করোনা সমাচার

আতা স্বপন ১০ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৪৭:২৩পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

ল্যাটিন নাম করোনা

মুকটের মত

ভাইরাসের রাজা হয়ে

রাজ্য জয় শত শত।

ওজনে ভারি সে

দেখতেও বড়

তাই বলে খালি চোখে

দেখার আশা ছাড়ো।

দুই শ্রেণির ভাইরাস

মার্স আর সার্স

এই দিয়েই যুদ্ধ যাত্রা

পড়ছে শত লাশ।

দু হাজার তিন চার

পাঁচ আর বারো

করোনা এসেছিল

নয় ততো জোড়ালো।

হৃষ্টপুষ্ট হয়ে  আবার

এলো দুহাজার উনিশে

এলো এলো মহারাজ

চীনের উহান প্রদেশে।

মহামারি ছারখার

কাতরায় আদম জাত

পথে ঘাটে রাস্তায়

মরে হয় কুপুকাত।

চীন ইরান ইতালী

মালয়েশিয়া তাইওয়ান

থাইল্যন্ড সিঙ্গাপুর, আমেরিকা

কানাডা, শ্রিলঙ্কা আর জাপান।

বন্দর নগর সব পেরিয়ে

দেশে দেশে ছুটছে

হুঙ্কারে বিশ্ব

থর থর কাঁপছে।

বাংলাদেশেও হানা দিল

এ ভাইরাস চেঙ্গীস খান

কি জানি কি হয়?

শঙ্কায় দিন গুজরান।

এসময় পাক সাফ

দেহ মনে যে

করোনা থেকে জানি

নিরাপদ সে।

হে আল্লাহ সোবাহান

দাও যে পরিত্রান

আচমকা এ বিপদে

আমরা যে পেরেশান।

করুনধারা বর্ষাও

করোনা আক্রান্ত জনে

ক্ষমা করো মাফ করো

এ অধম বান্দা গণে।

 

 

 

 

৬৩১জন ৫৪৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ