কাদের মোল্লার ফাঁসির রায়ে খুশী হওয়ার সাথে সাথে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত্ যে,সবাই যদি একই উদ্দেশ্য পূরণে একজোট হই তাহলে সবই সম্ভব।এরকম কাদের মোল্লা প্রতিনিয়তই আমাদের সমাজে জন্ম নিচ্ছে।আমরা সেগুলো পাত্তা দেইনা বলে তাদের পাল্লা ভারী হচ্ছে।এরকম মানুষগুলোকে শিক্ষা দিতে সবাই যদি একজোট হই তাহলে কত সুন্দর একটা সুস্থ সমাজ তৈরী হবে,মানুষ নিরাপদ ও শান্তিতে থাকতে পারবে।
আসলে শাস্তি কঠোর না হলে অপরাধ করতে কেউ ভয় পায়না।অপরাধের বয়স যতই হোক না কেন অপরাধীকে শাস্তি পেতেই হবে।
আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ আছে।মেয়েরা এখনো নিরাপদে চলতে পারেনা।এর জন্য আমাদের সমাজ ব্যবস্থা যতটা দায়ী মেয়েরা ততটা দায়ী।তারা ইভটিজিং এর জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে অথচ সেই গলা দিয়েই প্রতিবাদের আওয়াজ তুলতে পারেনা নিজের আত্মসম্মান রক্ষার্থে।একবার সাহস করতে পারলে এমনিই সমাজ এগিয়ে আসবে।সমাজ তো আমাদের মত মানুষ দিয়েই গঠিত!!!আমরা পাল্টালেই সমাজ পাল্টাবে. . . . .
# সোনেলায় এটি আমার প্রথম পোষ্ট । আশাকরি এখানকার সমস্ত আপু এবং ভাইয়ারা আমার লেখার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন ।
৭টি মন্তব্য
অদ্ভুত সেই ছেলেটি
কাদের মোল্লার মত মানুষের সঠিক বিচার হবেই। আর হ্যাপি ব্লগিং :)…
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
সমাজ থেকে সমস্ত অন্যায় দূর হোক ।
‘ আমরা পাল্টালেই সমাজ পাল্টাবে……… ‘ খুব সত্যি কথা ।
নতুন আপনি এখানে , আশাকরি সবাই আপনাকে সহযোগিতা করবেন এবং তাঁদের একজন হিসেবেই দেখবেন।
শুভ কামনা ।
নীলকন্ঠ জয়
শুভ দিনে সোনেলায় শুভ পোষ্ট।
সোনেলায় সুস্বাগতম -{@
মাহজাবীন আশা
লেখা পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ
ছন্নছাড়া
(y) ………… 🙂
অপরাধি যদি বুঝতে পারে তার অপরাধারের শাস্তি সে পাবেই টা হোলে অনেক অপরাধি অপরাধা করার সাহস করবে না …… এজন্য অপরাধীরে শাস্তি হতেই হবে
শুন্য শুন্যালয়
স্বাগতম আপু -{@
খুব সুন্দর বলেছেন.হ্যাঁ এভাবে সবাই যদি সব অন্যায়ের বিপক্ষে একজোট হতে পারি তাহলে অবশ্যই সমাজ পাল্টে যাবে এবং এটা নিশ্চয়ই একদিন হবে. সবে শুরু টা দেখানো শুরু করেছে তরুন দল..
জয়
আমিও আজই শুরু করেছি ।
আশা করি, আমরা সফলভাবে এগিয়ে যেতে পারব । 🙂