ল্যাটিন নাম করোনা
মুকটের মত
ভাইরাসের রাজা হয়ে
রাজ্য জয় শত শত।
ওজনে ভারি সে
দেখতেও বড়
তাই বলে খালি চোখে
দেখার আশা ছাড়ো।
দুই শ্রেণির ভাইরাস
মার্স আর সার্স
এই দিয়েই যুদ্ধ যাত্রা
পড়ছে শত লাশ।
দু হাজার তিন চার
পাঁচ আর বারো
করোনা এসেছিল
নয় ততো জোড়ালো।
হৃষ্টপুষ্ট হয়ে আবার
এলো দুহাজার উনিশে
এলো এলো মহারাজ
চীনের উহান প্রদেশে।
মহামারি ছারখার
কাতরায় আদম জাত
পথে ঘাটে রাস্তায়
মরে হয় কুপুকাত।
চীন ইরান ইতালী
মালয়েশিয়া তাইওয়ান
থাইল্যন্ড সিঙ্গাপুর, আমেরিকা
কানাডা, শ্রিলঙ্কা আর জাপান।
বন্দর নগর সব পেরিয়ে
দেশে দেশে ছুটছে
হুঙ্কারে বিশ্ব
থর থর কাঁপছে।
বাংলাদেশেও হানা দিল
এ ভাইরাস চেঙ্গীস খান
কি জানি কি হয়?
শঙ্কায় দিন গুজরান।
এসময় পাক সাফ
দেহ মনে যে
করোনা থেকে জানি
নিরাপদ সে।
হে আল্লাহ সোবাহান
দাও যে পরিত্রান
আচমকা এ বিপদে
আমরা যে পেরেশান।
করুনধারা বর্ষাও
করোনা আক্রান্ত জনে
ক্ষমা করো মাফ করো
এ অধম বান্দা গণে।
২২টি মন্তব্য
এস.জেড বাবু
হে আল্লাহ সোবাহান
দাও যে পরিত্রান
আচমকা এ বিপদে
আমরা যে পেরেশান।
আমিন
আল্লাহ কবুল করবেন।
চমৎকার লিখেছেন। সমসাময়িক বিষয়।
আতা স্বপন
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
মহান আল্লাহ রক্ষা করুন আমিন————
আতা স্বপন
আমিন ছুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। ধন্যাবাদ
ফয়জুল মহী
ভালো থাকুন
আতা স্বপন
আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন
সুপায়ন বড়ুয়া
“ল্যাটিন নাম করোনা
মুকটের মত
ভাইরাসের রাজা হয়ে
রাজ্য জয় শত শত। “
এই করোনার রূপ যে কত
দেখি শত শত।
গুজব রটায় ফায়দা লুটে
দেখবে আবিরত।
শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ আপনার জন্যও শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
আপনি তো ছন্দের যাদুকর হয়ে গেলেন । সুন্দর হয়েছে ভাইয়া। ভালো থাকুন শুভ সন্ধ্যা
আতা স্বপন
ধন্যবাদ আপনিও ভাল থাকুন সুস্থ থাকুন
নিতাই বাবু
কথায় আছে, “পাপে বাপকেও ছাড়ে না।” এই পৃথিবীতে যেসব নতুন নতুন রোগ সংক্রমণ দেখা দিচ্ছে, তা কেবল পাপের প্রায়শ্চিত্তই বলা চলে। এটা আমার নিজের মনের ধারণা, শ্রদ্ধেয় দিদি। তো যাহোক, এই প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস থেকে মহান সৃষ্টিকর্তা যেন আমাদের রক্ষা করে, এই কামনাই করি।
আপনার কবিতাটা কিন্তু চমৎকার হয়েছে দাদা।
আতা স্বপন
পাপ পূণ্য সেই বুঝে যে স্রষ্টাকে জানে ও চিনে
যে স্রষ্টাকেই চিনল না সেই পাপি,
তার কোন অভিভাবক না থাকায়
সে করে লাগাম ছাড়া দাপাদাপি।
পাপের ফল ফলছে দাদা
পাপের ফল ফলছে
করোনা নয় শুধু
অভিশাপে বিশ্ব জ্বলছে।
==================================ধন্যাবাদ দাদা
মনির হোসেন মমি
ভয়কে করব আমরা জয়। ভাল হয়েছে কবিতা।
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
চমৎকার তথ্যবহুল
আতা স্বপন
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
করোনার ইতিহাস তুলে ধরেছেন।
আল্লাহ তায়ালা সবাইকে রক্ষা করুন এই মহামারী থেকে। আমিন।
শুভ কামনা রইলো 🌹🌹
আতা স্বপন
ধন্যবাদ শুভকামনা আপনাকেও
ইঞ্জা
আমীন।
আল্লা্হ্ রাব্বুল আলামিন, রহমানুর রহিম আমাদের রক্ষা করুন।
আতা স্বপন
আল্লাহ তাকেই রহম করেন যে রহম চায়। আমাদের সচেতন হয়ে তার প্রমান দিতে হবে। আমাদের সচেতনতাই আমাদের নিরাপত্তা।
আতা স্বপন
ধন্যাবাদ ইঞ্জা ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা