কাকমানুষ

নাজমুল হোসেন নয়ন ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৮:০৪:৩৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

কাকমানুষ

 

নাগরিক রোদে গলে

কাক হলো নির্বাচনী পোস্টার

সহস্র নৈঃশব্দিক মিছিলে,

বোধের বধ্যভূমি ঘেসে কাকমানুষ।

 

অভিকেন্দ্রে স্পন্দমান পৌনঃপুনিক যাত্রায়

ইন্দ্র,বরুন,মহাদেব, দূর্গা,কেউ কি বাদ পরেছে??

প্রশ্ন তুললো  ওদের বাহকেরা।

 

ঘনকৃষ্ণ জলের

খেয়া নৌকা পার করে, মিছিলে দাঁড়িয়ে

ঈদিপাস,লেয়াস,জোকাস্টা

প্রেতযোনিদের বস মানিয়ে,

একই লাইনে অরেস্টিস।

 

স্বর্গ, মর্ত্য কে ব্যক্তত্বারোপ করা আদি কাহিনীকার

একটি ভার্চুয়াল ভ্রমন শেষে

“ত্রাণকর্তার পরিত্রান চাই”

পিঠে লিখে পা মিলাচ্ছে মিছিলে।

 

মিছিলের এই অংশটা অবশ্য সবাক

দৈবনির্ভর মানুষের ভীড়।

 

বাপের কবিতা প্লেকার্ড হাতে

দাঁড়িয়ে ইমরুল কায়েজের মেয়ে,

পেয়সীর দেহবল্লবীর অনিঃশেষ গন্ধ

মিশে আছে পুড়নো সে সরাবে।

 

অন্তঃবিষয়ী আলাপ তুলেছে

সংশয়বাদী এক কবি,

সিস্টিন চ্যাপেলের রিপলিকা

হাতে কয় জন শিল্প-সমালোচক।

 

“বিশ্ব দেবতা সৃষ্টি করেছে”

দাবী তুলেছে,জিউস,আপেলো,সাইকি,আর্ফিয়াস-

প্রজননের  হাওয়া বাহক মহেঞ্জোদারোর ষাড়,

পিনস্তনা,নিগুঢ় নিতিম্বের মাতৃকার

মুকুটের  প্রদীপের আলোতে

বৈশ্যরা ধান কাটছে কার্তিকের মাঠে।

 

শ্বেতহস্তির পিঠে চেপে এলো বুদ্ধের মা

টমাস আকুইনাস,ডেভিড হিউম,ইমানুয়েল কান্ট

কে বাদ গেলো বলুন?

কাকমানুষের সমাবেশে।

 

নীতিনির্ধারকদের নীতিনির্ধারক কাকমানুষ

নির্বাচনী পোস্টারে ইস্তেহার ঘোষনা করলো-

– ইতিহাসের চুড়ান্ত বিচার জানানোর অবস্থায় সে নাই।

 

 

 

৪৪৬জন ৩২২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ