এই যে নিঝুম রাতের তারা
নিয়ম ভাঙ্গা ছন্নছাড়া
দিশেহারা কার জন্যে?
জোছনা পেলে জোনাক পোকা
সপ্ন দেখা সহজ বোকা
হয় একরোখা অনন্যে।
ঘর কুনু এক মেঘের কনা
বিষাদ আলো জল জোস্না
আনমনা তোমার ডাকে!
কার জন্য অরন্য তার জমিয়ে রাখা
এ শুন্যতা খুব হাহাকারে লুকিয়ে রাখে!!
কার জন্য জন্য সাঁঝের মায়া
নদীর জলে চাঁদের ছায়া।।
ঘাঁস ফুল ও ফডিংও জানে
কেউ গোপনে একটা গানে,
সুরের টানে সেই সব কথা,
মুছিয়ে দেবে তোমার যত
দু্ঃখ সহর্নিত সুখবারতা।।
কার জন্য বিকেল সারা
জলজ কিছু মেঘের তারা,
বর্ষাধারা ভেজায় পাড়া,
বৃষ্টির সর্গীক কৌশলে
কাব্য কথায় আওয়াজ তোলে
স’দলবলে আত্মহারা।।
সাঁঝের আলোয় কাব্য হবে
জান তুমি কখন কবে,
খুব নিরবে কেউ কি জানে
বুনো ফুলের রঙ্গিন পাতায়
ইচ্ছে মত আঁকা খাতায়
নকশি কাঁথার আওহ্বানে
কার জন্যে হামলে পড়ে
রোজ সকালে সমস্বরে
তোমার ঘরে রোদের আলো
কানে বাজে তোমার কথা
সন্ধ্যা বেলার নিরবতায়
নিঃসঙ্গতায় হারালে!!
কার জন্যে সাঁঝের মায়া?
নদীর জলে চাঁদের ছায়া??
সীমান্ত উন্মাদ কখনো সিরিয়াস কবিতা লিখবেনা তাতো না। সে উন্মাদ হইলেও মানুষের মত তার সাধ হয় কখনো কখনো ভালোবাসতে, যদিও সে এখন পর্যন্ত এমন কাউকে পায় নাই, যে সীমান্ত উন্মাদের ভাবনাগুলোকে আপন করে নিতে পারে। সীমান্ত উন্মাদ শুধু তাকিয়ে আছে সেই দিনটার দিকে যে দিন সে তার চলার পথের মাঝে সেই মানুষটিকে খুঁজে পাবে, না হয় মৃত্যুর পরও তার জন্য অপেক্ষায় থাকবে।
সবার জন্য শুভকামনা নিরন্তর।
ইতি
সীমান্ত উন্মাদ
১০টি মন্তব্য
খসড়া
জোনাকি ও জোনাকি পাখনা মেলো।
সীমান্ত উন্মাদ
মেলবে মেলবে অপেক্ষা করেন।
শুন্য শুন্যালয়
সীমান্ত উন্মাদ হলেও সিরিয়াস কবিতা বেশ ভালোই লিখতে পারে দেখলাম ।। এবার প্রশ্নের উত্তর দিয়ে যান,
কার জন্যে সাঁঝের মায়া?
নদীর জলে চাঁদের ছায়া??
কেউ না এসেই এমন করে আপনাকে উন্মাদ বানিয়ে দিলো, ভেবে দেখুন কি করবেন।।
কবিতায় ৫ স্টার …
সীমান্ত উন্মাদ
আপনার দুটো প্রশ্নের একটাই উত্তর আমার কাছে। মৃত্যুর জন্যে।
আর কবিতা ভালো লেগেছে জেনে ভালোলাগলো।
মিথুন
এই যে নিঝুম রাতের তারা
নিয়ম ভাঙ্গা ছন্নছাড়া
দিশেহারা কার জন্যে?
কারো জন্যে নয়, প্রকৃতির নিয়মে :p
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ ।। 🙂
সীমান্ত উন্মাদ
আপনাকেও ধন্যবাদ। শুভকামনা থাকলো।
আদিব আদ্নান
কবিতা ভাল হয়েছে ।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ।
মশাই
মারাত্মক হয়েছে দেখি। অপেক্ষার পালা শেষ হোক সেই কামনা করি।
সীমান্ত উন্মাদ
মশাই অপেক্ষা আমার কোন কালেই ফুরাবে। মৃত্যুর হাতছানি পেয়ে গেছি। ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।