ভেবেছিলাম কয়েক পশলা অঝর শ্রাবনই যথেষ্ঠ।
না হয়নি! ভুল ছিল তা।
এখনো ঘর্মাক্ত নগর। ঘিনঘিনে বাতাস। বদ্ধ।
গুমোট বাতাসে এখনো ঘামের গন্ধ!
কিছু জীব তবু খুশী। বোবা-প্রায়।
মানুষ বলিনা এদের। আদম-কীট।
খুশীতে কিলবিল। এরা অবুঝ।
এদিকে পঙ্কিল সরকারী বেসরকারী রাস্তাগুলো।
অথছ এখনো সমানে তৃষিত কৃষকের মাঠ! জঘন্য!
শুধু শ্রাবণে হবেনা, বুঝেছি এখন।
মেঘের জলের বান চাই। নদীর জলে বড় ক্লেদ।
বানে ধুয়ে দেব ঘাম। কৃষক হাসবে তাজা হাসি।
যত আদমকীটের হবে সলিল সমাধি।
নগর শুদ্ধ হবেই। সতেজ হবেই।
নাগরিকগুলো সব হবে হয় কবি নয় পাঠক।
আমি নাছোড়বান্দা।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শুদ্ধ নগরের প্রতিক্ষায় আমিও ।
অবশ্যই কৃষক হাসবে ।
আমি পাঠক হতে চাই-ই মনে প্রাণে ।
লজিক্যাল সুমধু
দেরিতে জবাব দিচ্ছি বলে দু:খিত।
অনেক ধন্যবাদ আপনাকে। আমি কবি হতে চাই, দাদা।
শিশির কনা
শুধু শ্রাবণে হবেনা, বুঝেছি এখন।
মেঘের জলের বান চাই।………… ঠিক বলেছেন ভাই।
লজিক্যাল সুমধু
অনেক ধন্যবাদ, দিদি।
জবাব দিতে দেরি হল বলে দু:খিত।
জিসান শা ইকরাম
দারুন কবিতা
সহজে কিছু হবেনা , নাছোড়বান্দা হতেই হবে
তোমার
আমার
অনেকের।
লজিক্যাল সুমধু
অনেক ধন্যবাদ দাদা।
আসলেই আমাদেরকে নাছোড়বান্দা হতে হবে।
জবাব দিতে দেরি হল, দু:খিত।
লীলাবতী
আমি পাঠক হবো! কবির কবিতার মেঘে বৃষ্টি নামাবো।
লজিক্যাল সুমধু
হা হা হা।
আমার কবি হওয়ার খুব ইচ্ছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
দেরিতে জবাবদান মার্জনীয়।
নীলাঞ্জনা নীলা
আশা নিয়ে বেঁচে থাকা । আশারা জিতবেই একদিন। আলোর মুখ দেখবেই।
লজিক্যাল সুমধু
আশারা জিতবেই একদিন।
তা-ই যেন হয়।
অনেক ধন্যবাদ আপনাকে।
দেরিতে জবাব দিচ্ছি, দু:খিত।
প্রজন্ম ৭১
বন্যা , সাইক্লোন হয়ে আসুন , প্রতিক্ষায় আছি 🙂
লজিক্যাল সুমধু
আচ্ছা। পাশে থাকবেন ভাই।
অনেক অনেক ধন্যবাদ।
দেরিতে জবাব দিচ্ছি বলে আন্তরিকভাবে দু:খিত।
জবরুল আলম সুমন
নগর শুদ্ধ হবে, সতেজ হবে, হবেই একদিন নিশ্চয়… সুন্দর লিখেছেন। শুভ সন্ধ্যা।
লজিক্যাল সুমধু
অনেক আনন্দিত বোধ করছি দাদা। অনেক অনেক ধন্যবাদ দাদা।
শুভ সকাল।
যাযাবর
প্রত্যায়ি লেখায় মুগ্ধতা
লজিক্যাল সুমধু
অনেক অনেক ধন্যবাদ দাদা।
আপনার মন্তব্য অনেক অনুপ্রেরণাদায়ী।
প্রজন্ম ৭১
আপনার পোস্টে যাবার পূর্বে একটি ছবি দেখা যায় , যা বিস্তারিত তে গেলে দেখা যায় না। এমনটা কেন ? কিভাবে করলেন এটা ?
লজিক্যাল সুমধু
আপনার কথাটা ঠিক বুঝতে পারছিনা ভাই।
কী দেখা যায়, কী দেখা যায় না একটু খুলে বলুন দাদা।
আর এব্যাপারে আমি এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।
জিসান শা ইকরাম
প্রজন্ম৭১ , হ্যা এই কবিতায় প্রথম পাতায় ভিন্ন একটি ছবি দেখা যায় , যা বিস্তারিত কবিতায় গেলে দেখা যায় না । বিস্তারিততে ভিন্ন আর একটি ছবি।
ভালোই লাগছে দুটো ছবি , থাকুক না এভাবে !! 🙂
লজিক্যাল সুমধু
তাইতো!
আমি এতক্ষণ খেয়াল করিনি। দুটোই দিয়েছেন! গ্রেট, এডমিন।
এই মেঘ এই রোদ্দুর
অনেক ভাল লাগল
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
কৃষকের বিশুদ্ধ হাসি দেখতে চাই।
চাই বিশুদ্ধ বাতাস