ওরে ও কানা বাঙ্গালী
চোখে মুখে তো কিছুই দেখোনি
হারিয়েছো বোধ শক্তি দিয়ে গুজবে কান
নিয়েছো নিরীহ প্রাণ
অমানবিক তুমি, পিশাচ মন তোমার
জীবনেও হবেনা মানুষ, হয়েছো আস্ত শয়তান।
ওরে ও কানা বাঙ্গালী
কেন তোদের ধর্ম ভুলে গেলি
মনুষ্য হত্যা মহা পাপ
শেখায়নি কি তোদের মা বাপ
তাই তো বলি তোরা আস্ত এক পিশাচ।
আরে ঐ কানা বাঙ্গালী
হৃদয় বলে তো কিছুই রাখোনি
শিক্ষা দীক্ষা হয়নি তো জীবনে
শিখতে পারোনি যা শিখিয়েছে গুরুজনে
যখনই দেখো মানুষের ঠ্যাং, মারো কষে এক ল্যাং।
কেরে তুই কানা বাঙ্গালী
জীবনেও মানুষ হওনি
কাজ নাই, কর্ম নাই শুধু ছড়াও গুজব
ওরে ব্যাটা পিশাচ তুই, রয়ে গেলি অবুঝ গর্দভ ।।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি
স্তব্দ বাকরুদ্ধ আমি।
ভিডিও টি দেখে নিজেকে প্রশ্ন করুন
কি জবাব দিবেন এই শিশুটির নিকট
https://www.facebook.com/rezw1/videos/2441483965942482/
ইঞ্জা
ভাই পুরা জাতিই আজ বাকরু, শোকে হতবিহ্বল। 😢
আরজু মুক্তা
কানা না এখন আমি বোবা বাঙালিও বটে!
ইঞ্জা
খাটি বলেছেন প্রিয় আপু।
ছাইরাছ হেলাল
কাহারা নাকি ষড়যন্ত্র করিতেছে!
ইঞ্জা
আমারও তা মনে হচ্ছে ভাইজান, পুরাটাই পরিকল্পিত মনে হচ্ছে। 😢
তৌহিদ
দাদা, নিজের লেখনীতে এক নিদারুন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। কি জবাব দেব সেই ছোট্ট বাচ্চাটির কাছে? এসব আর হুজুগ নয়, ইচ্ছেকৃত করা কাজ। এদের প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে।
ইঞ্জা
জ্বি ভাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
বন্যা লিপি
সব দেখেশুনে আজ নির্বাক নিস্তব্ধ বধির হয়ে যাই।আর কত????????
ইঞ্জা
জানিনা আপু আর কত?
আমরা সবাই আজ হতবিহ্বল। 😢
প্রদীপ চক্রবর্তী
মানুষ হয়ে মানুষ হলাম কই!
এই শিশুটাকে যতবার দেখেছি ততবার চোখেরজল এসেছে।
সত্যি নির্বাক নিস্তব্ধ।
.
এই মানুষরূপী হায়নাদের শাস্তি হোক।
ইঞ্জা
আমরা সবাই শোকাহত, হতবিহ্ব, জানিনা এর শেষ কোথায়, কিন্তু মনে প্রাণে চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
ধন্যবাদ ভাই।
শিরিন হক
মানুষ নামের মানুষ আছে মানুষ কোথায়?
ইঞ্জা
জানিনা আপু, সবাইকে এখন পিশাচ মনে হয় আমার। 😢
রাফি আরাফাত
ওরে ব্যাটা পিশাচ তুই, রয়ে গেলি অবুঝ গর্দভ ।।
মনের কথা বলছেন ভাই।
ভালো লাগলো। ধন্যবাদ
ইঞ্জা
পাশে থাকবেন ভাই, ধন্যবাদ।
জিসান শা ইকরাম
যুক্তিহীন গুজবে বিশ্বাস এনে মানুষ কত হিংশ্র হতে পারে, তা গত কয়েকদিনের ঘটনা সমুহ না দেখলে বিশ্বাস করতাম না।
শিক্ষার হার যতই বৃদ্ধি পাক, আমরা অন্ধকারেই থেকে যাবো।
ইঞ্জা
দুঃখ তো সেখানেই ভাইজান, অশিক্ষিত মূর্খদের মাঝে শিক্ষিত আমরাও অশিক্ষিতর মিতো আচরণ করছি, এ বড়ই বিপদজনক।
মাছুম হাবিবী
সহ্য করতে পারছিনা ভাই। দেশে এসব কি হচ্ছে কি ভাবে সন্দেহ করে একজন মানুষকে গণপিটাুনি দিয়ে হত্যা করে। বড্ড অাফসোস এই কানা বাঙ্গালির জন্য। সুন্দর লিখেছেন।
ইঞ্জা
জাতি আজ হতবিহ্বল ভাই, জানিনা দেশ আজ কোথায় যাচ্ছে।
ধন্যবাদ ভাই।