে আসে যে মালবিকা
মরীচিকা হয়ে দিনে কি রাতে, কাব্যের আড়ালে।
নিত্যকালের সন্ধানে নিমগ্ন বেদুইন-
স্বপ্নঘোড়ায় নিরন্তর ছুটে চলে তেপান্তরের মাঠে।
ধরণীর পারে, নিজের শেষ অভিসারে
ছবিতে মূর্তিতে দেবালয়ে দেবীর স্তুতিতে,
পথ দেখানো দখিণা বাতাসের মিষ্টি আলাপনে।
বেদুইন সে ছিলো আছে থাকবে-
মরুরাত্রির অচিন রুপ-রহস্যে, কালপুরুষ হয়ে।
৩০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন। দারুন বলেছেন। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো আপনার জন্য।
তৌহিদ
আপনিও ভালো থাকবেন আপু। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনার বাবা কেমন আছেন এখন?
সুরাইয়া পারভীন
হায় ঈশ্বর!
বেদুইন রাত
রাতের বেদুইন
সবাই দেখি বেদুইনে আঁটকে আছে।
তৌহিদ
সোনেলা এখন বেদুইনময়, যার যার চোখে ধরা দিয়েছে তাদের নিজস্বতায়। আমি একটু চেষ্টা করলাম সামান্য আর কি! ভালো থাকবেন আপু।
অনন্য অর্ণব
অসাধারণ বেদুইন বর্ণনা করলেন দাদাভাই। নতুন করে আবারো প্রশ্ন জাগে…আমার মুসাফির কি তাহলে সত্যিই মরুর কালপুরুষ ?
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনার বেদুইন অবশ্যই কালপুরুষ। সে বেঁচে থাকবে আমাদের লেখায়, লেখকদের কালিতে। ভালো থাকবেন ভাই।
সঞ্জয় মালাকার
নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন। দারুন বলেছেন দাদা, কিন্তু আমি বেদুইন শব্দের অর্থ বুঝলাম না ।
তৌহিদ
বেদুইন বা বেদুঈন বা বেদুয়িন (ইংরেজি: Bedouin) আরবের একটি সাহসী যাযাবর জাতি।
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, আপনিও ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
রেহানা বীথি
নিত্যকালের সন্ধানে নিমগ্ন বেদুইন-
স্বপ্নঘোড়ায় নিরন্তর ছুটে চলে তেপান্তরের মাঠে।
ভীষণ সুন্দর লিখেছেন ভাই।
তৌহিদ
সবাই বেদুইন কে নিয়ে যার যার মত লিখছে। আমিও খানিক চেষ্টা করলাম আর কি! ভালো থাকবেন আপু।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই ! কবিতার আঙ্গিকে লেখা একান্ত অনুভূতি বেশ লেগেছে। শুভেচ্ছা জানবেন।
তৌহিদ
ধন্যবাদ ভাইজান, আপনিও ভালো থাকবেন সবসময়। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ছাইরাছ হেলাল
বেদুইন তো দেখছি অমরত্ব পেয়ে গেল!
এ তো দেখছি নব্য বেদুইন! তেপান্তরের মাঠ-ঘাট চিনে ফেলেছে!
এর পর কী কী করতে চান, তার তালিকা দিয়ে রাখেন;
তৌহিদ
নব্য লেখককে নব্য বেদুইন তবে আপনাদের পিছু পিছু হেঁটে মাঠ-ঘাট চিনে ফেলেছে সে মহারাজ।
এর পরে কি করবো তা অবস্থা বুঝে ব্যবস্থা 😊
ফয়জুল মহী
এইভাবে ভালো ভালো লেখায় মন পুলকিত করবেন
তৌহিদ
ভালো থাকবেন ভাই।
কামাল উদ্দিন
স্বপ্ন ঘোড়ায় চড়ে আসা নিঃসঙ্গ বেদুইনরা আমাদের ব্লগ দখলে নিচ্ছে মনে হচ্ছে ভাই।
তৌহিদ
না না তা হবে কেন? আমরা আমরাইতো ☺
সুপায়ন বড়ুয়া
“বেদুইন সে ছিলো আছে থাকবে-
মরুরাত্রির অচিন রুপ-রহস্যে, কালপুরুষ হয়ে।”
সবাই রাতের বেদুইন নিয়ে
ব্যস্ত হলেন কেন বোঝা বড় দায়।
শুভ কামনা।
বুঝা
তৌহিদ
না না দাদাভাই, আসলে আমরা আমরাইতো। নিজেরা সবাই মিলেই নিখাদ আনন্দ নিচ্ছি দিচ্ছি লেখনীতে। আপনিও আমাদের বাইরেতো নন!!
সুপায়ন বড়ুয়া
হা। হা হা।
মহা আনন্দ পেলাম
শুভ কামনা।
মোঃ মিজানুর রহমান সুমন
দারুন লেখনি আপনার..
তৌহিদ
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বেদুইন কিনা শেষমেশ কাল পুরুষ হয়ে গেলো!
তাজ্জব ব্যপার তো!! কে সে-ই ভাগ্যবান বেদে সর্যি কাল পুরুষ!!?
তৌহিদ
কালপুরুষ না হয়ে আর উপায় আছে!! দেখছেননা মহারাজ আর ত্রিস্তান মিলে বেদুইনকে নিয়ে উপাখ্যান লিখেছে।
কালপুরুষ হিসেবে বেদুইনের অমরত্ব প্রাপ্য।☺
আরজু মুক্তা
বেদুঈন এর নতুন রূপ ভালো লাগলো। নব দিগন্তে ছুটে ছুটে নতুন উদ্দীপনায় জেগে উঠুক।
তৌহিদ
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
রুমন আশরাফ
অনবদ্য লেখা।
তৌহিদ
ধন্যবাদ ভাই।