>পৃথিবীটা পৃথিবীর মতই আছে
>আমরা মানুষ রাই কেমন
>জানি হিংস্র হয়ে যাচ্ছি
>দিনের পরে দিন ।
>ছোট খাটো বিষয় গুলোকে
>অনেক বড় করে দেখতে গিয়ে
>আপন রক্তের সাথে ও আমরা
>পশুর মত রক্তের হলি খেলা
>খেলতে দ্বিধা বোধ করিনা
>হায় রে মানুষ , কবে হইবো মানুষ ???
শাহ আজিজ
২৯/৮/২০১৩
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
মানুষেরা আসলে আর কোনদিন মানুষ হবে না
ভালো লিখেছেন ।
তুমি আমি এক
মানুষ হবে মরার পরে , (9)
বনলতা সেন
আপনি ঠিক ই বলেছেন , মাঝে মাঝে নিজেকে চার হাত-পা ওয়ালা মানুষ
মনে হয় ।
তুমি আমি এক
সেই মাঝে মাঝে টা কখন ??
মর্তুজা হাসান সৈকত
‘হায় রে মানুষ , কবে হইবো মানুষ’ ছুঁয়ে গেলো লেখাটা ।
তুমি আমি এক
ধন্যবাদ , আমাদের সমাজে এমন ঘটনা প্রায় ঘটে , যা আমাদের জন্য দুঃখ জনক ।
মিসু
মানুষ হবার আশা নেই মানুষের 🙁
তুমি আমি এক
কি হওয়ার আশা >?? জীব জন্তু ??
ছাইরাছ হেলাল
আপনার উপলব্ধির জায়গাটি কিন্তু চমৎকার ।
তুমি আমি এক
হম, আমি মনে করি আমরা সবাই জানি কেন এমন হয় , তাই আমাদের সকল কেই সাবধান থাকতে হবে ।
ব্লগার সজীব
কোনোদিনও না ।
তুমি আমি এক
হবে আশা করি !!
খসড়া
মানু ষ কখনই মানুষ ছিল না হবেও না।
তুমি আমি এক
তাহলে মানুষ কি ছিল ??
নিশিথের নিশাচর
বড়ই আজব চিজ এই মানুষ।
মানুষ চিনলো না পাবলিক কি চিজ,
আর পাবলিক চিনলো না জনতা কি চিজ।