আমার নিজ ভাষা বাংলা ছাড়া অন্য কোন ভাষা বুঝতে পারি না। তাই বাংলা ভাষা ছাড়া সাধারণত অন্য কোন গান খুব একটা শোনা হয় না। এ আর রহমান একজন স্বনামধন্য সংগীত পরিচালক। অস্কারজয়ী এ শিল্পী দেশ বিদেশে তুমুল জনপ্রিয়।

কবি নজরুল ইসলাম রচিত “কারার ঐ লৌহ কপাট” গানটি আমাদের প্রাণের স্পন্দন। এ গান শুনলে এখনো রক্তের মধ্যে শিহরণ খেলে যায়। এ আর রহমান এর নতুন সুর করা গানের কিছু অংশ শুনে, আর শুনতে ইচ্ছে করলো না।সুরকার এ আর রহমান কবি নজরুল ইসলাম রচিত গানটি নিয়ে যে কৃচ্ছতা সাধন করেছেন। তা ক্ষমার অযোগ্য। ইচ্ছে করলেই সব কিছু নিয়ে নিজের মতো খেলা যায় না। হতে পারেন তিনি একজন বড় মাপের সঙ্গীত পরিচালক। তাই বলে এতো জনপ্রিয় একটি গানের সুর কি করে পাল্টে দিলেন। উনি কি এ গানের মর্মার্থ বুঝতে পারেন নাই। আচ্ছা উনার গান যদি কোন শিল্পী ভিন্ন সুরে গায় তাহলে কেমন লাগবে। একজন স্বনামধন্য ব্যক্তির কাছ থেকে এ ধরনের আচরণ গ্রহণ যোগ্য নয়।বিকৃত সুরে এ গান ছবি থেকে বাদ দিতে হবে। উনি যা করেছেন অবশ্যই এটি নিন্দনীয় কাজ। এ জন্য এ আর রহমান কে সমগ্র বাঙালি জাতির কাছে ক্ষমা চাইতে হবে । বুঝতে হবে বাঙালির আবেগ এবং ভালোবাসা নিয়ে যা ইচ্ছে করা যায় না।

৫২২জন ৩৬২জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ