দরোজা-জানালা বন্ধ
বাইরের স্বচ্ছ আকাশে প্রার্থনামগ্ন চাঁদ
বিজন অন্ধকারে
দু’জন হাতড়ে ফিরি চেতনার গভীরতা
বিমুগ্ধ অস্তিত্বের আশ্রয়
পরস্পর ঠাই
আমরা ক্লান্ত
আমাদের হৃদপিণ্ড প্রকম্পিত-প্রবল
ঝড়ো হাওয়ার মতো প্রক্ষিপ্ত গতিবেগ…
এইতো অনুভব-
স্পর্শ পাচ্ছি পাতাল…
হঠাৎ বৃষ্টি
জলের ছাঁটে নিশ্চল ভিজে যায় দু’পাড়
৮টি মন্তব্য
খসড়া
আপনার পোস্টে প্রথম মন্তব্যটি আমারই। ভাল থাকুন।
সাদিক মোহাম্মদ
কৃতজ্ঞতা… @ খসড়া
জসীম উদ্দীন মুহম্মদ
এইতো- টের পাচ্ছি
টের পাচ্ছি স্পর্শ…
ঝম-ঝম বৃষ্টি
বৃষ্টির ছাঁটে নিশ্চল ভিজে যায় দু’পাড় ——অসাধারন মানের একটি কবিতা পড়লাম । (y) (y)
সাদিক মোহাম্মদ
শু ক রি য়া @ জসীম উদ্দীন মুহম্মদ
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লেগেছে ভাইয়া।
সাদিক মোহাম্মদ
Dhonnobad apu…
শুন্য শুন্যালয়
খুব সুন্দর কবিতা।
সাদিক মোহাম্মদ
-{@ khushi holam… @ শুন্য শুন্যালয়