জানতে যদি নীতু তুমি
কোথায় আমার কষ্ট ?
জেনে গেলে হয়তো হতো
তোমার বাসর নষ্ট ।
সব স্মৃতি আমার শুধু রবে
দূরে চলে যাবে এই ভেবে
পথগুলো হারাবে ঠিকানা
ভালোবাসার অসীম সীমানা
এই ভেবে আমি হবো ভ্রষ্ট ।
নির্জনতার একলা দুপুর
মেঘে ঢাকা রাত হবে
আগুন জ্বলে এই বুকে
নীরবতার ব্যথা ভেবে
হৃদয়ের নদী হারাবে মোহনা
পড়ে রবে শুধু অযাচিত বেদনা
ভালোবাসার শূন্যতা জানোনা
হবে আরো স্পষ্ট ?
আমরা ব্লগার গ্রুপে মজা করার জন্য প্রথম চার লাইন লেখা , পরে দেখলাম গানের আদল দিলে ক্যামন হয় , সেই চেষ্টায় এই রুপ ! ক্যামন হয়েছে জানিনা , ইদানিং না আমার বহুদিনের অভ্যাস সবকিছুতেই সুর বসানো , ইন্টারে থাকতে হৈমন্তী গল্পটি সুর করে মুখশ্ত করেছিলাম , এখন মনে নেই , সেই চেষ্টা বৃথা যায়নি , আমার আম্মা বলেছিল খুব তাড়াতাড়ি আমাকে পাবনা রেখে আসা উচিত । যাই হোক ! পড়ার জন্য ধন্যবাদ ।
প্রিন্স মাহমুদ
০৬/১০/২০১৩
১২টি মন্তব্য
খসড়া
আম্মা আপনাকে পাবনা পাঠাক অথবা কেউ আপনার জন্য অন্য ব্যাবস্থা করুক আপনি লিখে যান।আপনার লেখা ভাল পাই।
প্রিন্স মাহমুদ
শুভেচ্ছার অজস্রতা রইল ।
জিসান শা ইকরাম
দারুন হইছে ।
গান লেখা চলুক ।
প্রিন্স মাহমুদ
আপনার এই আশবাদ , ইচ্ছে আমার অহমিকা । ধন্যবাদ
লীলাবতী
সুন্দর গান লিখেছেন । চলুক ।
প্রিন্স মাহমুদ
অজস্র শুভেচ্ছা রইল ।
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর হইছে
প্রিন্স মাহমুদ
ভালো লাগাই সার্থকতা ।
ব্লগার সজীব
গান তো ভালোই লিখতে পারেন । লিখতে থাকুন ভাই (y)
প্রিন্স মাহমুদ
গান লিখতে সাধনা লাগে , সুন্দর বাসনা লাগে , আমার সেটা আছে নাকি সন্দেহ আছে । ধন্যবাদ সজীব ।
তুমি আমি এক
সব মিলিয়ে অনেক ভালো লাগলো
প্রিন্স মাহমুদ
তাহলে চলুন এক হয়ে মিশে যাই । ধন্যবাদ ।