কষ্ট

প্রিন্স মাহমুদ ৬ অক্টোবর ২০১৩, রবিবার, ০৩:১২:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, সঙ্গীত ১২ মন্তব্য

জানতে যদি নীতু তুমি 

কোথায় আমার কষ্ট ? 

জেনে গেলে হয়তো হতো

তোমার বাসর নষ্ট । 

 

সব স্মৃতি আমার শুধু রবে

দূরে চলে যাবে এই ভেবে

পথগুলো হারাবে ঠিকানা

ভালোবাসার অসীম সীমানা

এই ভেবে আমি হবো ভ্রষ্ট । 

 

নির্জনতার একলা দুপুর

মেঘে ঢাকা রাত হবে

আগুন জ্বলে এই বুকে

নীরবতার ব্যথা ভেবে

হৃদয়ের নদী হারাবে মোহনা

পড়ে রবে শুধু অযাচিত বেদনা

ভালোবাসার শূন্যতা জানোনা 

হবে আরো স্পষ্ট  ? 

আমরা ব্লগার গ্রুপে মজা করার জন্য প্রথম চার লাইন লেখা , পরে দেখলাম গানের আদল দিলে ক্যামন হয় , সেই চেষ্টায় এই রুপ ! ক্যামন হয়েছে জানিনা , ইদানিং না আমার বহুদিনের অভ্যাস সবকিছুতেই সুর বসানো , ইন্টারে থাকতে হৈমন্তী গল্পটি সুর করে মুখশ্ত করেছিলাম , এখন মনে নেই , সেই চেষ্টা বৃথা যায়নি , আমার আম্মা বলেছিল খুব তাড়াতাড়ি আমাকে পাবনা রেখে আসা উচিত । যাই হোক ! পড়ার জন্য ধন্যবাদ । 

প্রিন্স মাহমুদ 
০৬/১০/২০১৩

 

 

৬০৩জন ৬০৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ