কাক ডাকা ভোর

ছাইরাছ হেলাল ৮ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ১২:২২:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৪১ মন্তব্য

কোথায় ছিলে এতো দিন?
ঠাঁয় দাঁড়িয়ে পা ধরে এলো যে,
চলো চলো একসাথে এ বেলায় যাই, ঐ ও বেলার কাছে।

চকিতে সুযোগের বখাটেপনায় ভাগ বসাতাম
‘যাহ দুষ্টু’ শোনার জন্য, আবছা অন্ধকারে টেনে নিয়ে।

রাত্রির শেষ প্রহরে খুঁটে খাই দু’দানা শস্য, খুঁজি জলে ভাসা মুক্তো, দূষন রাত্রির পাষাণ ভার নেমে গেছে আজ, জ্বর নেই, নেই জলপট্টির ভেঁজা ভাব; তরতাজা শরীরে কাক স্নানের চড়ুই সঙ্গম চাই না, চাই সর্পশৃঙ্খলে ঝর্ণার গভীরতর অবগাহন, অসমাপ্ত ধূসর ধ্বনির কাক ডাকা ভোর এলো বলে,
চলো, পলায়ে যাই, স্পন্দিত আতরগন্ধা বুক বেয়ে,
ছোঁয়াদের সাথে আড়ি রাখছি না আর, এ বেলার এই দুষ্টু আঁধারে!!!!!

১৮৯৯জন ১৯০৩জন
0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ