কানা বাঙ্গালী

ইঞ্জা ২৪ জুলাই ২০১৯, বুধবার, ০২:৫৭:১৭অপরাহ্ন সমসাময়িক ২০ মন্তব্য

ওরে ও কানা বাঙ্গালী
চোখে মুখে তো কিছুই দেখোনি
হারিয়েছো বোধ শক্তি দিয়ে গুজবে কান
নিয়েছো নিরীহ প্রাণ
অমানবিক তুমি, পিশাচ মন তোমার
জীবনেও হবেনা মানুষ, হয়েছো আস্ত শয়তান।

ওরে ও কানা বাঙ্গালী
কেন তোদের ধর্ম ভুলে গেলি
মনুষ্য হত্যা মহা পাপ
শেখায়নি কি তোদের মা বাপ
তাই তো বলি তোরা আস্ত এক পিশাচ।

আরে ঐ কানা বাঙ্গালী
হৃদয় বলে তো কিছুই রাখোনি
শিক্ষা দীক্ষা হয়নি তো জীবনে
শিখতে পারোনি যা শিখিয়েছে গুরুজনে
যখনই দেখো মানুষের ঠ্যাং, মারো কষে এক ল্যাং।

কেরে তুই কানা বাঙ্গালী
জীবনেও মানুষ হওনি
কাজ নাই, কর্ম নাই শুধু ছড়াও গুজব
ওরে ব্যাটা পিশাচ তুই, রয়ে গেলি অবুঝ গর্দভ ।।

১জন ১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ